scorecardresearch

‘আঙুর ফল টক..’! করিনা কাপুরকে ভয়ঙ্কর কথা শোনান প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কার জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে মন্তব্য করেছিলেন করিনা, ছেড়ে কথা বলেননি ‘দেশি গার্ল’।

priyanka chopra, kareena kapoor, priyanka chopra news, kareena kapoor news, priyanka chopra controversy, Priyanka Kareena, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া বিতর্ক, প্রিয়াঙ্কা করিনা, বলিউডের খবর
প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর

বলিউডের ফিল্মি পরিবারের তারকাদের সঙ্গে খুব একটা সখ্যতা নেই প্রিয়াঙ্কা চোপড়ার। ইন্ডাস্ট্রিতে কোনওরকম ‘গুরু’ ছাড়াই নিজেকে প্রতিষ্ঠিত করা অভিনেত্রী নিজের শর্তে বাঁচতেই ভালবাসেন। একসময়ে বলিউডের অনেকের কাছেই চক্ষুশূল হয়ে উঠেছিলেন। প্রিয়াঙ্কার জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে একবার তীর্যক মন্তব্য করেছিলেন করিনা কাপুর, পাল্টা কথা শোনাতে ছাড়েননি দেশি গার্ল।

মধুর ভান্ডারকর পরিচালিত ফ্যাশন সিনেমায় অভিনয় করে জাতীয় পুরস্কার পান প্রিয়াঙ্কা চোপড়া। তৎকালীন এক সাক্ষাৎকারে করিনাকে এপ্রসঙ্গে প্রশ্ন ছোঁড়া হলে তিনি বলেন, “আমার জাতীয় পুরস্কার চাই না। আমার সত্যিই এতে কিচ্ছু যায়-আসে না। আমি শুধু চাই দর্শকরা হলে গিয়ে আমার সিনেমা দেখুক। ওটাই আমার জন্য যথেষ্ট। যখন সবাই সিনেমাটা দেখে বেরিয়ে বলবে যে, ভাল সিনেমা দেখলাম.. সেটাই আমার কাছে অনেক।” কাপুর-কন্যার এমন মন্তব্য নজর এড়ায়নি প্রিয়াঙ্কার।

[আরও পড়ুন: রণবীরকে ছাড়া ভূটানে একাই ঘুরছেন দীপিকা! ভাইরাল ভক্তদের সেলফি, ‘ডিভোর্স?’ প্রশ্ন নেটপাড়ার]

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে করিনার এই মন্তব্যের কথা উঠলে পাল্টা দেশি গার্ল বলেন, “আমার মনে হয় কারো কাছে যদি জাতীয় পুরস্কার না থাকে.. ওই তো জানোই- ‘আঙুর ফল টক গোছের বিষয়।’ তাই আমি আর এই ব্যাপারে কী বলব? আমি ভীষণ অনুগত একজন মানুষ। আমি জানি আমার বন্ধু কারা আর আমি তাঁদের সঙ্গে খুব ঘনিষ্ঠ। সেটাও খুব বেশি লোক নয়। খুব কম সংখ্যক মানুষই আমার বন্ধু। আর বন্ধুত্বের পরিসর আমি এভাবেই বজায় রাখি।”

এই ঘটনার বছরখানেক বাদে ‘কফি উইথ করণ’-এর এক পর্বে একসঙ্গে হাজির ছিলেন করিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া। অতীতের সেই বাক-বিতণ্ডার কথা উত্থাপন হতেই মান-অভিমান মিটিয়ে করিনা বলেন, “সেইসময়ে আমরা একে-অপরকে চিনতাম না। দুজনে কখনও সময় কাটাইনি একসঙ্গে। তবে যখন থেকে আমি প্রিয়াঙ্কাকে চেনা শুরু করি, আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: When priyanka chopra termed kareena kapoors jibe on her national film award as sour grapes