দেশে ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনা এখন প্রায় রোজনামচা হয়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে লাইট-সাউন্ড-ক্য়ামেরা-অ্য়াকশনের মাধ্য়মে যৌনহিংসা নিয়ে আওয়াজ তুলেছেন পরিচালক অনীক চৌধুরী। ধর্ষণকে বিষয়বস্তু করে অনীকের বোনা তিন মহিলার গল্প আরও একবার বিশ্ব দরবারে জায়গা করে নিচ্ছে। এবার মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্য়ালে প্রদর্শিত হবে ‘হোয়াইট’। হ্য়াঁ, বাঙালি পরিচালকের এই নির্বাক ছবি ইতিমধ্য়েই দেখানো হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। এবার সেই ছবিই দেখানো হবে মেলবোর্নে।
মেলবোর্নে ছবি প্রদর্শন নিয়ে উচ্ছ্বসিত অনীক ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন, “ আমার জার্নিটা শুরু হয়েছিল মেলবোর্ন থেকেই। ২০১১ সালে ‘কনজাস্টেড হারমনি’ আমার প্রথম শর্ট ফিল্ম এখানেই দেখানো হয়েছিল। সেবার ফাইনালিস্ট হয়েছিল এ ছবি।“ এবার কি তবে মেলবোর্নে আবার সাফল্য়ের ব্য়াপারে আশাবাদী অনীক? প্রশ্নটা শুনেই পরিচালক বললেন, ”ছবি দেখানো হচ্ছে এটাই অনেক। আমি তাতেই অত্যন্ত সম্মানিত বোধ করছি।‘’ আগামী ১০ অগাস্ট থেকে শুরু হচ্ছে মেলবোর্ন চলচ্চিত্র উৎসব। তবে কোন তারিখে দেখানো হবে ‘হোয়াইট’, সে ব্য়াপারে এখনও জানা যায়নি বলে জানিয়েছেন অনীক।
তবে শুধু মেলবোর্নই নয়, কান চলচ্চিত্র উৎসবের পর গত ৮ জুন ভিয়েনাতেও দেখানো হয়েছিল এ ছবি। কান, ভিয়েনাতে ‘হোয়াইট’ যথেষ্ট প্রশংসিত হয়েছে বলে দাবি করেছেন পরিচালক। মেলবোর্নেও এ ছবি সুনাম কুড়োবে বলেই আশাবাদী অনীক। শুধু ছবির প্রদর্শনই নয়, ভিয়েনায় এই বাঙালি তরুণ পরিচালকের ফিল্ম স্টাডিজের উপর একটি বইও প্রকাশিত হয়েছে, যার নাম ‘লেন্স অন পেপার’।
'হোয়াইট' ছবির একটি দৃশ্য়।
আরও পড়ুন, ধর্ষণ নিয়ে আওয়াজ এবার কানে, মনোনীত বাঙালি পরিচালকের ছবি
এতেই শেষ নয়, খুব দেরি হলেও আগামী বছরের শুরুতেই ডিজিটাল প্ল্য়াটফর্মে মুক্তি পেতে পারে ‘হোয়াইট’। এ প্রসঙ্গে অনীক জানালেন, ‘’কোনও একটা ডিজিটাল প্ল্য়াটফর্মে হোয়াইট ছবি মুক্তি পাবে। বিশ্বব্যাপী দর্শকদের কথা মাথায় রেখে ডিজিটাল প্ল্য়াটফর্মে মুক্তি পাওয়ার কথা ভাবছি।‘’ ‘হোয়াইট’ ছবির ব্য়াকগ্রাউন্ড স্কোর খুব প্রশংসিত হয়েছে বলেও জানালেন অনীক। পরিচালক বললেন, “সিদ্ধার্থ চট্টোপাধ্য়ায়ের আবহসংগীত সবার মন কেড়েছে।‘’
ব্য়ক্তিগত কাজ থাকায়, এবার কান চলচ্চিত্র উৎসবে যেতে পারেননি অনীক। ভিয়েনাতেও ছবি প্রদর্শনের সময়ে থাকতে পারেননি তিনি। তবে মেলবোর্ন যাবেন কিনা, সে ব্য়াপারে এখনই কিছু স্থির করেননি বলে জানিয়েছেন বাঙালি পরিচালক। আপাতত পরিচালক ব্য়স্ত দুটি নতুন ছবি নিয়ে। তার মধ্যে একটি মিউজিক ড্রামা ও অন্যটি সাইকো থ্রিলার।