Death News: প্রয়াত বিখ্যাত সাহিত্যিক, ভীষণ মন খারাপ ঋতুপর্ণার

Death News: তিনি কেয়া পাতার নৌকার সঙ্গে সঙ্গে শত ধারায় বয়ে যায়.. ছাড়াও ক্রান্তিকাল এর মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছিলেন। এবং সেই মানুষটির লেখা নিয়ে তৈরি হয়েছিল বহু বহু টেলিফিল্ম।

Death News: তিনি কেয়া পাতার নৌকার সঙ্গে সঙ্গে শত ধারায় বয়ে যায়.. ছাড়াও ক্রান্তিকাল এর মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছিলেন। এবং সেই মানুষটির লেখা নিয়ে তৈরি হয়েছিল বহু বহু টেলিফিল্ম।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Writer Prafulla Roy passed away Jeet's film pitribhumi rituparna tributes

সাহিত্যিকের প্রয়াণে ঋতু কী বলছেন?

Death News: খারাপ খবরে ছেয়ে গিয়েছে চারদিক। ফের এক সাহিত্যিক এবং তারকার মৃত্যুর খবর কানে এসেছে। এবং খেয়াল করলে দেখা যাবে, সেই মানুষটির সঙ্গে বিনোদনের যোগ আছে দারুণ। এবং, তাঁর মৃত্যুর খবরেই জেরবার বিনোদন জগৎ। প্রয়াত প্রফুল্ল রায়। তাঁর কলমের জোর ছিল দেখার মত।  তিনি নিজের লেখার মাধ্যমে সাহিত্যজগতে যেমন আলোড়ন ফেলেছিলেন, ঠিক সেরকমই দেখা গিয়েছে বিনোদন জগতের নানা স্তরে তাঁর লেখা নিয়ে কাজ হয়েছে।

Advertisment

প্রফুল্ল রায় সাহিত্যিক হিসেবে দারুণ জনপ্রিয় এক মানুষ। তিনি কেয়া পাতার নৌকার সঙ্গে সঙ্গে শত ধারায় বয়ে যায়.. ছাড়াও ক্রান্তিকাল এর মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছিলেন। এবং সেই মানুষটির লেখা নিয়ে তৈরি হয়েছিল বহু বহু টেলিফিল্ম। বাংলার সুপারস্টার জিৎ - যিনি তাঁর কেরিয়ারে একাধিক ছবিতে কাজ করেছিলেন, তাঁর অন্যতম শ্রেষ্ঠ ছবি পিতৃভূমি সেটি প্রফুল্ল রায়ের গল্প অবলম্বনে তৈরি। এবং, এই ছবিতে জিৎ আলাদাই মাইলস্টোন সৃষ্টি করেছিলেন। এবং, সেই ছবি নিয়ে আলোচনা হয়েছিল দারুণ।

Sitaare Zameen Par: সিতারে জমিন পরে একের পর এক চমক! আমিরের এই ছবি কেন দেখবেন?

Advertisment

৯০ বছর বয়সে প্রয়াত এই লেখক। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল দুপুর তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়। এবং, শোনা যাচ্ছে শেষ দু মাস তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে আর শেষরক্ষা হল না। সাহিত্যিক পাড়ি দিলেন না ফেরার দেশে। এই সাহিত্যিক পেয়েছেন সাহিত্য একাডেমি পুরষ্কারও। টেলিফিল্মের জগতে দারুণ সব গল্প উপহার দিয়েছেন তিনি। এবং, তাঁর প্রয়াণে শোকাহত টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিন কী লিখছেন সমাজ মাধ্যমে?

অভিনেত্রী, সাহিত্যিকের ছবি শেয়ার করে লিখলেন, "শ্রদ্ধাঞ্জলি। প্রখ্যাত সাহিত্যিক প্রফুল্ল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। তিনি তাঁর লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন সাহসের সঙ্গে। তাঁর সৃষ্টি অমর হয়ে রইবে আমাদের হৃদয়ে।" তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যিক সমাজ। বিশেষ করে তাঁর লেখা যারা পড়তেন। যদিও, মৃত্যুর থেকে বড় আর কিছুই নেই। তবে সাহিত্যিকের চলে যাওয়ায় শোকাতুর তবে ভক্তরা।

entertainment Entertainment News death news