Bengali Television TRP: প্রায় ১১ সপ্তাহ পরে আবারও টিআরপি সেরা তালিকার প্রথম স্থানে উঠে এল জি বাংলা-র ধারাবাহিক 'কৃষ্ণকলি'। এই ধারাবাহিকটি একটা সময়ে প্রায় ন'মাস টানা ১৫+ আরবান টিআরপি সেরা দশ তালিকার শীর্ষস্থানে ছিল। এই সপ্তাহের টিআরপি ফলাফলে দেখা গেল, আবারও সেরার স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক। এই সপ্তাহে 'কৃষ্ণকলি'-র রেটিং ৯.৯। এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি' (৯.৪) ও তৃতীয় স্থানে 'ত্রিনয়নী' (৮.৯)।
'কৃষ্ণকলি' ধারাবাহিকে সম্প্রতি এসেছে বেশ কিছু চিত্তাকর্ষক ঘটনার ঘনঘটা। আগামী কয়েকটি এপিসোডে আরও বাড়তে চলেছে নাটকীয়তা। তাই আগামী সপ্তাহেও সেরার স্থানটি ধরে রাখতে পারে এই ধারাবাহিক। এই সপ্তাহে আবারও সেরা পাঁচে উঠে এসেছে 'বকুলকথা', রয়েছে চতুর্থ স্থানে ৮.০ রেটিং নিয়ে। পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছে 'শ্রীময়ী' ও 'জয় বাবা লোকনাথ' (৭.২)। এই সপ্তাহেও সেরা দশ তালিকায় রয়েছে 'সাঁঝের বাতি', 'মহাপীঠ তারাপীঠ' ও 'আলোছায়া'। নীচে রইল সেরা দশ তালিকার বাকি ধারাবাহিক ও তার রেটিং--
আরও পড়ুন: বছর দশ পার করে ছোটপর্দায় ফিরছেন পার্নো
ষষ্ঠ-- 'নকশিকাঁথা' (৭.০)
সপ্তম-- 'আলোছায়া' (৬.৯)
অষ্টম-- 'কে আপন কে পর' (৬.১)
নবম-- 'নেতাজি' (৫.৮)
দশম-- 'সাঁঝের বাতি' ও 'মহাপীঠ তারাপীঠ' (৫.৫)
এই সপ্তাহেও স্টার জলসা ও জি বাংলা, দুই চ্যানেলেরই জিআরপি বেড়েছে। স্টার জলসার ধারাবাহিকগুলি সামগ্রিকভাবে ভাল ভিউয়ারপিশ পাওয়ার ফলে সেরা দশ তালিকায় প্রতি সপ্তাহেই ওই চ্যানেলের তিন থেকে চারটি ধারাবাহিক স্থান করে নিতে সক্ষম হচ্ছে। 'কে আপন কে পর' বিগত সাড়ে তিন বছর ধরেই সেরা দশ তালিকায় রয়েছে। এছাড়া সাম্প্রতিক ধারাবাহিকগুলির মধ্যে 'শ্রীময়ী'-কে সেরা দশ তালিকা থেকে সহজে বাদ দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: শুভলগ্নে এনগেজমেন্ট সারলেন দেবপর্ণা-শুভ্রজ্যোতি
অন্যান্য ধারাবাহিকগুলির মধ্যে 'সাঁঝের বাতি' ও 'মহাপীঠ তারাপীঠ'-এর অগ্রগতি (রেটিংয়ের নিরিখে) অত্যন্ত উল্লেখযোগ্য। এই সপ্তাহে স্টার জলসা-র সেরা পাঁচ তালিকার চতুর্থ স্থানে রয়েছে 'মোহর' এবং প্রথম সপ্তাহেই ভাল রেটিং নিয়ে শুরু করেছে 'কপালকুণ্ডলা'। অতীতে 'দেবী চৌধুরাণী' একটা সময়ে চ্যানেল টপার ছিল। বঙ্কিমী উপন্যাসের টেলি চিত্রায়ন দর্শক বেশ পছন্দই করেন। সব ঠিক থাকলে, 'কপালকুণ্ডলা'-ও টিআরপি সেরা তালিকার উপরের দিকে উঠে আসতে পারে। এক নজরে স্টার জলসা সেরা পাঁচ--
প্রথম-- 'শ্রীময়ী' (৭.২)
দ্বিতীয়-- 'কে আপন কে পর' (৬.১)
তৃতীয়-- 'সাঁঝের বাতি' ও 'মহাপীঠ তারাপীঠ' (৫.৫)
চতুর্থ-- 'মোহর' (৫.১)
পঞ্চম-- 'কপালকুণ্ডলা' (৪.৮)