/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/yash-priyanka-759.jpg)
নতুন ছবির জন্য জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা সরকার ও যশ।
নতুন জুটি পেতে চলেছে টলিউড, সৌজন্যে অবশ্য সুরিন্দর ফিল্মস। তাদেরই প্রযোজনাতে একসঙ্গে বড়পর্দায় আসতে চলেছেন যশ দাশগুপ্ত এবং প্রিয়াঙ্কা সরকার। সুজিত মন্ডলের পরিচালনায় তৈরি হতে চলেছে এই ছবি, তবে নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। ছবিতে যশ-প্রিয়াঙ্কার চরিত্রের নাম অর্জুন ও হিয়া।
প্রেমের গল্পের এই ছবিতে দুজনে একসঙ্গে থাকলেও পরে আলাদা হতে হয়। পরিস্থিতির চাপে জীবন-মৃত্যুর সংগ্রাম শুরু হয় দুজনের। এই ছবির গল্প লিখেছেন তা ভরদ্বাজ এবং মণীষ শর্মা। ছবির সঙ্গীত পরিচালনা করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়েই এগোবে চিত্রনাট্য।
আরও পড়ুন, আমি চ্যালেঞ্জটা নিতে চাইছিলাম: বরখা
View this post on Instagram???? @tathagataghosh @sumanmakeupartist @stylebytanvi @novotelkolkata
A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz) on
ভালবাসা কেবল ব্যথাই দেয় নাকি আঘাতে মলমও লাগায়, দুটো আলাদা দুনিয়ার মানুষ একে অপরের প্রেমে পড়লে কি হতে পারে? হিয়ার ভালবাসাই অর্জুনের ব্যথার কারণ হয়ে ওঠে। এদিকে অর্জুনের প্রতি প্রেমই হিয়ার জীবন। এমনই টুকরো প্রেমের প্রেক্ষাপটে বাস্তব চিত্র তুলে ধরবেন সুজিত মন্ডল।