Advertisment
Presenting Partner
Desktop GIF

লকডাউন শেষে নতুন ছন্দে 'রাসমণি-নেতাজি', নতুন পরিকল্পনা চ্যানেলের

দু'মাসে অনেক কথাই শোনা গিয়েছিল, নানা ধরনের আশঙ্কাও তৈরি হয়েছিল বিভিন্ন স্তরে। জি বাংলার লকডাউনের শেষ ঠিক কী ভাবছে চলতি ও নতুন ধারাবাহিক নিয়ে?

author-image
IE Bangla Web Desk
New Update
Zee Bangla gears up for post lockdown comeback with existing and new shows

'করুণাময়ী রাণী রাসমণি' ও 'নেতাজি'-র ছবি জি বাংলা-র ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

বাংলা টেলিভিশনের দর্শক বিগত দুমাস দেখতে পাননি তাঁদের প্রিয় চলতি ধারাবাহিকগুলি। এই নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা প্রথম সারির বিনোদন চ্যানেলগুলির সোশাল মিডিয়া পেজে এসে। তাঁরা জানেন অবশ্য যে লকডাউনে শুটিং বন্ধ কিন্তু বাংলা ধারাবাহিকের প্রতি তাঁদের ভালবাসা থেকেই বার বার দাবি জানিয়েছেন যাতে চ্যানেল উদ্যোগী হয় শুটিং শুরু করতে। আপাতত ৩১ মে-তে নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী আউটডোর ও ইনডোর শুটিং শুরু করা যাবে এরাজ্যে ছোট ইউনিট নিয়ে। আস্তে আস্তে ছন্দে ফিরবে বাংলা টেলিজগৎ এবং অবশ্যই জি বাংলা-র পর্দা, আশাবাদী চ্যানেল সংবাদমাধ্যমকে জানাল লকডাউন পরবর্তী পরিকল্পনা।

Advertisment

''আমরা যাই করি না কেন, কেন্দ্রবিন্দুতে থাকেন দর্শক। কোভিড-১৯ ক্রাইসিসের সময় আমরা চেষ্টা করেছি দর্শকের পছন্দ-অপছন্দের কথা মাথায় রেখে বিশেষ কিছু কনটেন্ট সম্প্রচার করতে যা সব বয়সের ও সব স্তরের দর্শকদেরই ভাল লাগবে'', বলেন জি এন্টারটেনমেন্ট লিমিটেডের ক্লাস্টার হেড ইস্ট সম্রাট ঘোষ, ''সব জায়গাতেই বিনিয়োগ কমেছে কিন্তু আমরা আমাদের দর্শকদের নতুন ও প্রাসঙ্গিক কনটেন্ট দিয়ে যেতে পেরেছি। যেমন লকডাউন-মেড শো 'ননস্টপ আবোল-তাবোল', 'প্রিয় তারকাদের অন্দরমহল', 'লকডাউন ডায়েরি', 'সা রে গা মা পা'-র ২৫ বছরের মিউজিকাল কনসার্ট ও আরও অনেক ডিজিটাল কনটেন্ট।''

আরও পড়ুন: কড়া নির্দেশিকা জারি করেই শুটিং শুরু করার অনুমতি দিল রাজ্য সরকার

শুধু তাই নয়, বেশ কিছু পুরনো ধারাবাহিক যা দর্শক আবারও দেখতে চেয়েছিলেন, তা ফিরে এসেছে এই লকডাউনে জি বাংলা-র পর্দায়। এর মধ্যে যেমন রয়েছে 'সুবর্ণলতা', তেমনই রয়েছে 'ভুতু'। লকডাউন চললেও দিনভরই জি বাংলা-র পর্দায় নতুন বা পুরনো কিছু না কিছু বিশেষভাবে নির্বাচিত কনটেন্ট পেয়েছেন দর্শক। তবু চলতি ধারাবাহিকগুলির নতুন এপিসোড দেখার অপেক্ষায় রয়েছেন তাঁরা। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছে জি বাংলা যে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'কাদম্বিনী' ও 'ক্ষীরের পুতুল'-এর কাজ।

সম্প্রতি 'করুণাময়ী রাণী রাসমণি' ও 'নেতাজি' ধারাবাহিক নিয়ে কিছু গুজব রটেছিল টেলিজগতে। কিন্তু চ্যানেলের পক্ষ থেকে পাঠানো প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে শুটিং শুরু হলে নতুন ছন্দে ফিরবে 'করুণাময়ী রাণী রাসমণি', 'নেতাজি' অথবা 'জয় বাবা লোকনাথ'-এর মতো জনপ্রিয় চলতি ধারাবাহিকগুলি। দীর্ঘ লকডাউন, অর্থনৈতিক সংকট, আমফান-এ বিধ্বস্ত বাংলা। ঘুরে দাঁড়াতে মানুষ নিজেরাই নিজেদের সাহস জোগাতে উদ্যোগী। সাধারণ মানুষের এই ইচ্ছাশক্তির কথা মাথায় রেখেই চ্যানেল লঞ্চ করেছে তাদের সোশাল মিডিয়া ক্যামপেন-- 'নতুন ছন্দে ফিরবে বাংলা'।

''যাতে সব ধারাবাহিকগুলি নতুন করে উৎকর্ষতার শিখরে পৌঁছতে পারে, পাশাপাশি যাতে শুটিং শুরু হওয়ার পরে ধারাবাহিকের সেটে সমস্ত সতর্কতা অবলম্বন করা হয়, তার জন্য আমাদের টিমের সবাই সচেষ্ট। আমাদের দর্শকদের কাছে বেস্ট-ইন-ক্লাস কনটেন্ট পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর'', জানান সম্রাট ঘোষ।

Bengali Serial Bengali Television
Advertisment