আর্টিস্ট ফোরামের নির্বাচন নিয়ে রবিবার ৯ ফেব্রুয়ারি সরগরম টলি ও টেলিপাড়া। আর্টিস্টস ফোরামের নতুন কমিটি নির্বাচনের জন্য আজ ভোটগ্রহণ দক্ষিণ কলকাতার একটি স্কুলবাড়িতে। পুরোপুরি সংসদীয় নির্বাচনের পদ্ধতিতে, গোপন ব্যালটে চলছে ভোটদান। ফোরামের ৩৫০০ সদস্যদের মধ্যে ২৫০০ সদস্য ভোটদান করতে পারবেন।
১৯৯৮ সালের ১২ মার্চ প্রতিষ্ঠিত হয় টলিপাড়ার শিল্পীদের এই সংগঠন। অভিনেতা-অভিনেত্রীদের পেমেন্ট সংক্রান্ত সমস্যা, নতুন অভিনেতা-অভিনেত্রীদের রেজিস্ট্রেশন ইত্যাদি নানা সুবিধা-অসুবিধা দেখার জন্যই এই সংগঠনের জন্ম। এই মুহূর্তে ফোরামের ৩৫০০ জন সদস্য। ২০১৮ সালের আগে পর্যন্ত ফোরামের কোন পদে কে থাকবেন তা সিলেকশন পদ্ধতিতে ঠিক করা হত। ২০১৮ সালে প্রথম সাধারণ নির্বাচন অর্থাৎ ইলেকশন পদ্ধতিতে এগজিকিউটিভ কমিটির সদস্য-সহ সমস্ত পদের নির্বাচন হয়।
আরও পড়ুন: পেশায় আইনজীবী! শুধু অভিনয়ের টানে কলকাতায় ফেরেন অভিষেক
এবার দ্বিতীয় নির্বাচন আর্টিস্টস ফোরামের। এদিন সকাল ১০টা থেকে ছিল ফোরামের বার্ষিক সাধারণ সভা। সভা শেষ হলে দুপুর বারোটা থেকে ভোটদান পর্ব চলবে বিকেল ৫টা পর্যন্ত,। ভোটদান পুরোপুরি সংসদীয় নির্বাচনী কায়দায় চলছে, গোপন ব্যালটে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ভোটগণনা এবং ফোরামের বিভিন্ন পদে কোন প্রার্থীরা জয়ী হলেন, তার ঘোষণা হবে রাতেই।
বিশ্বস্ত সূত্রের খবর, একটি বহিরাগত এজেন্সিকে এই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এই নির্বাচনের জন্য নিযুক্ত হয়েছেন একজন ইলেকশন কমিশনার এবং প্রিসাইডিং অফিসার। প্রত্যেক প্রার্থীই তাঁর মতো করে বিগত ১৫ দিন আগে থেকে শুরু করেছেন প্রচার। আবার সংসদীয় নির্বাচনের কায়দায় ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধও হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Sraboner Dhara Movie Review: গড়পড়তা, সাদামাটা, প্রাপ্তি শুধু কিছু মুহূর্ত
বর্তমানে আর্টিস্টস ফোরামে ৩৫০০ সদস্য থাকলেও এর মধ্যে ২৫০০ জন সদস্য ভোটদান করতে পারবেন। কারণ এই ২৫০০ জনের সদস্যপদ ২০১৯ পর্যন্ত আপডেট করা আছে। ২০১৮ সালে ৬১৩ জন সদস্য ভোটদান করতে এসেছিলেন। কিন্তু সে বছর যেহেতু এই জাতীয় নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয়, তাই শিল্পীদের অনেকেই এই ভোটদান পর্বের গুরুত্ব সম্পর্কে সচেতন ছিলেন না বলেই মনে করছেন টলি ও টেলিপাড়ার একাধিক শিল্পীরা।
এবারের নির্বাচন ঘিরে তাই উৎসাহও বেশি এবং উত্তেজনাও বেশি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য। আর্টিস্টস ফোরামের তৃণমূল কংগ্রেস ও বিজেপি-ঘনিষ্ঠ শিল্পীরা প্রায় দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছেন। বেশ চোখে পড়ার মতো বিভাজন তৈরি হয়েছে বলেই বিশ্বস্ত সূত্রের খবর।
