Lokenath serial: নতুন বছর পড়ার আগেই শেষ হচ্ছে জি বাংলা-র দুটি ধারাবাহিক এবং আগামী বছরের গোড়াতেই বদলে যাচ্ছে একটি জনপ্রিয় ধারাবাহিকের স্লট। সম্প্রতি সেই কথা ঘোষণা করেছে। এতদিন পর্যন্ত 'জয় বাবা লোকনাথ' ধারাবাহিকটির সম্প্রচার হতো সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে সম্প্রচার হতো সন্ধ্যা সাড়ে সাতটায়। জানুয়ারির গোড়া থেকেই তা পরিবর্তিত হচ্ছে। সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে আসছে নতুন ধারাবাহিক 'বাঘ বন্দি খেলা'।
ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে জি বাংলা-য়। দুটি ধারাবাহিক শেষ হতে চলেছে। দুটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। পাশাপাশি একটি ধারাবাহিকের স্লট পরিবর্তন হবে ৬ জানুয়ারি থেকে। ওই তারিখ থেকে সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে দেখা যাবে নতুন ধারাবাহিক 'বাঘ বন্দি খেলা'। আর ওই স্লটের বর্তমান ধারাবাহিক, 'জয় বাবা লোকনাথ'-এর পরিবর্তিত সম্প্রচারের সময় হবে রাত ১১টা। অতি সম্প্রতিই ঘোষণা হয়েছে এই স্লট পরিবর্তনের।
ছবি সৌজন্য: জি বাংলা
আরও পড়ুন: সামনে আসবে সম্রাটের আসল চেহারা
'জয় বাবা লোকনাথ'-এ শুরু হতে চলেছে লোকনাথ ব্রহ্মচারী-র জীবনের অন্তিম অধ্যায়, যে সময়ে বারদী-তে এসে পৌঁছন এই ধর্মগুরু। এই পর্যায়েই আবার ফিরছেন সৌমিলি বিশ্বাস। সম্প্রতি এই নতুন পর্যায়ের একটি প্রোমোও প্রকাশ করেছে চ্যানেল--
রাত এগারোটার স্লটে এতদিন সম্প্রচার চলছিল 'হৃদয়হরণ বিএ পাশ'-এর। ওই ধারাবাহিকটি শেষ হবে অবিলম্বে। অন্যদিকে রাত দশটার স্লটের ধারাবাহিক 'রানু পেল লটারি'-র যাত্রাও শেষ। আগামী সোমবার অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকে ওই স্লটে শুরু হবে নতুন ধারাবাহিক 'কি করে বলব তোমায়'। অর্থাৎ ৬ জানুয়ারি থেকে জি বাংলায় সন্ধ্যা ৭টা থেকে রাতের স্লটগুলি হবে এই রকম--
৭টা-- কৃষ্ণকলি
৭.৩০টা-- বাঘ বন্দি খেলা
৮টা-- ত্রিনয়নী
৮.৩০টা-- নেতাজি
৯টা-- বকুলকথা
৯.৩০টা-- নকশিকাঁথা
১০টা-- কি করে বলব তোমায়
১০.৩০টা-- সৌদামিনীর সংসার
১১টা-- জয় বাবা লোকনাথ
রাত ১১টার স্লটে 'জয় বাবা লোকনাথ'-এর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে স্টার জলসা-র ধারাবাহিক 'ইরাবতীর চুপকথা'।