Actress Holi Celebration: 'দোলের ফিলিংটাই হচ্ছে না', হোলির আগে কেন বললেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মোহনা?

Mohona Maiti: রাত পোহালেই রঙের উৎসব। সেই আনন্দে মেতে উঠবে সকলে। কিন্তু, টেলি অভিনেত্রী মোহনা মাইতি বলছেন, 'মনেই হচ্ছে না কাল দোল।' পরীক্ষার চাপ নাকি শুটিংয়ের ব্যস্ততা? কী কারনে এমন বললেন ছোট পর্দার আরশি?

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
মোহনা মাইতি বলছেন, 'মনেই হচ্ছে না কাল দোল।'

মোহনা মাইতি বলছেন, 'মনেই হচ্ছে না কাল দোল।'

Mohona maiti Holi: CBSC-এর দ্বাদশ শ্রেনির ছাত্রী বাংলা মেগার জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতি। এই মুহূর্তে একধারে উচ্চমাধ্যমিকের চাপ অন্যদিকে নতুন ধারাবাহিকের 'টাইট সিডিউল'। রুবেল দাসের সঙ্গে তুই আমার হিরো-র কেন্দ্রীয় চরিত্র মোহনা মাইতি। শুটিংয়ের এর মাঝেই রাত জেগে পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছেন। এবছর তো আবার উচ্চমাধ্যমিকের মধ্যেই দোল। ১৪ মার্চ বসন্তোৎসব। শুটিং আর পড়াশোনা যেমন একসঙ্গে চালাচ্ছেন, এর ফাঁকে রঙের উৎসবেও মাতবেন মোহনা? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে এই প্রশ্ন করতেই জানান, 'এবার তো দোলের ফিলিংটাই আসছে না। মনেই হচ্ছে না যে কাল দোল।' কিন্তু কেন?

Advertisment

টেলি অভিনেত্রী মোহনা মাইতি বলেন, 'আজ নাইট সিডিউল। আগামীকাল ভোর ছ'টায় প্যাক-আপ হবে। তারপর আর রং খেলব কী করে? সেই এনার্জিটা আর থাকবে না। এবার তো পরীক্ষা, শুটিং দোল সব একসঙ্গে পড়েছে। আবির বা রং কিছুই কেনা হয়নি। কাল শুটিং শেষ হওয়ার পর যদি সেটে খেলা হয় তখন সকলের সঙ্গে খেলতে পারি। তবে নিশ্চিত নই যে আদৌ খেলা হবে কিনা। তবে সত্যি বলতে ছোটবেলার মতো সেই দোলের ফিলিংটাই আসছে না। মনেই হচ্ছে না যে কাল বসন্তোৎসব। কাজ আর পড়াশোনাতেই এবারে দোল কেটে যাবে।'

Advertisment

প্রসঙ্গত, মোহনা অবশ্য দর্শকের কাছে 'গৌরী', 'মধুবনী' এই নামগুলোতেই বেশি পরিচিত। 'ডান্স বাংলা ডান্স' থেকেই উত্থান। দশম শ্রেনীতে পড়ার সময় ছোট পর্দায় প্রথম ব্রেক পান। সৌজন্যে 'গৌরী এল'। সেই ধারাবাহিক শেষ হতেই 'সিঙ্গল মাদার' মধুবনীর জার্নি নিয়ে বাংলা মেগার দর্শকের ঘরে ঘরে পৌঁছে যায় 'কে প্রথম কাছে এসেছি'। এবার এক সাধারণ মেয়ের সঙ্গে সুপারস্টারের প্রেমের গল্প নতুন ধারাবাহিক 'তুই আমার HERO'-তে আরশিও বাঙালির ড্রইং রুমে জায়গা দখল করে নিয়েছে। 

Bengali Serial Bengali Actress Bengali Television Bengali News Bengali serial TRP Mohona maiti