/indian-express-bangla/media/media_files/2024/12/15/PtprUYlVOtTMR0LDox2I.jpg)
কী করেছিলেন তিনি... Photograph: (ফাইল)
হিন্দি সিনেমার অনেক অভিনেতাই চরিত্রের গভীরে ঢুকতে গিয়ে ‘মেথড অ্যাক্টিং’-এর আশ্রয় নেন। কখনও কখনও এর জন্য বাস্তবেই চরিত্র অনুযায়ী কাজ করে ফেলেন তাঁরা। যেমন মদ্যপ অবস্থার দৃশ্য ফুটিয়ে তুলতে গিয়ে সত্যিই অ্যালকোহল সেবন করা। শাহরুখ খান, আমির খান কিংবা ভিকি কৌশল অতীতে দেবদাস, ৩ ইডিয়টস ও ডাঙ্কির মতো ছবিতে এমনটা করেছেন। এবার সেই তালিকায় নিজের নাম যোগ করলেন বরুণ ধাওয়ান। অভিনেতা জানিয়েছেন, 'জুগ জুগ জিয়ো'-এর শুটিংয়েও তিনি একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বরুণকে সিনেমার ফ্লোরে ঘটে যাওয়া অদ্ভুত মুহূর্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ২০২২ সালের জুগ জুগ জিয়ো ছবির সময় মণীশ পালের সঙ্গে একটি দৃশ্যের জন্য তাঁকে সত্যিই মাতাল হতে হয়েছিল। অভিনেতার কথায়- "অনিল স্যারের সঙ্গে ক্লাইম্যাক্সে, যখন সকলের মধ্যে কথোপকথন চলছে, তখন আমার চরিত্রকে মাতাল অবস্থায় একটি বক্তৃতা দিতে হয়েছিল। তাই বাস্তবে, আমরা মদ্যপ হওয়ার সিদ্ধান্ত নিলাম। সকাল সাড়ে ৭টা থেকেই মণীশ আর আমি শুরু করেছিলাম মদ খাওয়া, আর দুপুর ২টার মধ্যে আমরা পুরোপুরি বেসামাল হয়ে যাই।"
Durga Puja 2025: বজায় রাখলেন দেশীয় রীতিনীতি, ঘোমটা মাথায় প্রিয়াঙ্কা, জ্যাকি শ্রফ পরিবেশন করলেন ভোগ
বরুণ জানান, তখন তাঁকে জোর করে শান্ত হতে হয়েছিল। কিন্তু শুটিং শেষ হয়নি বলে, পরের দিনও একই প্রক্রিয়া চালাতে হয়েছিল তাঁদের। বরুণ হাসতে হাসতে বলেছিলেন, "দ্বিতীয় দিনেও শুটিং চলছিল, তাই আমাদের ফের মদ্যপ হতে হয়েছিল।"
তবে কেরিয়ারের দিক থেকে বরুণ বেশ কিছুদিন ধরেই চ্যালেঞ্জের মুখে। ২০১৭ সালের জুড়ুয়া ২ এর পর থেকে বড়সড় কোনও হিট তাঁর ঝুলিতে আসেনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে ২০২৪ সালের বেবি জন ছবিতে। প্রায় ১৫০ কোটির বেশি বাজেটে নির্মিত এই ছবি ভারতে মাত্র ৪০ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল। সামনে বরুণকে দেখা যাবে, 'সানি সংস্কার কি তুলসী কুমারী' ছবিতে।