Advertisment

মন খারাপ হলেই ইরফান শুনতেন এই রবীন্দ্রসঙ্গীত, শেয়ার করলেন সুতপা

ইরফান খান ভালবাসতেন রবি ঠাকুরের গান। মন ভাল থাকলেও যেমন শুনতেন, মন খারাপ থাকলেও তাই। স্ত্রী সুতপা সিকদার শেয়ার করলেন ইরফানের প্রিয় একটি গান।

author-image
IE Bangla Web Desk
New Update
Wife Sutapa Sikdar shares Irrfan Khan's favourite Rabindrasangeet by Vikram Singh Khangura

সুতপা ও ইরফান। ছবি: সুতপা সিকদারের ফেসবুক প্রোফাইল থেকে

প্রিয় শিল্পীর মৃত্যুতে মানুষ কষ্ট পায়। ইরফানের মৃত্যুতে কোটি কোটি মানুষ কেঁদেছেন। ইরফান যে আর নতুন করে কোনও ছবির শুটিং করবেন না, এটা এখনও বোধহয় ঠিক বিশ্বাসযোগ্য নয়। ঠিক কী অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন ইরফানের পরিবারের সদস্যরা, তা আর নতুন করে লেখার কিছু নেই। স্ত্রী সুতপা ছিলেন ইরফানের সবচেয়ে প্রিয় বন্ধু। অসুখের বিরুদ্ধে লড়াইটা করছিলেন ইরফান সুতপার জন্যেই। সম্প্রতি সুতপা তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করেছেন একটি গান।

Advertisment

ইরফানের সঙ্গে বাংলার যোগাযোগ শুধু এটা নয় যে তাঁর স্ত্রী বাঙালি। বাংলা সাহিত্য, বাংলা ছবি ও বাংলা গান তাঁর মননকে পুষ্ট করত। রবীন্দ্রনাথের গান তাঁর বড় প্রিয় ছিল। বিক্রম সিং খাঙ্গুরা-র গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালবাসতেন ইরফান। বিক্রম সিংও ছিলেন এক বিরল প্রতিভা, যিনি অকালে, একেবারেই তরুণ বয়সে চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে। তাঁর গান অনুভূতিপ্রবণ মানুষকে এমনভাবে ছুঁয়ে যায় তা কথায় প্রকাশ করা সম্ভব নয়।

আরও পড়ুন: উত্তমকুমারের নায়িকা আর সত্যজিতের ছবিতে অভিনয়, জীবনের এই দুই অপূর্ণ ইচ্ছে

বিক্রম সিংয়ের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত বিশেষ প্রিয় ছিল ইরফানের। মন খারাপ থাকলেই সেই গানটি শুনতেন। সেই গানটিই এখন বার বার শোনেন সুতপা--

সুতপা সিকদার তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে এই গানটি শেয়ার করে লেখেন, ''ওর প্রতি আমার অনন্ত ভালবাসা, এই মহাবিশ্বের কাছে আমার কৃতজ্ঞতা, যখনই ওঁর জন্য প্রার্থনা করি, তখন সেই সব মানুষের জন্যেও প্রার্থনা আমার, যাঁরা এই অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে হাঁটছেন... ওর মন খারাপ হলে যে গানটা শুনতে ভালবাসত, এখন সেই গানটাই আমাকে একফোঁটা শান্তি দেয়... নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।''

আরও পড়ুন, Paatal Lok review: বুদ্ধিমত্তার সঙ্গে লেখা, আকর্ষণীয় ওয়েব সিরিজ

ঠিক যেমন বিক্রম সিং এই গানের মাধ্যমেই সব শ্রোতাদের অন্তরে থাকবেন চিরকাল, তেমনই ইরফান থাকবেন আমাদের নয়ন জুড়ে, তাঁর সব কাজের মধ্যে দিয়ে ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Irrfan Khan
Advertisment