চারিদিকে এখন ওয়েব সিরিজের ভিড়। মানুষ যেন সিনেমার থেকে বেশি বাড়ি বসে সিরিজ দেখতে পছন্দ করেন এবং মুঠোফোনে আবদ্ধ হয়ে থাকতেই বেশি পছন্দ করেন। কিন্তু, এত ওয়েব সিরিজের যে আয়োজন, সবথেকে প্রথম ওয়েব প্লাটফর্ম বাংলার বুকে কোনটা ছিল জানা আছে?
হইচই কিংবা ক্লিক অথবা জি ফাইভ এর আগেও এই ওয়েব প্লাটফর্ম জুড়েই শুরু হয়েছিল কন্টেন্ট। যদিও, বা মানুষ তখন ফোনের জগতে অভ্যস্ত ছিল, কিন্তু ওয়েব প্লাটফর্ম এর থেকেও বেশি সিনেমা দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করত। আর এই প্ল্যাটফর্মের হাত ধরেই সিরিজের দুনিয়ায় মানুষের প্রবেশ ঘটে। অনেকেই এই প্রসঙ্গে জানেন, আবার অনেকেই জানেন না। ২০১৬ সালে যাত্রা শুরু হয় এই প্ল্যাটফর্মের।
আরও পড়ুন - Women Centric web Series: নারীকেন্দ্রিক এই সিরিজগুলো ঠিক কোন কারণে আ…
যার নাম আড্ডা টাইমস। এটাই ওয়েব সিরিজের যুগে প্রথম প্লাটফর্ম। এবং তাঁর সঙ্গে সঙ্গে এই প্ল্যাটফর্মে বেশ কিছু কন্টেন্ট হয়েছিল সেইসময়, যেগুলি বেশ নজর কেড়েছিল। এখানেই শেষ না। একটু খেয়াল করলে দেখা যাবে, এই প্লাটফর্মটি ২০১৬ সালের জুন মাসে যাত্রা শুরু করলেও, পরবর্তীতে ২০২৩ সালে সুরিন্দর ফিল্মস এর কর্তৃত্ব গ্রহণ করে। এবং বেশ কিছু নতুন ধরনের কন্টেন্ট আসতে শুরু করে। কোন সিরিজগুলো বেশ নজর কেড়েছিল?
জানা যাচ্ছে ওয়ান নাইট স্ট্যান্ড যেখানে অভিনয় করেছিলেন সৌরভ দাস, প্রিয়ম চক্রবর্তী। তারপর, ম্যাশাপ মঙ্কি থেকে শুরু করে, রিঙ্গোর সেনাপতি ছিল বেশ কয়েকটি জনপ্রিয় সিরিজ। পরবর্তীতে সিনেমা প্রিমিয়ারের ক্ষেত্রেও আড্ডা টাইমসের মাধ্যমে কাজ করতে শুরু করে সুরিন্দর।