yo yo honey singh kolkata concert: আজকে কলকাতায় অনুষ্ঠান করবেন, হানি সিং। আর সেই উপলক্ষেই তিনি গতকাল চোখে এসেছেন শহরে। তাঁকে দেখতে হাজির হয়েছিলেন অনেকেই বিমানবন্দরে নামতেই দর্শকরা ট্যান ঘিরে ধরেন। তাঁকে নিয়ে উচ্ছ্বাস দেখা যায় ভক্তদের মধ্যে। আর হবে নাই বা কেন? দীর্ঘ এতবছর নানা ধরনের সমস্যা কাটিয়ে তিনি ফিরেছেন। সারা দেশজুড়ে কনসার্ট করে বেড়াচ্ছেন তিনি।
আজ কলকাতার একোয়াটিকায় কনসার্ট করতে চলেছেন তিনি। সেই অনুষ্ঠানের কেমন কি টিকিটের দাম? দাম শুনলে কপালে উঠবে চোখ। হানি সিং এর আগে বহু পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেছেন। কিন্তু, তারপর জীবনে বেশ কিছু ঘটনার কারণে তিনি সবকিছু থেকেই দূরে ছিলেন। তবে, আবার ফুল মোডে ফিরেছেন তিনি। কলকাতার কনসার্টে বেশ কিছু গাইডলাইন মেনে চলার কথা বলা হয়েছে।
এর আগে দিলজিৎ, কনসার্টের কারণে নানা সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন বলেই, দাবি করেছিলেন ভারতে আর কনসার্ট করবেন না। অন্যদিকে, দিলজিত যেই কনসার্ট শেষ করলেন, তখনই শুরু করলেন অন্যান্যরা। হানি সিং এর কনসার্টে কী কী গাইডলাইন রাখা হয়েছে? বিক্রি হওয়া টিকিট নিয়েও রাখা হয়েছে নিয়ম...
আরও পড়ুন - SSC Recruitment Verdict-Ritwick Chakraborty: 'অযোগ্যরা নিজেরাই প্রমা…
১. ১৬ বছরের নীচে কেউ এই কনসার্টে প্রবেশ করতে পারবেন না।
২. প্রথেকজনকে সঙ্গে রাখতে হবে, নিজের আইডি কার্ড।
৩. সঙ্গে রাখা যাবে না কাঁচ কিংবা কোনো ধারালো অস্ত্র।
৪. জানানো হয়েছিল, যদি টিকিট কিনে নেওয়া হয়, সেই অর্থ আর ফেরত দেওয়া হবে না।
এছাড়াও টিকিটের দাম শুনলে চমকে যেতে হবে। তিন হাজারের বেশি থেকে শুরু করে প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে টিকিট। কিভাবে ভাগ করা হয়েছে অ্যারেঞ্জমেন্টস?
ফেস ৩ ( GA ) : ৩,৯৯৯ টাকা
ফেস ৬ ( millionaire pit ) : ৯,৯৯৯ টাকা
ফেস ৫ ( millionaire pit ): ৮,৯৯৯ টাকা
ফেস ১ ( Diamond Lounge / Standing ): ২৫,০০০ টাকা
Diamond Lounge Table/ ৬ জনের জন্য: ২ লক্ষ টাকা