Bengali Serial TRP: পরশুরামের ঘাড়ে নিঃশ্বাস পরিণীতার, প্রথম পাঁচ থেকে ছিটকে গেল কোন ধারাবাহিকগুলো?

TRP Rating Of Bengali Serial: ফের সময় এসে গেল বাংলা মেগার ভাগ্য নির্ধারণের। চলতি সপ্তাহে বৃহস্পতির হাতে এল রিপোর্ট কার্ড। এক নজরে দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক কত পয়েন্ট পেল।

TRP Rating Of Bengali Serial: ফের সময় এসে গেল বাংলা মেগার ভাগ্য নির্ধারণের। চলতি সপ্তাহে বৃহস্পতির হাতে এল রিপোর্ট কার্ড। এক নজরে দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক কত পয়েন্ট পেল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
জগদ্ধাত্রী-পরশুরামের হাড্ডাহাড্ডি লড়াই

জগদ্ধাত্রী-পরশুরামের হাড্ডাহাড্ডি লড়াই

Bengali Serial TRP Thik Week: প্রতি সপ্তাহের মতো চলতি সপ্তাহেও টিআরপি তালিকা নিয়ে উদগ্রীব বাংলা মেগার কলাকুশলীরা। দর্শকের এই রেটিং নিয়ে মাথাব্যথা একেবারেই নেই, কিন্তু শিল্পীদের কাছে অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিজের কাজের পারফরম্যান্সের মার্কশিটের জন্য একটু চিন্তা হওয়া তো স্বাভাভিক-ই। লক্ষ্মীবার মানেই রিপোর্ট কার্ড হাতে পাওয়ার দিন। প্রতি বৃহস্পতিবারের মতো চলতি সপ্তাহেও নম্বরের ভিত্তিতে সিরিয়ালের ভাগ্য নির্ধারণ হল। কোনও সিরিয়ালের ঝুলিতে আসে একটু কম পয়েন্ট তো কোনও ধারাবাহিক আবার সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে ছিনিয়ে নেয় বেঙ্গল টপারের তকমা। 

Advertisment

আরও পড়ুন পরশুরামের ঘাড়ে নিঃশ্বাস রাণী ভবানী-চিরসখার, জোড়া সাফল্যে কিস্তিমাত! TRP-তে প্রথম পাঁচে কারা?

দু-একবার পরশুরাম আজকের নায়ক-কে টক্কর দিয়ে বেঙ্গল টপার হয়েছে রাণী ভবানী। তবে ২১ অগাস্ট অর্থাৎ গত সপ্তাহে ফের ভাগ্যবদল পরশুরামের। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি এই মেগাকে। চলতি সপ্তাহেও টিআরপি তালিকার শীর্ষে স্থান পেল 'পরশুরাম'। এই মেগার ঝুলিতে এল ৭.০ পয়েন্ট। গত সপ্তাহে পরশুরামের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিল রাণী ভবানী। চলতি সপ্তাহে সেই জায়গায় রয়েছে পরিণীতা। তৃতীয় থেকে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এল এই বাংলা ধারাবাহিক। ৬.৯ পয়েন্ট সহযোগে দ্বিতীয় স্থানাধিকারী পরিণীতা।

Advertisment

আরও পড়ুন আবারও পরশুরামের জয়জয়কার, TRP-তে ছক্কা হাঁকাল রাণী ভবানী, ভাগ্য খুলল আর কার কার?

প্রথম তিনের শেষে অর্থাৎ তৃতীয়ে ঠাঁই পেল জগদ্ধাত্রী। এই সিরিয়ালের ঝুলিতে এসেছে ৬.৭ পয়েন্ট। এই সপ্তাহে নম্বরের ভিত্তিতে অনেকটা নীচে নেমে গেল রাণী ভবানী। কয়েকবার প্রথম স্থান দখল করলেও পরশুরামের সঙ্গে লড়াইয়ে পরাস্ত এই ধারাবাহিক। ৬.৬ পয়েন্ট নিয়ে চতুর্থে বিরাজমান রাণী ভবানী। গত সপ্তাহে রাণী ভবানীর স্থানে ছিল ফুলকি। চলতি সপ্তাহে বেশ খানিকটা কম পয়েন্ট এল ফুলকির ঝুলিতে। ৬.৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানাধিকারী ফুলকি। লাস্ট বাট নট ইন লিস্ট, এই সপ্তাহে টিআরপি তালিকার প্রথম পাঁচ থেকে ছিটকে গেল চিরসখা, রাঙামতি তীরন্দাজের মতো মেগাগুলি। 

আরও পড়ুন টিআরপি-তে বিরাট রদবদল, প্রথম স্থান থেকে ছিটকে গেল পরশুরাম, কে হল বেঙ্গল টপার?

Bengali serial TRP TRP