TRP: জি বাংলা-র নতুন ধারাবাহিক 'বাঘ বন্দি খেলা' নিয়ে সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তার মধ্যে বেশিরভাগই ধারাবাহিকটিকে ট্রোল করেছেন। ফুলশয্যার রাতে নায়কের বাঘ হয়ে যাওয়া প্রোমো নিয়েও প্রচুর হাস্যরসাত্মক মন্তব্য দেখা গিয়েছে কিন্তু মজার ব্যাপার হল, সম্প্রচারের প্রথম সপ্তাহেই ধারাবাহিকটি উঠে এসেছে ১৫ + আরবান সেরা দশ তালিকার প্রথম পাঁচে।
এই সপ্তাহের টিআরপি ফলাফল অনুযায়ী, প্রথম সপ্তাহেই চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক (৭.৬)। তবে ১৫ + আরবান টিআরপি তালিকার শীর্ষস্থানটি এখনও দখলে রেখেছে 'করুণাময়ী রাণী রাসমণি' (১০.৮) ও দ্বিতীয় স্থানে রয়েছে 'শ্রীময়ী' (৮.৭)। এই সপ্তাহে চতুর্থ স্থানে অবশ্য যুগ্মভাবে রয়েছে 'আলোছায়া' ও 'বাঘ বন্দি খেলা'। তৃতীয় ও পঞ্চম স্থানে রয়েছে 'কৃষ্ণকলি' (৭.৮) ও 'ত্রিনয়নী' (৭.১)।
আরও পড়ুন: বকুলের যাত্রা শেষ আগামী মাসের গোড়াতেই
নেতাজির ভূমিকায় অভিষেক বসু। ছবি: অভিষেকের ফেসবুক পেজ থেকে
এই সপ্তাহে সেরা দশ তালিকা থেকে যে ধারাবাহিকটি বেরিয়ে গিয়েছে, সেটি হল 'নেতাজি'। যত দূর মনে পড়ে সম্প্রচার শুরু হওয়া পর থেকে এমনটা আগে কখনও হয়নি যে টিআরপি সেরা দশে নেই ধারাবাহিকটি। যদিও এই তালিকা আপেক্ষিক। ০.১-এর এদিক-ওদিকেও অবস্থানের হেরফের হয়।
আশা করা যায় আগামী সপ্তাহগুলিতে আবারও এই তালিকায় ফিরবে 'নেতাজি'। নতুন ধারাবাহিকগুলি মধ্যে আলোছায়া ছাড়াও যে দুটি ধারাবাহিক সেরা দশ-এ অবস্থান পাকা রাখতে সক্ষম, সেগুলি হল-- 'মোহর' এবং 'মহাপীঠ তারপীঠ'। দেখে নিন সেরা দশের বাকি ধারাবহিক ও তার রেটিং--
ষষ্ঠ-- নকশিকাঁথা (৭.০)
সপ্তম-- কে আপন কে পর (৬.৮)
অষ্টম-- মোহর (৬.২)
নবম-- বকুলকথা (৬.১)
দশম-- মহাপীঠ তারাপীঠ (৫.৮)
'শ্রীময়ী' এই সপ্তাহেও রয়েছে দ্বিতীয় স্থানে।
এই সপ্তাহে স্টার জলসা-র চারটি ধারাবাহিক রয়েছে সেরা দশে। তিন-চার মাস আগেও স্টার জলসা-র সঙ্গে জি বাংলা-র জিআরপি-র যে বিপুল ব্যবধান ছিল, তা অনেক কমে গিয়েছে। এই সপ্তাহে স্টার জলসা-র জিআরপি ৫২৬ ও জি বাংলা-র জিআরপি ৬৭৮। আগামী কয়েক সপ্তাহে এই ব্যবধান বাড়ে না কমে, সেটাই দেখার।
স্টার জলসা-র ধারাবাহিকগুলির মধ্যে সেরা পাঁচে এই সপ্তাহে খুব একটা রদবদল নেই। দেখে নিতে পারেন চ্যানেলের সেরা পাঁচ ১৫ + আরবান রেটিং অনুযায়ী--
প্রথম-- শ্রীময়ী (৮.৭)
দ্বিতীয়-- কে আপন কে পর (৬.৮)
তৃতীয়-- মোহর (৬.২)
চতুর্থ-- মহাপীঠ তারাপীঠ (৫.৮)
পঞ্চম-- সাঁঝের বাতি (৫.০)