Pak Celeb Account ban after Pahalgam terror Attack: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর অতর্কিত হামলার ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ২৮ জন পর্যটকের,আহত অনেক। এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত সরকার। তবে এ বার শুধুই রাজনৈতিক স্তরে সীমাবদ্ধ নয়, কোপ পড়েছে বিনোদন জগতেও। পাক তারকাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। পাকিস্তানি তারকাদের ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এমনকী ভার্চুয়াল দুনিয়া থেকেও গায়েব তাঁরা। ভারতে আর দেখা যাবে না হানিয়া আমির, মাহিরা খান, আতিফ আসলাম, আলি ফজলদের মতো পাকিস্তানি তারকাদের ইনস্টা অ্যাকাউন্ট। ভারত সরকারের এই পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। অনেকে আবার পূর্ণ সমর্থন জানাননি।
পাক তারকাদের ভারতে একটা বিরাট ফ্যান ফোলয়ার্স রয়েছে। আচমকা ইনস্টা অ্যাকাউন্ট ভারতে নিষিদিধ হওয়ায় বেশ খানিকটা মন খারাপ ভক্তদের। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী হানিয়া আমির। সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের মত শেয়ার করে লিখেছেন, 'কাশ্মীরে যা কিছু খারাপ ঘটেছে তার জন্য একমাত্র দায়ী আসিম মুনিরের কর্মকাণ্ড। আর সেই ঘটনার শাস্তি পাবে পাক সিনে ইন্ডাস্ট্রি? ভারতে পাক শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছে, এবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ব্যান করে দেওয়া হল।'
/indian-express-bangla/media/post_attachments/ab49c3be-ee4.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন পাক অভিনেত্রী হানিয়া। তাঁর আর্জি, 'আমরা পাকিস্তানের সাধারণ মানুষ, ভারতের সঙ্গে কোনও অন্যায় করিনি। পহেলগাঁওয়ে হামলার পিছনে পাকিস্তানি সেনাবাহিনী এবং ইসলামিক জঙ্গিরা জড়িত। আমরা কেন শাস্তি পাচ্ছি? দয়া করে পাকিস্তানি সেনাবাহিনী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নিরীহ নাগরিকদের বিরুদ্ধে নয়।'
আরও পড়ুন: ১০ বছরের বড় অভিনেত্রীকে বিয়ের স্বপ্ন, ক্রাশ ছিল আরও এক সুন্দরী! মন কি বাত শেয়ার করলেন পরমব্রত
প্রসঙ্গত, ৩০ এপ্রিল বুধবার সন্ধ্যায় এক ভারতীয় সোশ্যাল মিডিয়া ইউজারের নজরে বিষয়টি আসে। হানিয়া আমির, মাহিরা খান, সজল আলি ও ইরা আজিজের ইনস্টা প্রোফাইল খুললে দেখা যাচ্ছে 'Account not available in India'। তবে পাক তারকা ফাওয়াদ খান, আতিফ ইসলাম, Mawra Hocane, Farhan Saeed ও Fahad Mustafa-র ইনস্টা প্রোফাউল এখনও পর্যন্ত ভারতে নিষিদ্ধ করা হয়নি। উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের জেরে ভারতে বেশ কিছু পাক ড্রামা, ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন: সিরিয়ালে অনেকবার বিয়ে করতে পারি কিন্তু, বাস্তবে আর নয়: নবমিতা চট্টোপাধ্যায়