Advertisment
Presenting Partner
Desktop GIF

Dev Khadaan Song : নতুন মোড়কে পুরনো ছন্দে দেব, কবে মুক্তি খাদানের প্রথম গান?

Dev Khadaan Song : মূলধারার বাণিজ্যিক ছবি খাদানে পুরনো ছন্দে গ্র্যান্ড কামব্যাক দেবের। মুক্তি পেল খাদানের প্রথম গানের টিজার। জেনে নিন কবে মুক্তি পাবে খাদানের গান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কবে মুক্তি খাদানের প্রথম গান?

কবে মুক্তি খাদানের প্রথম গান?

বাংলার সিনিয়র সুপারস্টার বললে নিঃসন্দেহে যার নাম মনে পড়ে তিনি নান আদার দ্যান দেব। মূল ধারার বাণিজ্যিক ছবির নায়ক হিসেবেই আপামর বাংলা ছবির দর্শকের দিল জিতে নিয়েছেন। ছক ভাঙা চরিত্রে অভিনয় করেও একজন দক্ষ অভিনেতা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন সুপারস্টার দেব। অনেকদিন পর ফের চেনা ছন্দে ফিরছেন দেব। সৌজন্যে খাদান।

Advertisment

বলিউডি ছবির স্টাইলেই মুক্তি পেল খাদানের প্রথম গানের টিজার। দেব সোশ্যাল মিডিয়ায় গানের টিজার শেয়ার করে জানিয়েছেন গান মুক্তির দিনক্ষণ। তাহলে আর দেরি কীসের?  জেনে নেওয়া যাক খাদানের প্রথম গান কবে মুক্তি পাবে। আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরই দেখা যাবে দেবের কামাল।

গানের টিজারে দেব যেন অগ্নিপথে হৃত্বিকের দেবা শ্রী গণেশা–র স্মৃতি উসকে দিল। বলিউডি স্টাইলে দেবের এন্ট্রি আর মহাদেবের সামনে আরতি করার কয়েক সেকেণ্ডের দৃশ্যই ঝড় তুলেছে দেব ভক্তদের মনে। জনতা জনার্দনের রাজা হিসেবে বড় পর্দায় ধরা দিতে আসছেন দেব।

রাজার রাজা গানে এক হাতে ঘণ্টা আর অপর হাতে প্রদীপ নিয়ে জমিয়ে নাচ দেবের। অনেকদিন পর দেবের এই দৃশ্য দেখল দর্শক। আগামী ১২ নভেম্বর দেব ম্যাজিকে যে ভক্তদের মন মজবে সে কথা বলার অবকাশই নেই। গানের টিজার শেয়ার করে দেব লিখেছেন, পুরনো দিনে ফিরে যাওয়া যাক। প্রায় ১০ বছর আবার এইরকম নাচলাম। আশা করছি আপনারা আপনাদের পুরনো দেবকে ফিরে পাবেন

 আরও পড়ুন: শরীর ভেঙে অর্ধেক! উসকো-খুসকো চুল, কেন এমন হাল প্রসূনের?

Bengali Film Industry Bengali Cinema Bengali Film Bengali Actor Dev
Advertisment