scorecardresearch

কলকাতায় ‘লস্ট’ ইয়ামি গৌতম! নেপথ্যে কোন বাঙালি পরিচালক?

এবার কলকাতায় লম্বা শিডিউলে থাকবেন ইয়ামি গৌতম।

Yami Gautam, Lost, Yami Gautam in Kolkata, Aniruddha Roy Chowdhury, Lost, অনিরুদ্ধ রায়চৌধুরি, ইয়ামি গৌতম, bengali news today
কলকাতায় ইয়ামি গৌতম

না, কলকাতায় হারিয়ে যান নি! শুক্রবার শহর তিলোত্তমায় সদ্য পা রেখেছেন ইয়ামি গৌতম (Yami Gautam)। এবারের শিডিউলও লম্বা-চওড়া। কিন্তু বিয়ের পর-ই হঠাৎ কলকাতায় কেন? আসলে বাঙালি পরিচালকের ছবিতে শ্যুটিংয়ের জন্যই আসা। সম্প্রতি জানা গিয়েছিল যে, অনিরুদ্ধ রায়চৌধুরির (Aniruddha Roy Chowdhury) আগামী ছবি ‘লস্ট’-এ অভিনয় করছেন ইয়ামি। যে ছবির সিংহভাগ প্লট কলকাতাকে কেন্দ্র করে। এবার সেই সিনেমার শ্যুটিংয়েই শুক্রবার কলকাতায় পা রাখলেন অভিনেত্রী।

কলকাতায় পদার্পন করেই হাসিমুখে বিমানবন্দর থেকে বেরলেন। ইয়ামি বললেন, “কলকাতা আমাকে সবসময়ে ভালবাসা দিয়েছে। কাছে টেনে নিয়েছে। এবারও লম্বা শিডিউল। আশা করি, অতিমারী আবহে সুরক্ষিত থেকেই দারুণ শ্যুটিং করতে পারব।”

শহর কলকাতার অবরাধ জগৎ-কে কেন্দ্র করেই এগিয়েছে ‘লস্ট’- (Lost)এর গল্প। সেখানে মূল ভূমিকায় অভিনয় করছেন ইয়ামি। তা কীরকম চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে? শোনা গেল, একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করবেন তিনি। বর্তমান সময়ে সংবাদমাধ্যমের স্বচ্ছতার উপর প্রশ্ন তুলবে অনিরুদ্ধর এই ছবি। চিত্রনাট্য লিখেছেন শ্যামল সেনগুপ্ত এবং রীতেশ শাহ। রবিবার থেকেই শহর কলকাতায় শুরু হচ্ছে ছবির শ্যুটিং। জুলাই মাসের পর আবার আগস্টে হবে ছবির শ্যুটিং।

[আরও পড়ুন: ‘আমার স্বামী নির্দোষ, রাজ কুন্দ্রার হটশট অ্যাপ পর্নফিল্ম বানাত না’, পুলিশের কাছে শিল্পার সাফাই]

‘লস্ট’ প্রসঙ্গে এর আগে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরি জানিয়েছিলেন যে, “এই ছবি আদতে ইভেস্টিগেটিভ ড্রামা। তবে গল্পে সম্পর্ক, ভালবাসা, প্রতারণা সমস্তরকম উপকরণই মজুত। এসবের মাঝেই একজন সাংবাদিকের নিজেকে নতুন করে আবিষ্কার করার গল্প বলবে ‘লস্ট’।” তাঁর কথায়, “আমি যখনই কোনও ছবি বানাই, প্রথম লক্ষ্য থাকে, তা যেন সামাজিক হয়। চারপাশের মানুষ যেন সেই বিষয়বস্তুটার সঙ্গে একাত্ম হতে পারে। এই ছবিটাও সেরকমই। যা মানুষকে সহমর্মিতার কথা মনে করাবে। একে অপরের হাত ধরে এক সুন্দর পৃথিবী গড়ে তোলার কথা বলবে।”

প্রসঙ্গত, ইয়ামি গৌতম ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভূপালাম, পিয়া বাজপেয়ী এবং তুষার পাণ্ডে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Yami gautam in kolkata for aniruddha roy chowdhurys next film lost