বাইশে সময়টা মোটেই ভাল যায়নি যশরাজ ফিল্মস-এর। ক্যাশবাক্সে লক্ষ্মীলাভ তো দূরঅস্ত, একাধিক তারকাখচিত বিগ বাজেট সিনেমাগুলোও মুখ খুবড়ে পড়েছে। একের পর এক ফ্লপ! অতিমারী উত্তর পর্বে বক্সঅফিস মার্কশিটে যশরাজ ফিল্মস একেবারে ধরাশায়ী। রণবীর সিং, রণবীর কাপুর, অক্ষয় কুমার, অজয় দেবগণদের মতো বলিউড সুপারস্টাররাও প্রযোজনা সংস্থার হাল ফেরাতে পারেননি। তবে ২০২৩ সালে 'পাঠান' মুক্তি দিয়েই আশার আলো দেখছে আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।
Advertisment
'পাঠান' রিলিজের আর মাত্র ৪৮ ঘণ্টা। ২ রাত পোহালেই বড়পর্দায় বাদশা- ম্যাজিক! গোটা দেশ 'পাঠান' জ্বরে কাবু। পর্দায় রাজার প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুনছে অনুরাগীরা। বিতর্ক-সমালোচনা উড়িয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য ইতিমধ্যেই রেকর্ড হারে টিকিট বিক্রি হয়েছে। অগ্রীম টিকিট বিক্রির ধুম দেখে সিনেবাণিজ্য বিশ্লেষকরা বলছেন, মাত্র ৫ দিনেই ২০০ কোটির ক্লাবে ঢুকবে ‘পাঠান’। দেশে তো তো বটেই এমনকী বিদেশেও 'পাঠান' (Pathaan)-এর টিকিটের চাহিদা তুঙ্গে।
Advertisment
উল্লেখ্য, কোভিডে বন্ধ হয়ে যাওয়া রাজস্থান, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়, মহারাষ্ট্রের একাধিক প্রেক্ষাগৃহের দরজা খুলছে শুধুমাত্র শাহরুখ খানের 'পাঠান'-এর জন্যই। মনে করা হচ্ছে, বাদশাকে দেখতেই দর্শকরা আবার প্রেক্ষাগৃহে পা রাখবেন।
অন্যদিকে, দেশের বিভিন্ন রাজ্যের সিঙ্গলস্ক্রিন হলগুলোতে কড়া নির্দেশ গিয়েছে, 'পাঠান' দেখানো হলে অন্য কোনও সিনেমা চালানো যাবে না হলে। সবকটা শো-ই পাঠানকে দিতে হবে। আঞ্চলিক ভাষার কোনও সিনেমা চলবে না। অতঃপর লোকসানের ভয়ে 'পাঠান'-এর শো বাড়াতে বাধ্য হচ্ছেন হল মালিকরাও। কলকাতাতেও এই একই দৃশ্য।
২০২২ সালে যশরাজ ফিল্মস-এর ব্যানারে মুক্তিপ্রাপ্ত 'জয়েশভাই জোরদার', 'সম্রাট পৃথ্বীরাজ', 'সামশেরা' কোনওটাই বক্সঅফিসে ভাল ব্যবসা করতে পারেনি। রণবীর সিংয়ের 'জয়েশভাই'য়ের মোট কামাই ১৫.৫৯ কোটি, রণবীর কাপুরের 'সামসেরা' ৪২. ৪৮ কোটি টাকা এবং অক্ষয় কুমারের 'পৃথ্বীরাজ' যশরাজের ঘরে আনতে পেরেছে মোটে ৬৮.০৫ কোটি টাকা।
রণবীর কাপুর, রণবীর সিং, অক্ষয় কুমারদের মতো বড় তারকা নামও যশরাজের ভাণ্ডারে অর্থ জোগাতে অক্ষম হয়েছে। আরেকটু পিছনে তাকালে ২০২১ সালে যশরাজ-এর ব্যানারে তৈরি হওয়া 'সন্দীপ অউর পিঙ্কি ফারার', 'বান্টি অউর বাবলি ২'- এই দুটি সিনেমাও মুখ থুবড়ে পড়েছে। পরপর ৫টি সিনেমা ফ্লপ! এবার যশরাজ ফিল্মস-এর অর্থনীতি চাঙ্গা করতে মোক্ষম দাওয়াই শাহরুখ খান-ম্যাজিক।
এবার প্রশ্ন, কিং খান-ই কি আদিত্য চোপড়াকে ম্যাজিক ফিগার এনে দিতে পারবেন? কিংবা শাহরুখের হাত ধরেই কি যশরাজ ফিল্মস-এর ফ্লপের বাজার কাটবে? সিনে বাণিজ্য বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণীর দিকে তাকালে কিন্তু 'পাঠান'-এর 'গেম চেঞ্জার' হওয়ার ১০০ শতাংশ সুযোগ রয়েছে। বাকিটা বলবে সময় ও বক্সঅফিস রিপোর্ট।