Ritwick Chakraborty On Income tax: ঋত্বিক চক্রবর্তী, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্পষ্টবক্তা হিসেবে তাঁর একটা আলাদা পরিচিতি আছে। যে কোনও বিষয়ই কোনওরকম রাখঢাক না রেখেই মন কি বাত বলে দেন ঋত্বিক। তা সে রাজনৈতিক বিষয় হোক বা সিনেমা। সেই জন্য অবশ্য অনেক কটাক্ষও ধেয়ে আসে তাঁর দিকে। সেসবের অবশ্য কোনও তোয়াক্কা করেন না। অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সোশ্যাল মিডিয়ায় খোঁচা মেরে একটি পোস্ট করেছিলেন, 'বলছি দীঘার ওখানে কি ওড়িয়া বলতে হবে?' সেই পোস্টে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। ৩০ এপ্রিলের পরদিন অর্থাৎ ১ মে আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছেন অভিনেতা ঋত্বিক। সেখানে উঠে এসেছে ট্যাক্স অর্থাৎ আয়কর প্রসঙ্গ।
ক্ষোভ উগরে দিয়ে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বলেছেন, 'আমার ট্যাক্সের টাকায় সর্দারের মূর্তি, বল্লভের মূর্তি, ভাইয়ের মূর্তি, প্যাটেলের মূর্তি,বদগুরুর মূর্তি, চুরি করে চাকরি পাওয়া মূর্তিমানদের মাইনা, মসজিদ, চার্চ, মন্দির, ভগবান কালচারাল সেন্টার, এসবে আপনার আপত্তি নেই কিন্তু আমার আছে। এই আরকি...'।
তাঁর পোস্ট যে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে করা সেটা কিন্তু একদম স্পষ্ট। এখানেই শেষ নয়, ঋত্বিক তাঁর পোস্টে আরও একটি বিষয় সকলের নজরে আনতে চেয়েছেন। সেটি হল, 'ট্যাক্স কিন্তু আমি আপনি এমনকি আইটি সেলের বোকা নিরুপায় চাকরি না-পাওয়া ভাইটি ও দেয়'। সাধারণ মানুষের আয়করের টাকায় এই উদযাপনের বিরুদ্ধে প্রতিটি লাইনে সে কথা স্পষ্ট।
নতুন পোস্টের কমেন্ট বক্সও একেবারে উপচে পড়ছে। নেটনাগরিকদের একাংশ ঋত্বিককে সমর্থন করেছেন। অনেকে আবার বামপন্থী বলে খোঁচা দিয়ে আপত্তিকর মন্তব্যও করেছেন। তবে ঋত্বিক চক্রবর্তী যে কাউকেই ছেড়ে কথা বলেন না, সেই প্রমাণ রয়েছে সেখানেও। প্রসঙ্গত, প্রায় ২০ একর এলাকা জুড়ে ২৫০ কোটি টাকা ব্যয় করে দিঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির।
নবনির্মিত এই মন্দিরের পরিচালনার দায়িত্ব রয়েছে ইসকনের হাতে। শুভ ক্ষণে মন্দিরের দ্বার উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী। দরজা ঠেলে মন্দিরের ভিতরে ঢুকতেই একঝলক দেখা গেল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ। বিগ্রহের সামনে আরতিও করেছেন মমতা। অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারদ্ভোধনের দিন সেখানে ছিল তারকার মেলা।
জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন দেব, জিৎ গঙ্গোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, অরিন্দম শীল, লাভলি মৈত্র, ডোনা গঙ্গোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। বিশেষ দিনে সেখানে পৌঁছেছিলেন দেবলীনা কুমার, ভিভান ঘোষও। নৃত্য পরিবেশন করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: 'পাকিস্তানের সাধারণ মানুষ হয়ে কেন শাস্তি পাচ্ছি? ইনস্টা অ্যাকাউন্ট নিষিদ্ধ হতেই মোদিকে প্রশ্ন পাক অভিনেত্রীর