Madhumita-Debmalya Holi 2025: ২০২৪-এ তাঁর জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত। অষ্টমীর দিন মনের মানুষ দেবমাল্যকে সঙ্গে নিয়ে সম্পর্কে সিলমোহর দিয়েছেন। তিনি টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। মনে যখন প্রেমের রং লেগেছে তখন এবছরের বসন্তোৎসবও নিঃসন্দেহে স্পেশাল। একে অপরকে ভালবাসার রঙে রাঙিয়ে তুলবেন মধুমিতা-দেবমাল্য? এই মুহূর্তে শহরে নেই প্রেমিকযুগল। পাহাড়ের বুকে ডানা মেলেছে তঁদের প্রেম। আর সেই পাহাড়ি সৌন্দর্যের মাঝেই রঙিন হবেন 'লাভবার্ডস'? দোলের প্ল্যানিং নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানালেন মধুমিতা?
অভিনেত্রী বলেন, 'এখন তো সিকিমে আছি। দোলেও আমরা এখানেই থাকব। তাই রঙ খেলার কোনও প্রশ্নই নেই। তাছাড়া দোল ছোটবেলায় খেলতাম। এখানে যদ কোথাও একটু আবির পাই তাহলে দুজন দুজনের গালে লাগিয়ে হোলির শুভেচ্ছা জানাব।' এর আগে কোনওদিন পাহাড়ে বসন্তোৎসব পালন করেছেন? মধুমিতা বলেন, 'না, এর আগে কখনও পাহাড়ে দোল খেলিনি। এবারেও আমরা পাহাড়ে দোল খেলব এইরকম কোনও চিন্তাভাবনা নিয়ে আসিনি। ঘোরার মাঝে রং খেলার সুযোগ আসলে নতুন একটা অভিজ্ঞতা হয়ে যাবে।'
প্রসঙ্গত, পাহাড়ের কোলে দেবমাল্যর সঙ্গে কাটানো ভালবাসাময় মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন মধুমিতা। সিকিমের অলি গলি সাক্ষী থাকছে মধুমিতা-দেবমাল্যর ভালবাসার। পাহাড়ি ঠান্ডায় প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে মনের কথা লিখলেন মধুমিতা। তাঁর কাছে তো বেড়ানো মানে শুধু বিভিন্ন স্থান দর্শন নয়। এমন একজন মানুষ থাকবে যাঁর সঙ্গে ঘোরার আনন্দ শেয়ার করা যায়। ঘোরার মাঝে নতুন কিছু খুঁজে পাওয়ার আকাঙ্খা জাগে। মধুমিতা আরও যোগ করেন, 'অনেক সুন্দর স্মৃতি নিয়ে ফিরব যা কোনওদিন ভোলার নয়। তোমার সঙ্গে যেখানেই যাই মনে হয় সেটাই আমার বাড়ি। গোটা বিশ্বকে যেন তুমি আমাকে উপহার দিয়েছ।'