/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/kapil.jpg)
'দ্য কপিল শর্মা' শোয়ে রাজ কুন্দ্রাকে রোজগার নিয়ে প্রশ্ন কপিলের, উত্তর শিল্পা শেট্টির
পর্নোগ্রাফি বানিয়ে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার রাতে গ্রেফতার করা হয় শিল্পা শেট্টির স্বামী (Shilpa Shetty) রাজ কুন্দ্রাকে (Raj kundra)। উপযুক্ত তথ্য-প্রমাণ সাপেক্ষেই শিল্পপতি রাজকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পর্মফিল্ম কাণ্ডে। রাজকে নিয়ে মুখ খুলেছেন শার্লিন চোপড়া, পুনম পাণ্ডে, গহেনা বশিষ্ঠরা। এবার সেই প্রেক্ষিতেই 'দ্য কপিল শর্মা' শোয়ের পুরনো এক ভিডিও ভাইরাল হল। যেখানে কিনা শিল্পা শেট্টির সামনে সরাসরি তাঁর স্বামী রাজ কুন্দ্রার মোটা রোজগার নিয়ে প্রশ্ন ছুঁড়েছিলেন খোদ শোয়ের সঞ্চালক কপিল শর্মা (Kapil Sharma)।
"আপনার এত রোজগার হয় কীভাবে?", অভিযুক্ত রাজের উদ্দেশে প্রশ্ন ছিল কপিল শর্মার। অতীতে একবার 'দ্য কপিল শর্মা' শোয়ে অতিথি হিসেবে হাজির ছিলেন শিল্পা শেট্টি এবং তাঁর বোন শমিতা শেট্টি। স্ত্রী ও শ্যালিকাকে সারপ্রাইজ দিতে রাজ কুন্দ্রাও উপস্থিত হন সেখানে। সেই সময়েই কপিলকে প্রশ্ন করতে শোনা যায় রাজের উদ্দেশে, "এই যে আপনি এত পার্টি করে বেড়ান, তারকাদের সঙ্গে ফুটবল খেলে বেড়ান, বউ শিল্পাকে শপিংয়ে নিয়ে যায়… এসবের মাঝে কাজটা কখন করেন? আর এত রোজগারই বা হয় কী করে আপনার?" প্রশ্ন শুনে প্রথমটায় হেসে গড়িয়ে গেলেও পরে স্বামীর হয়ে উত্তর দিতে এগিয়ে আসেন শিল্পাই।
<আরও পড়ুন: ‘রাজনীতিবিদরাই পর্ন দেখেন’, বিস্ফোরক রাজ কুন্দ্রা, পাঠানো হল ৪ দিনের পুলিশি হেফাজতে>
শিল্পা শেট্টি তখন কপিলকে বলেন, "রাজ খুব পরিশ্রমী। ঘণ্টার পর ঘণ্টা কাজে ডুবে থাকেনয শুধু স্নান করতে আর শুতে বাড়িতে আসেন।" আর সোমবার রাতে রাজ কুন্দ্রার গ্রেফতারির পর 'দ্য কপিল শর্মা' শোয়ের সেই পুরনো ভিডিও-ই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।
शिल्पा शेट्टी के पति राज कुंद्रा को क्राइम ब्रांच ने
अश्लील फिल्में बनाने के आरोप मे किया गिरफ्तार.
Finally everyone got the right answer of the question asked by kapil sharma on #TheKapilSharmaShow many years ago.#RajKundra#shilpashettykundra#RajKundraArrestpic.twitter.com/TcMFujKiyu— Dessie Aussie 🇮🇳🇭🇲 (@DessieAussie) July 19, 2021
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন