/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/lead-25.jpg)
'কৃষ্ণকলি' ধারাবাহিকের একটি দৃশ্য। ছবি সৌজন্য: জি বাংলা
Bengali Television TRP: সন্ধ্যার বেশিরভাগ স্লটেই বিগত কয়েক মাস ধরে এগিয়ে রয়েছে জি বাংলা। ১৫+ আরবান টিআরপি সেরা দশ তালিকায় সাম্প্রতিককালে প্রায় ৭০ শতাংশ ধারাবাহিক থাকে ওই চ্যানেলেরই। চ্যানেলের রেটিং অর্থাৎ জিআরপি ঊর্ধ্বমুখী অনেক দিন ধরেই কিন্তু বিগত এক সপ্তাহের বৃদ্ধি সত্যিই বেশ তাৎপর্যপূর্ণ। গত সপ্তাহের টিআরপি ফলাফলে দেখা গিয়েছিল চ্যানেল রেটিং রয়েছে ৭৩৭। এই সপ্তাহে তা একলাফে ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮২৭।
মোটামুটি ১০ থেকে ৫০ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি এক সপ্তাহে স্বাভাবিক। তাই সেই নিয়ে খুব একটা কিছু বলার থাকে না আলাদা করে। এক সপ্তাহে ৯০ পয়েন্ট কিন্তু নিয়মিত ঘটে না। অতীতে এমন উল্লম্ফন যদিও একাধিকবার দেখা গিয়েছে স্টার জলসা চ্যানেলের ক্ষেত্রেও। দুবছর আগেও ওই চ্যানেলের গড় জিআরপি থাকত ৭০০ থেকে ৮০০ পয়েন্টের কাছাকাছি।
আরও পড়ুন: ত্রিনয়নী-নায়িকা শ্রুতি দাসের একান্ত সাক্ষাৎকার
এখন ঠিক উল্টো পরিস্থিতি। বিগত এক বছরে স্টার জলসা ও জি বাংলা-র জিআরপি-র পার্থক্য ক্রমশই বেড়েছে। তবে রেটিংয়ের নিরিখে স্টার জলসা গত দুএক মাসে আবারও ঘুরে দাঁড়িয়েছে। জিআরপি-ও বাড়ছে কিন্তু অপেক্ষাকৃত কম হারে। তবে বৃদ্ধির হার কম হলেও যদি এই বৃদ্ধি নিয়মিত হয়, তবে আরও মাস ছয়েক পরে দুটি চ্যানেলের জিআরপি প্রায় সমান সমান হতেই পারে। এই সপ্তাহে স্টার জলসা-র জিআরপি হল ৪২৪, আগের সপ্তাহের থেকে বেশ খানিকটা বেশি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/inside1-1.jpg)
এই সপ্তাহের ১৫+ আরবান টিআরপি তালিকার সর্বোচ্চ স্থানে রয়েছে 'কৃষ্ণকলি' (১১.৫) ও দ্বিতীয় স্থানে রয়েছে 'ত্রিনয়নী' (৯.১)। এই দুটি ধারাবাহিকেরই নায়িকা চরিত্রের গায়ের রং কালো এবং ধারাবাহিকের গল্পে তারা গ্রামের মেয়ে। এই স্ট্র্যাটেজিটি যে ভিউয়ারশিপ টানতে মোক্ষম কাজে লাগে, তা প্রমাণিত।
আরও পড়ুন: আগামী বছর বিয়ে! সুদীপ্তা জানালেন কে হবেন তাঁর জীবনসঙ্গী
ত়ৃতীয় স্থানে রয়েছে 'নকশিকাঁথা' (৮.৪), চতুর্থ স্থানে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি' (৮.১) ও পঞ্চম স্থানে একযোগে দুটি ধারাবাহিক রয়েছে এই সপ্তাহে-- 'বকুলকথা' ও 'জয় বাবা লোকনাথ' (৮.০)। এই সপ্তাহে স্টার জলসা-র একটিমাত্র ধারাবাহিক রয়েছে সেরা দশে-- 'কে আপন কে পর'। বাংলা টেলিভিশনে বিগত তিন বছরে সম্ভবত এর চেয়ে সফল ধারাবাহিক আর নেই। বিগত প্রায় এক বছর শীর্ষস্থানে না থাকলেও এই ধারাবাহিক প্রায় ৯০ শতাংশ সাপ্তাহিক টিআরপি তালিকার সেরা দশে থেকেছে। নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং-
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/inside2-4.jpg)
ষষ্ঠ-- 'নেতাজি' (৬.৯)
সপ্তম-- 'সৌদামিনীর সংসার' (৬.৫)
অষ্টম-- 'রানু পেল লটারি' (৬.২)
নবম-- 'কে আপন কে পর' (৫.৯)
দশম-- 'জয়ী' (৫.১)
আরও পড়ুন: সম্পর্কে তৃতীয় ব্যক্তি! সংসার ছেড়ে বেরিয়ে যাবে শ্রীময়ী?
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/inside-5.jpg)
স্টার জলসা-র ধারাবাহিক 'শ্রীময়ী'-র ভিউয়ারশিপ ক্রমশ বাড়ছে। 'কৃষ্ণকলি'-র স্লটে থেকেও এই ধারাবাহিক কিন্তু অনুগত ভিউয়ারশিপ তৈরি করতে সফল। নীচে রইল এই সপ্তাহের স্টার জলসা-র সেরা পাঁচ তালিকা--
প্রথম-- 'কে আপন কে পর' (৫.৯)
দ্বিতীয়-- 'শ্রীময়ী' (৪.৯)
তৃতীয়-- 'ফাগুন বউ' ও 'মহাপীঠ তারাপীঠ' (৪.৪)
চতুর্থ-- 'দেবী চৌধুরাণী' (৪.৩)
পঞ্চম-- 'কলের বউ' (৩.৫)