Advertisment

Narcos Season 4: এবার গুয়াদালাজারা গোষ্ঠীর রহস্য উদঘাটন

নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ নারকোস ড্রাগ যুদ্ধের সন্ধানে এবার পৌঁছবে মেক্সিকোর শিকড়ে। নারকোসের চতুর্থ সিরিজে মাইকেল পেনিয়া ও দিয়েগো লুনা অভিনয় করবেন কিকি ক্যামারিনা ও মিগুয়েল অ্যাঞ্জেল ফেলিক্স গ্যালারডোর ভূমিকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
narcos-mexico

এ বছরের শেষেই মুক্তি পাবে নারকোসের চতুর্থ সিজন।

কলম্বিয়াতে তিনটে সিজন কাটিয়ে এবার আন্তর্জাতিক ড্রাগ ট্রাফিকিং ড্রামা মেক্সিকো নির্ভর। মেক্সিকোর গুয়াদালাজারা গোষ্ঠীর উত্থান ও কলম্বিয়ান গোষ্ঠীর সঙ্গে বিবাদ নিয়েই চতুর্থ সিজন নারকোস: মেক্সিকো। মেক্সিকো তারকা মাইকেল পেনিয়া ও দিয়েগো লুনা অভিনয় করবেন DEA এজেন্ট কিকি ক্যামারিনা ও গুয়াদালাজারা গোষ্ঠীর নেতা মিগুয়েল অ্যাঞ্জেল ফেলিক্স গ্যালারডোর ভূমিকায়।

Advertisment

নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, ‘নারকোস: মেক্সিকো’য় দেখা যাবে গুয়াদালাজারা গোষ্ঠীর উত্থান, ১৯৮০ তে ফেলিক্স গ্যালারডোর নেতৃত্ব নেওয়া থেকে ড্রাগ পাচারকারীদের সাম্রাজ্য স্থাপনের জার্নি। যখন DEA এজেন্ট কিকি ক্যামেরিনা তার স্ত্রী ও ছেলেকে নিয়ে গুয়াদালাজারা ক্যালিফোর্নিয়ায় চলে আসে নতুন দায়িত্ব নিয়ে, আর শীঘ্রই জানতে পারেন এই অ্যাসাইনমেন্টটা আরও বেশি চ্যালেঞ্জিং। ফেলিক্সের বুদ্ধিমত্তায় এই মিশনে আরও জড়িয়ে পড়ে কিকি, উন্মোচিত হয় একটি ট্র্যাজিক চেইন, যা মাদক ব্যবসা ও তার বিরূদ্ধে যুদ্ধে প্রভাব ফেলে"।

নারকোস: মেক্সিকো প্রযোজনা করেছে গোমন্ট টেলিভিশন।

narcos-mexico নারকোসের চতুর্থ সিরিজে দিয়েগো লুনা অভিনয় মিগুয়েল অ্যাঞ্জেল ফেলিক্স গ্যালারডোর ভূমিকায়

narcos-mexico মাইকেল পেনিয়াকে দেখা যাবে কিকি ক্যামারিনার ভূমিকায়।

আরও পড়ুন, Sacred Games: যৌনদৃশ্য ভাইরাল ঈশিকার, তাও আবার নওয়াজের সঙ্গে

নারকোস: মেক্সিকো প্রযোজনা করেছে গোমন্ট টেলিভিশন।

নারকোস: মেক্সিকোর নতুন পাত্র-পাত্রীর তালিকা-

বুচ সিয়ারস হিসাবে অ্যারন স্ট্যাটন

জ্যাকুইন "চ্যাপো" গুজম্যান হিসাবে আলেজান্দ্রো এডডা

বেঞ্জামিন অ্যালেন্দ্রো ফেলিক্স হিসাবে আলফনসো দোসাল

মিকা ক্যামেরন হিসাবে অ্যালিসা দিয়াজ

ক্লার্ক ফ্রিম্যান হিসাবে এড হিথ

সালভাদর ওসুনা নাভা হিসাবে আর্নেস্তো অ্যালত্রেনিও

ফার্নমিন মার্টিনেজ হিসাবে জুয়ান জোসে এসপাররাগোজার মোরেনো ("এল আজুল")

মারিয়া এলিভিরা হিসাবে ফার্নান্ডা উরেজোলা

পাবলো অ্যাকোস্টা হিসাবে গেরার্ডো তারাকেনা

গর্কা লাসোসা হিসাবে হেক্টর পালমা

স্যামি আলভারেজ হিসাবে গিলেরোমো ভিলাগাস

হোরেসিও গার্সিয়া রোজাস হিসাবে টমাস মোরলেট

জিম ফার্গুসনের হিসাবে জ্যাকি অর্ল হেলি

জ্যাকুইন কোসিয়ো হিসাবে ডন নেটো (আর্নেস্তো-ফনসেকা ক্যারিলো)

আমাদো ক্যারিলি ফুয়েনেসের হিসাবে হোসে মারিয়া ইয়াসপিক

রজার ন্যাপ হিসাবে লেনি জ্যাকবসন

রামন অ্যারেলানো ফেলিক্স হিসাবে ম্যানুয়েল মাসালভা

জেমস কুইকেন্ডাল হিসাবে ম্যাট লেটর্চার

রাফেল কারও কুইন্টোরো হিসাবে টেনচ হুটার্টা

ইসাবেলা বাতিস্তা হিসাবে টেসা রুয়েজ

সোফিয়া কনসে হিসাবে টিসা আইএ

ইউল ভ্যাজুক হিসাবে জন গেভিন

Advertisment