Advertisment
Presenting Partner
Desktop GIF

অনেক এগিয়ে 'রাণী', টিআরপি সেরা পাঁচে রইল 'আলোছায়া' 

TRP: এই সপ্তাহেও সেরা পাঁচে রয়েছে 'আলোছায়া'।আগামী সপ্তাহ থেকে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে 'শ্রীময়ী'-র রেটিং। ধারাবাহিকের গল্পে আসছে নতুন মোড়।

author-image
IE Bangla Web Desk
New Update
Zee Bangla Rani Rashmoni continues being all Bengal topper in 15+ Urban rating

টিআরপি সেরা দশ তালিকার শীর্ষে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি'। ছবি: জিফাইভ অ্যাপ থেকে

এই সপ্তাহেও ১৫+ টিআরপি সেরা দশ তালিকার শীর্ষে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি' এবং শুধু তাই নয়, অনেকটা বেশিই এগিয়ে রয়েছে রেটিংয়ের দিক দিয়ে অন্যান্য ধারাবাহিকগুলির থেকে। 'করুণাময়ী রাণী রাসমণি'-র রেটিং যখন ১০.৫, তখন দ্বিতীয় স্থানে থাকা 'শ্রীময়ী' ধারাবাহিকের রেটিং ৮.৮। তবে এই সপ্তাহেও সেরা পাঁচে রয়েছে জি বাংলা-র ধারাবাহিক 'আলোছায়া'।

Advertisment

তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে 'কে আপন কে পর' (৮.৭) ও 'কৃষ্ণকলি' (৮.৬)। 'আলোছায়া' রয়েছে পঞ্চম স্থানে ৮.০ রেটিং নিয়ে। আগামী সপ্তাহ থেকে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে 'শ্রীময়ী'-র রেটিং। ধারাবাহিকের গল্পে আসছে নতুন মোড় এবং 'শ্রীময়ী'-র জীবনের নতুন মানুষ হয়ে আসছেন টোটা রায়চৌধুরী।

আরও পড়ুন: টেলিপর্দায় আবার টোটা! ‘শ্রীময়ী’-র জীবনের নতুন মানুষ

২৭ ফেব্রুয়ারি সকালে স্টার জলসা-র ফেসবুক পেজে এসেছে 'শ্রীময়ী'-র নতুন প্রোমো এবং দর্শকের উৎসাহ চোখে পড়ার মতো। তাই আগামী কয়েক সপ্তাহে 'শ্রীময়ী' আবারও ছুঁয়ে ফেলতে পারে 'রাসমণি'-র রেটিং। 'আলোছায়া' সম্প্রতি বেশ অনেকটাই উঠে এসেছে টিআরপি তালিকায় এবং সম্ভবত আরও কয়েক সপ্তাহ সেরা পাঁচে থাকবে এই ধারাবাহিক।

তবে আরও একটি ধারাবাহিক খুব দ্রুত টিআরপি সেরা পাঁচে আসবে এবং তা হল জি বাংলা-র 'ফিরকি'। খুবই দুঃখজনক যে এই সপ্তাহে সেরা দশে নেই 'নেতাজি'। দেখে নিতে পারেন সেরা দশ তালিকার বাকি ধারাবাহিক ও তার রেটিং--

ষষ্ঠ-- ফিরকি (৭.৫)
সপ্তম-- মোহর (৭.৪)
অষ্টম-- নকশিকাঁথা (৭.২)
নবম-- ত্রিনয়নী (৬.৯)
দশম-- বাঘ বন্দি খেলা (৬.২)

আরও পড়ুন: রণক্ষেত্র দিল্লি: নিন্দায় সরব বাংলার চলচ্চিত্র মহল

এই সপ্তাহে স্টার জলসা-র মোট তিনটি ধারাবাহিক রয়েছে টিআরপি সেরা দশ তালিকায়-- 'শ্রীময়ী', 'কে আপন কে পর' এবং 'মোহর'। ওই চ্যানেলের বাকি ধারাবাহিকগুলির মধ্যে ভাল রেটিং রয়েছে 'মহাপীঠ তারাপীঠ', 'মোহর', 'কপালকুণ্ডলা', 'কোড়া পাখি' ও রাতের স্লটে 'চুনি পান্না'। স্টার জলসা-র সেরা পাঁচ তালিকা রইল নীচে--

প্রথম-- শ্রীময়ী (৮.৮)
দ্বিতীয়-- কে আপন কে পর (৮.৭)
তৃতীয়-- মোহর (৭.৪)
চতুর্থ-- মহাপীঠ তারাপীঠ (৫.৮)
পঞ্চম-- সাঁঝের বাতি (৫.১)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengali Serial Bengali Television TRP
Advertisment