Advertisment

'প্লাস্টিকের বোতলে জল খাওয়া চলবে না', বলেন 'দিদি নাম্বার ওয়ান'

Rachana Banerjee: অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলা টেলিভিশনের প্রিয় 'দিদি নাম্বার ওয়ান' প্লাস্টিক বর্জন নিয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন তাঁর জনপ্রিয় টেলিশোয়ের মঞ্চ থেকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Zee Bangla Didi No. 1 actress Rachna Banerjee pleads for banning plastic

'দিদি নাম্বার ওয়ান' রচনা বন্দ্যোপাধ্যায়।

Didi No. 1 Rachana Banerjee: বাংলার 'দিদি নাম্বার ওয়ান' রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি ভিডিও বার্তা মারফত প্লাস্টিক দ্রব্য বর্জনের আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি এই উদ্যোগকে সমর্থন জানাচ্ছে জি বাংলা-ও। শারদোৎসবের সময় থেকেই এই বিষয়ে বিভিন্ন ক্যামপেন চালু করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। সম্প্রতি জি বাংলা-র দিদি নাম্বার ওয়ান মঞ্চ থেকেই এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য টেলিদর্শকের কাছে আবেদন জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা নিয়ে মোটামুটি সবাই ওয়াকিবহাল। কিন্তু এখনও নিজেদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকদ্রব্য বর্জনের ক্ষেত্রে গাফিলতি রয়েছে অনেকেরই। আবার দেখা যায় যে অনেকে সচেতনতার কারণে হয়তো কিছুদিন প্লাস্টিকের জিনিস ব্যবহার করা বন্ধ করলেন কিন্তু সেই পদক্ষেপ স্থায়ী হল না। দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চ থেকে রচনা বন্দ্যোপাধ্যায় বাংলার টেলিদর্শককে আরও একবার এই বিষয়ের গুরুত্ব সম্পর্কে অবহিত করলেন।

আরও পড়ুন: ইন্ডিয়ান আইডল-এর প্রতি এপিসোডে কত টাকা পান নেহা-বিশাল-আদিত্য

তিনি জানান যে দিদি নাম্বার ওয়ান-এর সেট সম্পূর্ণভাবেই প্লাস্টিকমুক্ত করা হয়েছে। এমনকী প্লাস্টিকের জলের বোতলও নিষিদ্ধ হয়েছে। পরিবেশ এবং মানুষের স্বাস্থ্য দুটি প্রসঙ্গ টেনেই, রচনা বন্দ্যোপাধ্যায় বলেন যে প্লাস্টিকের বোতলে জল খাওয়া চলবে না। দর্শকদের তিনি অনুরোধ করেন স্টিলের বোতল ব্যবহার করতে। বাড়ির বাসনপত্রের ক্ষেত্রেও কাঁসা-স্টিল এবং পোর্সেলিনের বাসনপত্র ব্যবহারে জোর দিয়েছেন তিনি। দেখে নিতে পারেন সেই ভিডিও বার্তাটি নীচের লিঙ্কে ক্লিক করে--

জি বাংলা-র প্রায় সব ধারাবাহিক ও রিয়্যালিটি শোয়ের ফ্লোরগুলিকেই একটু একটু করে প্লাস্টিকমুক্ত করা হচ্ছে। কিছুদিন আগে 'দাদাগিরি'-র সেটটিকে প্লাস্টিক মুক্ত বলে ঘোষণা করা হয়। প্লাস্টিকদ্রব্য বর্জনের এই উদ্যোগে সামিল হতে দর্শকদের অনুরোধ জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

Bengali Television Rachana Banerjee
Advertisment