Advertisment

Saurav Das Birthday: নিজের জন্মদিনে প্রয়াত অভিনেতা সুশান্তের জন্য কেন কেক কাটলেন সৌরভ? দেখুন ভিডিও

Saurav-Sushant Singh: ২১ জানুয়ারি দর্শনার সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন সৌরভ দাস। নিজের জন্মদিনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নামে কেন কেক কাটলেন পর্দার মন্টু পাইলট?

author-image
Kasturi Kundu
New Update
জন্মদিনে প্রয়াত অভিনেতা সুশান্তের জন্যও কেন কেক কাটলেন সৌরভ?

জন্মদিনে প্রয়াত অভিনেতা সুশান্তের জন্যও কেন কেক কাটলেন সৌরভ?

Saurav-Sushant Singh Birthday: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম 'পাওয়ার কাপল' সৌরভ দাস ও দর্শনা বণিক। হাসি-আনন্দকে সঙ্গী করে বিয়ের পর একবছর কাটিয়ে ফেললেন তারকা দম্পতি। জীবনের সুন্দর সময়গুলো সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সৌরভ ও দর্শনা। বেস্ট ফ্রেন্ড ফরএভার হ্যাশট্যাগে ২১ জানুয়ারি প্রিয় মানুষটার জন্মদিনে কাটানো লাভিডাভি মুহূর্তগুলোও শেয়ার করলেন দর্শনা। 

Advertisment

জন্মদিনের মধ্যরাতে কেক কেটে সেলিব্রেট করলেন বার্থডে বয় সৌরভ দাস। বেলুন দিয়ে সুন্দর করে সাজানো ঘর। সৌরভের জন্মদিনের এই প্ল্যানিংয়ের নেপথ্যে কে? অবশ্যই তাঁর বেটারহাফ দর্শনা বণিক। সৌরভ জন্মদিন সেলিব্রেশনের অঙ্গ হয়ে উঠেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২১ জানুয়ারি সুশান্তেরও জন্মদিন। সৌরভ-দর্শনা দুজনেই সুশান্তের ভক্ত।

Advertisment

তাই তাঁর উদ্দেশ্যেও কেক কেটেছেন পর্দার 'মন্টু পাইলট'। একটি চকোলেট কেকের উপর লেখা হ্যাপি বার্থডে সুশান্ত আর সৌরভের বার্থডে কেকে লেখা, হ্যাপি বার্থডে সৌরভ। সুশান্তের নামে কেক কেটে সেটি খাইয়েছেন দর্শনাকে। এরপর সৌরভের জন্মদিনের জন্য দর্শনা যে কেকটি এনেছেন সেটি কাটেন বার্থডে বয় সৌরভ দাস। 

দর্শনার সারপ্রাইজে যে সৌরভ দারুণ খুশি তা তো চোখে-মুখেই একদম স্পষ্ট। সত্যিই তো ভালবাসার মানুষ যখন জন্মদিনে এমন সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেন তখন ভাল না লেগে উপায় আছে? বার্থডে সেলিব্রেশনের মুহূর্তকে আরও রঙিন করে তুলেছে সৌরভ-দর্শনার মাখমাখ প্রেম। কখনও একে অপরকে উষ্ণ আলিঙ্গন তো কখনও আবার নিজের হাতে সৌরভকে মিষ্টিমুখ করাচ্ছেন দর্শনা।

 তারকা পত্নী আরও একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ঘরের সাজসজ্জা দেখে তাজ্জব বনে গিয়েছেন সৌরভ। পুরো ঘর হেঁটে দেখছেন সেই দৃশ্য। সাদা আর গোল্ডেন বেলুন দিয়ে সাজানো ঘর। আর একই কম্বিনেশনের বেলুনে দেওয়ালে টাঙানো হ্যাপি বার্থডে সৌরভ। আগামী ২১ ফেব্রুয়ারি মুক্তি পাবে সৌরভ-সৌমিতৃষা জুটির প্রথম ছবি ১০ই জুন। রাহুল-প্রীতির একরত্তি মেয়েকে সৌরভের গান শোনানোর মুহূর্তটাও শেয়ার করেছেন দর্শনা। সুরের গুঁতোয় তো একেবারে হেসে খুন দর্শক। 

Bengali Cinema Bengali Actor Bengali Actress Bengali Film Darshana Banik Bengali News Saurav Das Bengali Film Industry
Advertisment