গত সপ্তাহেই হারানো শীর্ষস্থান পুনর্দখল করেছিল জি বাংলা-র জনপ্রিয় ধারাবাহিক 'কৃষ্ণকলি'। এই সপ্তাহের ১৫ + আরবান টিআরপি তালিকায় সেই স্থানটি ধরে রাখল এই ধারাবাহিক সর্বোচ্চ রেটিং নিয়ে-- ৯.৮। ওই একই স্লটে রয়েছে স্টার জলসা-র সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক 'শ্রীময়ী'। একটা সময়ে 'কৃষ্ণকলি'-কে হারিয়ে স্লট লিডার হতে সক্ষম হয়েছিল এই ধারাবাহিক। এই মুহূর্তে সন্ধ্যা সাতটার স্লটটি আবার 'কৃষ্ণকলি'-র দখলে। এই সপ্তাহে 'শ্রীময়ী' রয়েছে টিআরপি সেরা দশ তালিকার চতুর্থ স্থানে ৭.৮ রেটিং নিয়ে।
এই সপ্তাহের টিআরপি তালিকায় জি বাংলার ধারাবাহিকের জয়জয়কার। সেরা দশে এই সপ্তাহে রয়েছে জি বাংলা-র ৮টি ও স্টার জলসা-র ২টি ধারাবাহিক। সেরা দশের দ্বিতীয় স্থানে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি' (৯.৩) ও তৃতীয় স্থানে রয়েছে 'ত্রিনয়নী' (৮.৪)। এই মুহূর্তে খুবই আকর্ষণীয় একটি পর্যায়ে রয়েছে 'রাসমণি' ধারাবাহিকটি। গল্প অনুযায়ী দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ সমাপ্ত। এবার শ্রীরামকৃষ্ণদেবের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি বর্ণিত হবে ধারাবাহিকে। স্বাভাবিকভাবেই তাই আগামী কয়েক সপ্তাহ ভাল ভিউয়ারশিপ থাকবে এই ধারাবাহিকের।
আরও পড়ুন: আদিবাসী মেয়ের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক
এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে 'জয় বাবা লোকনাথ' (৭.৩)। এছাড়া সেরা দশে এই সপ্তাহে ভালো রেটিং রয়েছে 'আলোছায়া' ধারাবাহিকের। এই সপ্তাহে স্টার জলসা-র মোট দুটি ধারাবাহিক রয়েছে সেরা দশ তালিকায়-- 'শ্রীময়ী' এবং 'কে আপন কে পর'। আগের কয়েক সপ্তাহের তালিকা যদি দেখা যায়, তবে সেই অনুযায়ী এই সপ্তাহে টিআরপি সেরা দশ থেকে বাদ পড়েছে 'সাঁঝের বাতি'। নীচে রইল সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং--
ষষ্ঠ-- আলোছায়া (৭.১)
সপ্তম-- নকশিকাঁথা (৬.৮)
অষ্টম-- বকুলকথা (৬.৭)
নবম-- নেতাজি (৬.৩)
দশম-- কে আপন কে পর (৫.৮)
স্টার জলসা-র ধারাবাহিকগুলি সামগ্রিকভাবেই ভিউয়ারশিপ বজায় রেখেছে ভালভাবে। তবে 'কপালকুণ্ডলা'-র টিআরপি আশানুরূপ নয়। এই ধারাবাহিকটি নিয়ে দর্শকের প্রচুর প্রত্যাশা। বঙ্কিমী উপন্যাসটি ঠিক যেভাবে লেখা হয়েছে, নির্মাতারা ঠিক সেভাবে চিত্রনাট্যটি লিখছেন না ধারাবাহিকের। নবকুমার ও কপালকুণ্ডলা-- দুটি চরিত্রের আগের গল্পটি দেখানো হচ্ছে যা চিত্রনাট্যকারের কল্পনা। মূল উপন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই অংশটি নির্মাণ করার চেষ্টা চলছে কিন্তু সম্ভবত দর্শক অপেক্ষা করে রয়েছেন মূল উপন্যাসের গল্পটির জন্য।
আরও পড়ুন: ‘কনে বউ’-তে এলেন শুভঙ্কর, ধারাবাহিকে নতুন মোড়
আশা করা যায় আগামী কয়েক সপ্তাহে 'কপালকুণ্ডলা' ধারাবাহিকের রেটিং আরও বাড়বে। নীচে রইল এই সপ্তাহে স্টার জলসা সেরা পাঁচ তালিকা--
প্রথম-- শ্রীময়ী (৭.৮)
দ্বিতীয়-- কে আপন কে পর (৫.৮)
তৃতীয়-- মহাপীঠ তারাপীঠ (৫.৭)
চতুর্থ-- সাঁঝের বাতি (৫.৫)
পঞ্চম-- মোহর (৫.১)