Actor Extra maritial Affair: কঙ্গনা-পূজা বেদীর সঙ্গে প্রেমের গুঞ্জন, স্বামীর পরকীয়া জেনেও কেন মুখে কুলুপ অভিনেত্রীর?

Actor Affair: আদিত্য পাঞ্চালির সঙ্গে অন্য কোনও মহলার নাম জড়ালেও জারিনার মনে বিশেষ কোনও প্রভাব পড়ে নমা। এটা কী ভাবে সম্ভব? সেই কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন আদিত্য ঘরনি।

Actor Affair: আদিত্য পাঞ্চালির সঙ্গে অন্য কোনও মহলার নাম জড়ালেও জারিনার মনে বিশেষ কোনও প্রভাব পড়ে নমা। এটা কী ভাবে সম্ভব? সেই কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন আদিত্য ঘরনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
তারকা স্বামী প্রসঙ্গে কী মত অভিনেত্রীর?

তারকা স্বামী প্রসঙ্গে কী মত অভিনেত্রীর?

Zarina Wahab On Aditya Pancholi affairs: রুপোলি দুনিয়ার তারকাদের নিয়ে কত কিছুই না ঘটে। যা রটে তার কিছুটা তো বটে। অনেক সময়ই পেজ ৩-র খবরে উঠে আসে তারকাদের বিচ্ছেদ কাহিনি। সম্পর্কে থেকেও পরকীয়ার ঘটনা ইন্ডাস্ট্রিতে ভুরি ভুরি। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ডিভোর্সের খবরও আখছাড় শোনা যায়। কিন্তু, ইন্ডাস্ট্রিতে এমন অনেক পাওয়ার কাপলও আছেন যাঁরা সঙ্গীর পরকীয়া বা অন্য নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনের খবরে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেন না। বরং তাঁদের মতে, পরকীয়া যদি সংসারে কোনও প্রভাব না ফেলে তাহলে সেটা নিয়ে ঝামেলা অশান্তি না করাই শ্রেয়। এমনই চিন্তাভাবনা বর্ষীয়ান অভিনেত্রী জারিনা ওয়াহাবের। আদিত্য পাঞ্চালির সঙ্গে অনেকের নাম জড়িয়েছে। তবুও 'কুল' জারিনা। কিন্তু, কী ভাবে?

Advertisment

সম্প্রতি, নয়নদীপ রক্ষিতের শোয়ে বৈবাহিক জীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, 'আমাদের দেখা হওয়ার ১৫ থেকে ২০ দিনের মধ্যে বিয়ে করেছিলাম। আমরা নারি হারি ছবিতে একসঙ্গে কাজ করছিলাম। ওই সিনেমার সেটে প্রথম দেখা। খুব সুন্দর হ্যান্ডসাম একটি ছেলে। একটি দৃশ্যের শুটিংয়ের সময় প্রচণ্ড কাঁদছিল। থামানোই যচ্ছিল না। বাধ্য হয়ে সেদিন আমরা শুটিং বন্ধ করে দিই। আমরা একই গাড়িতে ফিরছিলাম। ওঁর হাত ধরে বললাম, আর কেঁদো না। তখন আমার হাতটা শক্ত করে ধরল আর তার ১৫ দিনের মধ্যে বিয়ে করলাম। অনেকেই বলেছিল এই সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু, দেখুন আমরা ৩৮ বছর একসঙ্গে সংসার করছি।'

একটা সময় কঙ্গনা রানাউতের সঙ্গে নাম জড়িয়েছিল আদিত্য পাঞ্চালির। এছাড়াও অনেকের সঙ্গেই প্রেমচর্চায় ছিলেন অভিনেতা। এই ঘটনাগুলো জারিনার মনে খারাপ প্রভাব বিস্তার করত? অভিনেত্রী জানান, 'অনেকেই ভাবতেন আমি এগুলো শুনে হতাশ হয়ে পড়ি। একটা সাধারণ বিষয়, আদিত্য কোনও মেয়ের দিকে তাকালে হয়ত আমার সাময়িক খারাপ লাগে। কিন্তু, এটা কেউ বলে না, কোনও মেয়েও ওঁর দিকে তাকাচ্ছে।' আদিত্যর সঙ্গে বহুজনের নাম জড়ালেও জারিনার স্বামীর প্রতি বিশ্বাস ছিল। তিনি জানতেন, আদিত্য তাঁকে ছাড়া আর কাউকে ভালবাসতেই পারেন না। 

Advertisment

পরকীয়ার গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী যোগ করেন, 'যখন আমি সংবাদমাধ্যমে আদিত্যকে নিয়ে কিছু দেখতাম তখন খারাপ লাগত। তারপর আবার নিজেই হাসতাম। বাইরে ও কী করছে সেটা নিয়ে আমি একদম চিন্তা করতাম না। বাড়িতে ওঁর থেকে ভাল বাবা-স্বামী আর কেউ হয় না। যদি ওঁর পরকীয়ার কোনও প্রভাব আমাদের সংসারে পড়ত তাহলে চিন্তাভাবনার জায়গা তৈরি হত। অনেক মানুষই আছেন যাঁরা পরকীয়ার সঙ্গে সংসারটাও সুন্দরভাবে সামলান। আমি যদি গুঞ্জনকে সিরিয়াল ভাবতাম তাহলে বাড়িতে অশান্তি অবধারিত। আমি  ঝামেলা থেকে শতহস্তে দূরে থাকি। ইচ্ছে করলেই আমি সংসার ছেড়ে আলাদা থাকতে পারতাম। টাকা-সম্পত্তি সবই আছে। কিন্তু, সেই পরিস্থিতি কখনও তৈরি হয়নি।'

আরও পড়ুন ভাগ্যের এ কী পরিহাস! স্বপ্ন ছিল IAS অফিসার হওয়ার কিন্তু... কে সেই অভিনেত্রী?

bollywood movie Bollywood News bollywood actress Bollywood Actor Bollywood Couple Zarina Wahab Aditya Pancholi