"'রৌদ্রম রানাম রুধিরাম' যে সিনেমা হলেই দেখাক না কেন, তা আমরা জ্বালিয়ে দেব...", 'বাহুবলি' খ্যাতনামা দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলিকে হুমকি বিজেপি সাংসদ সঞ্জয় কুমারের। রাজামৌলির RRR সিনেমা নিয়ে বহুদিন থেকেই অপেক্ষায় রয়েছেন সিনেদর্শকরা। আর সেই ছবির টিজার রিলিজ করতে না করতেই বিপাকে পড়লেন পরিচালক।
Advertisment
সম্প্রতি প্রকাশ্যে এসেছে RRR সিনেমার টিজার। আর সেই থেকেই সমস্যার সূত্রপাত। টিজারের একেবারে শেষের দিকে গল্পের মূল চরিত্র তারক অর্থাৎ জুনিয়র এনটিআর কোমারাম ভীমকে দেখা যায় এক মুসলিমের বেশে। চোখে সুরমা লাগিয়ে, গলায় তাবিজ বেঁধে এবং মাথায় ফেজ টুপি পরে দেখা যায় অভিনেতাকে। আর টিজারের সেই দৃশ্য নিয়েই আপত্তি তুলেছেন তেলেঙ্গানার বিজেপি রাজ্য় সভাপতি তথা করিমনগরের সাংসদ সঞ্জয় কুমার। তাঁর অভিযোগ, ইতিহাসকে বিকৃত করেছেন পরিচালক রাজামৌলি। আর এই ছবি সিনেমা হলে মুক্তি পেলে তার খেসারত দিতে হবে তাঁকে।
বিজেপি সাংসদের কথায়, "রাজামৌলি যদি কোমারান ভীমের মাথায় ফেজ টুপি পরান, আমরা কি তাঁকে ছেড়ে কথা বলব? কখনও না! আদিবাসী সম্প্রদায়ের ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেললে আমরা তাঁকে লাঠিপেটা করতেও পিছপা হব না।" এখানেই থেমে থাকেননি তেলেঙ্গানার রাজ্য় বিজেপি সভাপতি সঞ্জয় কুমার। আরও একধাপ এগিয়ে তাঁর মন্তব্য, "সিনেমা হলে এই ছবি মুক্তি পেলে, আমরা সেই প্রত্যেকটি থিয়েটার জ্বালিয়ে দেব।" সম্প্রতি এক বৈঠকে বিজেপি সাংসদকে RRR সিনেমা প্রকাশ্যে এধরণের হুঁশিয়ারি দিতে শোনা যায়।