/indian-express-bangla/media/media_files/2025/01/17/tzo5aOKa93l0coMXyeMg.jpg)
সইফ কেন অটো করে গেলেন হাসপাতালে? Photograph: (file Photo)
Why Saif Ali Khan brought hospital via auto: অভিনেতা সইফ আলি খানের ওপর গতকাল হয়ে গিয়েছে প্রাণঘাতী হামলা। তাঁর বাড়িতে ঢুকেই তাঁককে এলোপাথাড়ি ছুরি চালায় অভিযুক্ত। ছেলেকে বাঁচাতে গিয়েই সইফের জীবন-মরণ অবস্থা। কিন্তু, এখন তিনি ভাল আছেন। শুধু তাই না চিকিৎসকরা জানিয়েছেন এখন তিনি ভাল আছেন। শিরদাঁড়ায় যে ছুরি গেঁথে ছিল, সেটা বের করেছেন চিকিৎসকরা।
বুধবার রাত ২টো নাগাদ এই ঘটনা ঘটে। সইফকে প্রায় অনেকবার ছুরি দিয়ে আঘাত করে সেই হামলাকারী। এদিকে, অভিনেতার যখন এমন শোচনীয় অবস্থা, তখন তাঁকে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার মত কেউ ছিল না? অনেকেই বলছেন তাঁর একরত্তি ছেলে তৈমুর নাকি নিয়ে গিয়েছিলেন তাঁকে। যদিও সুত্র বলছে অন্য কথা। শেষে অটো করে কেন হাসপাতালে গেলেন তিনি?
আরও পড়ুন - Saif Ali Khan House incident: ১ কোটির লোভেই সইফকে প্রাণঘাতী আক্রমণ? শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে
যে সময় এই ঘটনা ঘটে, তখন বাড়িতে সারি সারি দামি গাড়ি থাকলেও সইফ ( Saif Ali Khan ) অটো করে যেতে বাধ্য হন। সঙ্গে ছিলেন ছেলে ইব্রাহিম। কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট কেন? মুম্বাই পুলিশ মারফত খবর, সেইসময় বাড়িতে কোনও ড্রাইভার ছিল না। আর বড় ছেলে ইব্রাহিম ( Ibrahim Ali Khan ) উদ্বেগের চোটে এমন আচরণ করতে শুরু করলেন, যে তিনি যে সঠিকভাবে গাড়ি চালিয়ে তাঁকে নিয়ে যেতে পারবেন, এই ভাবনায় ব্যাঘাত ঘটে তাঁর। সেকারণেই মধ্যরাতে মুম্বাইয়ের রাস্তায় বেরিয়ে তিনি অটো নিয়ে আসেন। প্রশ্ন উঠছে তাঁর সেফটি নিয়েও। এমন ঘটনা রাস্তায় প্রকাশ্য অটোতে আরও খারাপ কিছুর আশঙ্কা করছেন বেশিরভাগ।
জানা গিয়েছে, রাত সাড়ে তিনটে নাগাদ ভর্তি হন তিনি। তারপর থেকে নানা ধরনের অপারেশনের মধ্যে দিয়ে গিয়েছেন। তাঁর নিউরোসার্জারির পাশে পাশে হয়েছে কস্মেটিক সার্জারিও। যদিও, আপাতত ভাল আছেন। উল্লেখ্য, জেহ আলি খানের ন্যানি যে বয়ান দিয়েছেন সেই অনুযায়ী, ১ কোটি টাকা দাবি করেন হামলাকারী। হট্টগোল শুনেই সইফ জেহর ঘরে আসেন। তারপর তাদের রক্ষা করতেই আজ এই অবস্থা তাঁর।