/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/will-smith.jpg)
উইল স্মিথ, ক্রিস রক
অস্কার মঞ্চে তুলকালাম কাণ্ড! রেগে গিয়ে সঞ্চালক ক্রিস রককে ঠাঁটিয়ে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। তার কিছুক্ষণ পরই সেরা অভিনেতার অস্কার জেতেন উইল স্মিথ। এটাই কেরিয়ারের প্রথম অস্কার। জীবনের এত আনন্দের দিনেও কুখ্যাত হয়ে গেলেন উইল স্মিথ। পুরস্কার পেয়ে মঞ্চেই কেঁদে ফেলেন তিনি। তার পর 'কিং রিচার্ড' অভিনেতা নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান। এবার কমেডিয়ান ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইলেন অভিনেতা।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ক্ষমা চেয়ে উইল লিখেছেন, "আমি প্রকাশ্যে তোমার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি জানি ভুল করেছি। আমার কাজের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হতে চাই, এটা তার পরিচয় নয়।" তিনি আরও লিখেছেন, "হিংসা মাত্রই ধ্বংসাত্মক। গত রাতের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না। ক্ষমাহীন অপরাধ করেছি। কৌতূক আমাদের পেশার অংশ। কিন্তু জাডার শারীরিক পরিস্থিতি নিয়ে মজা করা আমার পক্ষে সহ্য করা কঠিন ছিল। আমি আবেগপ্রবণ হয়ে যে প্রতিক্রিয়া দিয়েছি, তা ঠিক হয়নি।"
Damn. So did Will Smith just punch Chris Rock for real? Here is a Japanese network’s uncensored exchange between Will Smith and Chris Rock. #Oscars#WillSmithpic.twitter.com/fjqgypVdue
— Eric Feigl-Ding (@DrEricDing) March 28, 2022
উইল স্মিথ আরও লিখেছেন, "আমার এই ব্যবহার বিশ্বজুড়ে যাঁরা দেখেছেন, তাঁদের কাছে ক্ষমা চাইছি। অ্যাকাডেমি, অনুষ্ঠানের প্রযোজন এবং সমস্ত অংশগ্রহণকারীর কাছে আমি ক্ষমাপ্রার্থী। উইলিয়ামস পরিবার এভং কিং রিচার্ড পরিবারের কাছেও অপরাধ স্বীকার করছি। অস্কারের মতো আলোকজ্জ্বল মঞ্চে আমার এরকম আচরণ একটি দাগ ফেলে দিয়েছে। যা ক্ষমাহীন অপরাধ।"
এদিকে, অস্কারের মতো এমন ঐতিহ্যবাহী পুরস্কার মঞ্চে হিংসার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে অ্যাকাডেমি পুরস্কার কর্তৃপক্ষ। গতকালই পুরস্কারের বোর্ড অফ গভর্নরদের বৈঠক হয়েছে। বৈঠকের পর কর্তৃপক্ষ জানিয়েছে, উইল স্মিথের প্রতিক্রিয়া নিয়ে আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, তারা ঘটনার কোনও তদন্ত এই মূহূর্তে করছে না কারণ সঞ্চালক ক্রিস রক নিজেই কোনও মামলা করতে চাননি।
আরও পড়ুন অস্কারের মঞ্চে ঠাঁটিয়ে চড় সঞ্চালককে! সেরা অভিনেতার পুরস্কার পেয়েও ‘কুখ্যাত’ উইল স্মিথ
প্রসঙ্গত, অস্কার মঞ্চে কমেডিয়ান-অভিনেতা ক্রিস রক উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে মজা করেছিলেন যা পছন্দ হয়নি উইলের। আসলে জাডা পিঙ্কেট অ্যালোপেশিয়ায় আক্রান্ত। যে কারণে তাঁর চুল পড়ে টাক হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। সেই প্রেক্ষিতেই ক্রিস রক তাঁকে ডেমি ম্যুর অভিনীত ‘জি.আই জেন’ সিনেমার প্রসঙ্গে টেনে রসিকতা করেন। তা শুনে দর্শকাসনে উপস্থিত থাকা উইল স্মিথ আর মেজাজ ঠিক রাখতে পারেননি। শুধু তাই নয়, মঞ্চ থেকে নামার সময়ে রাগে গজগজ-ও করছিলেন হলিউড অভিনেতা।
উইল স্মিথ সপাটে বলেন, "একদম আমার স্ত্রীয়ের নাম তোমার মুখে উচ্চারণ করবে না।" এই ঘটনার পরই মার্কিনী টেলিভিশন সংস্থাগুলোকে কিছুক্ষণের জন্য সরাসরি সম্প্রচারের আওয়াজ বন্ধ করে দেওয়ার আবেদন জানান অস্কার কমিটি। বাবা উইল স্মিথের এমন কীর্তিতে গর্ববোধ করে ছেলে জেডেন লেখেন, “ঠিক এভাবেই আমরা উত্তর দিই।” তবে অনেকেই এমন ঘটনার প্রতিবাদ করেন সোশ্যাল মিডিয়ায়। অ্যাকাডেমি কমিটির তরফেও জানানো হয় যে অস্কারের মঞ্চে এহেন হিংসা কখনওই বরদাস্ত করা হবে না।