গত সপ্তাহে আবারও ১৫+ আরবান টিআরপি তালিকার শীর্ষে উঠে এসেছিল 'করুণাময়ী রাণী রাসমণি' (১০.৮)। এই সপ্তাহেও শীর্ষস্থানটি দখলে রাখল এই ধারাবাহিক এবং দ্বিতীয় স্থানে এল স্টার জলসা-র ধারাবাহিকল 'শ্রীময়ী' (৮.৭)। আগের সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল 'কৃষ্ণকলি' (৮.৪), এই সপ্তাহে ওই ধারাবাহিকটি রয়েছে তৃতীয় স্থানে।
রাসমণির রেটিংয়ের সঙ্গে তালিকার পরবর্তী ধারাবাহিকগুলির পার্থক্য বেশ লক্ষ্যণীয়। ধারাবাহিকটি প্রথম দিকে এতটাই ব্যবধান রেখে শীর্ষে থেকেছে। আবার 'কৃষ্ণকলি' ও 'ত্রিনয়নী'-ও ২ বা ৩ রেটিংয়ের ব্যবধানে এগিয়ে থেকেছে অতীতে। দক্ষিণেশ্বরের মন্দির ও শ্রীরামকৃষ্ণ-রানি রাসমণির আধ্যাত্মিক যাত্রা যে দর্শকের কাছে বেশ মনোগ্রাহী হয়ে উঠেছে, তা বেশ বোঝা যায় রেটিং দেখে।
আরও পড়ুন: বৃহন্নলাদের মাতৃত্বের গল্প বলবে নতুন ধারাবাহিক
অন্যদিকে 'শ্রীময়ী'-তেও শুরু হয়েছে আত্মপরিচয় সন্ধানের এক নতুন পর্যায়। বাংলার মহিলা দর্শকের কাছে 'শ্রীময়ী' হয়ে উঠেছে একটি অনুপ্রেরণা। এই ধারাবাহিকটিও শীর্ষে উঠে আসতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে ত্রিনয়নী (৭.৭)। পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছে 'আলোছায়া' ও 'জয় বাবা লোকনাথ' ৭.৫ রেটিং নিয়ে। দেখে নিতে পারেন এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক এক ঝলকে--
ষষ্ঠ-- নকশিকাঁথা (৭.১)
সপ্তম-- কে আপন কে পর (৭.০)
অষ্টম-- বকুলকথা (৬.৭)
নবম-- মোহর (৬.৪)
দশম-- নেতাজি (৫.৯)
স্টার জলসার ধারাবাহিকগুলির মধ্যে 'কে আপন কে পর' ও 'শ্রীময়ী' ছাড়া বিগত কয়েক সপ্তাহ ধরেই সেরা দশে থাকছে 'মোহর'। এই ধারাবাহিকটিও নারীর ক্ষমতায়নের কথা বলে। তবে 'কে আপন কে পর'-এর টিআরপি আগামী সপ্তাহে আরও বাড়বে বলেই ধারণা কারণ চলতি সপ্তাহে এই ধারাবাহিকে রয়েছে টান টান উত্তেজনা।
আরও পড়ুন: যুদ্ধক্ষেত্রে এসে ফেরার উপায় নেই, লড়তেই হবে: সঞ্চারী
নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে উল্লেখযোগ্য 'কপালকুণ্ডলা'। শুরুতে রেটিং অনেকটা কম থাকলেও আস্তে আস্তে গতি পাচ্ছে ধারাবাহিক। তাই রেটিংও বাড়ছে উল্লেখযোগ্য। মোটামুটি এখনও পর্যন্ত বঙ্কিমী উপন্যাস থেকে খুব একটা বিচ্যুতি দেখা যায়নি। বাকিটা যা দেখেছেন দর্শক, অতটুকু ক্রিয়েটিভ লিবার্টি অস্বাভাবিক নয় কারণ এটি প্রদর্শিত হচ্ছে ডেইলি সোপ ফরম্যাটে।
এক ঝলকে এই সপ্তাহের স্টার জলসা সেরা পাঁচ--
প্রথম-- শ্রীময়ী (৮.৭)
দ্বিতীয়-- কে আপন কে পর (৭.০)
তৃতীয়-- মোহর (৬.৪)
চতুর্থ-- সাঁঝের বাতি ও মহাপীঠ তারাপীঠ (৫.৬)
পঞ্চম-- কপালকুণ্ডলা (৪.৬)