এগজিকিউটিভ কমিটির সদস্যদের নিয়ে আর্টিস্টস ফোরামের বিভিন্ন পদে মোট ১৮ জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে ৩টি পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না-- সভাপতি, কোষাধ্যক্ষ ও সহ-কোষাধ্যক্ষ। এই তিনটি পদে তাই পূর্ব-নির্বাচিত সদস্যরাই থাকছেন। অর্থাৎ আর্টিস্টস ফোরামের সভাপতি পদে থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কোষাধ্যক্ষ ও সহ-কোষাধ্যক্ষ পদে থাকছেন তাপস চক্রবর্তী ও সোহন বন্দ্যোপাধ্যায়।
এক নজরে দেখে নিন কোন কোন পদগুলিতে কোন শিল্পীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন--
কার্যকরী সভাপতি (১ জন)-- পার্থসারথি দেব, ভরত কল, অঞ্জনা বসু
সহ-সভাপতি (৩ জন)-- জিৎ, সোহম চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, সুদেষ্ণা রায়
সাধারণ সম্পাদক-- অরিন্দম গঙ্গোপাধ্যায়, রাহুল চক্রবর্তী
যুগ্ম সম্পাদক (২ জন)-- শান্তিলাল মুখোপাধ্যায়, সপ্তর্ষি রায়, শর্বরী মুখোপাধ্যায়
সহ-সম্পাদক (২ জন)-- দেবদূত ঘোষ, দীপাঞ্জন ভট্টাচার্য, রূপা ভট্টাচার্য, রানা মিত্র, মানালি দে
এছাড়া ফোরামের এগজিকিউটিভ বডির সদস্যপদ পাবেন ৫ জন। এই ৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন। এগজিকিউটিভ বডির পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন জুন মালিয়া, কুশল চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী, অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, সোনালী চৌধুরী, যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়, দিগন্ত বাগচী, সাগ্নিক, লামা হালদার প্রমুখ জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।
দক্ষিণ কলকাতার একটি স্কুল সকাল থেকেই জমজমাট। ফোরামের সদস্যরা সকাল থেকেই ছিলেন বার্ষিক সাধারণ সভার জন্য। সভা শেষ হতেই শুরু হয়ে গিয়েছে ভোটপর্ব। টলিপাড়া সূত্রের খবর, ভোটদানের হার খুবই ভাল। ৬০ শতাংশ বা তার বেশি ভোট পড়ার সম্ভাবনা প্রবল।
দীর্ঘ সময় ধরে ফোরামের কার্যকরী সভাপতির পদটি সামলে এসেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়ান কিছুদিন আগে। এর পরে এই পদে কে মনোনীত হবেন, সেই নিয়ে অত্যন্ত চাপানউতোর চলছে টলি ও টেলিপাড়ার অন্দরে। ফোরামের এই পদটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন এই পদে-- পার্থসারথি দেব, অঞ্জনা বসু ও ভরত কল। এর মধ্যে অঞ্জনা বসু ও ভরত কলের মধ্যে টক্কর জোরদার হবে বলেই জানা গিয়েছে টলিপাড়া সূত্রে।
তবে সহ-সভাপতি পদেও রয়েছেন দুই হেভিওয়েট প্রার্থী-- জিৎ ও সোহম চক্রবর্তী। এবারের এগজিকিউটিভ বডির সদস্যপদেও রয়েছেন জুন মালিয়া, কুশল চক্রবর্তী, সাগ্নিক, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, দিগন্ত বাগচী ও কৌশিক চক্রবর্তীর মতো জনপ্রিয় তারকা প্রার্থীরা।
আরও বিশদে আসছে...