Kriti Sanon-Kabir Bahia: কৃতি শ্যানন, বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। অভিনয়ের জন্য যেমন প্রশংসা কুড়ান তেমনই আবার ব্যক্তিগত জীবনের জন্যও চর্চায় থাকেন কৃতি। সুশান্ত সিং রাজপুত থেকে দক্ষিণী অভিনেত্রী প্রভাসের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
একটা সময় আবার 'একাকিনী' তকমাও লেগেছিল অভিনেত্রীর গায়ে। কিন্তু, চলতি বছরে কৃতির জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত! ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। চর্চিত প্রেমিক বিদেশি ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গেই নাকি সম্পর্কে রয়েছেন কৃতি।
বিশেষ বন্ধুর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। সমুদ্র সৈকত থেকে 'লাভ বার্ড'-এর ছবিও ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন কৃতি। প্রেমপর্ব যে বেশ তুঙ্গে তা বেশ ভালই আঁচ করা যাচ্ছে। কানাঘুষো, ২০২৫-এ মিস টু মিসেস হতে পারেন কৃতি শ্যানন।
কৃতি-কবীরের প্রেমচর্চার মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। যেখানে হট পিঙ্ক শাড়িতে দেখা যাচ্ছে আদিপুরুষের নায়িকাকে। কবীরের পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গল্পের আসর বসিয়েছেন কৃতি। এই ছবি ভাইরাল হতেই নেটিজেনরা মনে করছেন, ২০২৫-এ বলিপাড়ায় বাজতে পারে বিয়ের সানাই।
নতুন বছরেই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন কৃতি-কবীর?দুবাইয়ের এক মেহেন্দি ডিজাইনার এই ছবিটি পোস্ট করেছেন। কবীরের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলছেন কৃতি। এছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বস্ত্রীক ধোনি। সাক্ষীর সঙ্গেও খোশ গল্প করার মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়।
কৃতি কিন্তু, ব্যক্তিগতজীবন আড়ালেই রেখেছিলেন। তবে সাম্প্রতিককালে কবীরের সঙ্গে ছবি পোস্ট করলেও বিয়ে নিয়ে মুখে কুলুপ কৃতির। এমনকী আনুষ্ঠীনকভাবে আজও সম্পর্কে সিলমোহর দেননি বলি ডিভা কৃতি শ্যানন। উল্লেখ্য, ধোনি ফ্যামিলির সঙ্গে নিউ ইয়ার ও ক্রিসমাস উদযাপেনর পার্টিতেই প্রথমবার একসঙ্গে দেখা যায় কবীর-কৃতিকে।
আরও পড়ুন: ৮২-তে ফের মালাবদল জিতেন্দ্রর, ভিডিও শেয়ার করলেন একতা কাপুর