Bengali TV TRP: ক্রিসমাস-নিউ ইয়ারের ছুটিছাটা কাটিয়ে দুই সপ্তাহের যুগ্ম টিআরপি তালিকা এল ৩ ডিসেম্বর। চলতি সপ্তাহে আবারও বাকি সব ধারাবাহিককে ছাপিয়ে ১৫+ আরবান টিআরপি তালিকার শীর্ষে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি' (১০.৫)। এর আগের সপ্তাহে শীর্ষস্থানটি দখলে রেখেছিল 'কৃষ্ণকলি'। কিন্তু চলতি সপ্তাহে এই ধারাবাহিক রয়েছে দ্বিতীয় স্থানে (৯.২)।
মজার ব্যাপার হল 'করুণাময়ী রাণী রাসমণি'-র রেটিংয়ের খুব একটা রদবদল হয়নি দু'সপ্তাহে। এর আগের সপ্তাহে ছিল ১০.৪ এবং এই সপ্তাহে ১০.৫। কিন্তু আগের সপ্তাহে 'কৃষ্ণকলি'-র রেটিং অনেক বেশি থাকায় 'রাসমণি' ছিল দ্বিতীয় স্থানে। চলতি সপ্তাহে 'ত্রিনয়নী' রয়েছে তৃতীয় স্থানে (৮.৬)। চতুর্থ স্থানে একযোগে রয়েছে 'জয় বাবা লোকনাথ' ও 'শ্রীময়ী' (৮.৩)। সপ্তাহদুয়েক আগে হঠাৎ অনেকটা পড়ে গিয়েছিল এই ধারাবাহিকের রেটিং। গত সপ্তাহ থেকে আবারও রেটিং রয়েছে ৮-এর ঘরে।
আরও পড়ুন: শুভজিৎ-শ্যামোপ্তি-ইন্দ্রজিৎ! আসছে নতুন ধারাবাহিক
চলতি সপ্তাহে 'আলোছায়া' রয়েছে পঞ্চম স্থানে (৭.৭)। এই ধারাবাহিকটি গত সপ্তাহেও ছিল এই স্থানে। আগামী কয়েক সপ্তাহ সেরা পাঁচে জায়গা পাকা করল সম্ভবত। কারণ আগামী সপ্তাহে রয়েছে বিয়ের পর্ব যেখানে আলো না ছায়া কার সঙ্গে বিয়ে হবে, সেই নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়ে রয়েছে। চলতি সপ্তাহের টিআরপি ফলাফলের সেরা দশ তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য হল 'মোহর'।
সম্প্রতি এই ধারাবাহিকের টিআরপি ঊর্ধ্বমুখী। তাই আগামী কয়েকটি সপ্তাহে এই ধারাবাহিকটি সেরা দশে থাকতে পারে। নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তার তালিকা--
ষষ্ঠ-- নকশিকাঁথা (৭.২)
সপ্তম-- বকুলকথা (৬.৮)
অষ্টম-- নেতাজি (৬.৬)
নবম-- কে আপন কে পর (৬.১)
দশম-- মোহর (৫.৬)
এই সপ্তাহেও স্টার জলসা-র তিনটি ধারাবাহিক রয়েছে সেরা দশে। 'শ্রীময়ী' ও 'কে আপন কে পর' ছাড়া নতুন তিনটি ধারাবাহিক ভাল রেটিং রাখতে সক্ষম হয়েছে। এক ঝলকে এই সপ্তাহের স্টার জলসা সেরা পাঁচ--
আরও পড়ুন: বাংলা টেলিপর্দায় মহাধুমধাম! আবার গোবিন্দা-করিশ্মা ম্যাজিক
প্রথম-- শ্রীময়ী (৮.৩)
দ্বিতীয়-- কে আপন কে পর (৬.১)
তৃতীয়-- মোহর (৫.৬)
চতুর্থ-- মহাপীঠ তারাপীঠ (৫.৪)
পঞ্চম-- সাঁঝের বাতি (৫.৩)
এর আগের সপ্তাহের টিআরপি ফলাফলে, সেরা দশে ছিল 'মহাপীঠ তারাপীঠ'। আর অবস্থান অনুযায়ী অনেকটা নীচে ছিল 'শ্রীময়ী'-- অষ্টম স্থান। আগের সপ্তাহে ৫১তম সপ্তাহ
কৃষ্ণকলি-- ১২.২
রাসমণি-- ১০.৪
ত্রিনয়নী-- ৮.৯
লোকনাথ-- ৮.৭
আলোছায়া-- ৭.৫
বকুলকথা ও নকশিকাঁথা-- ৬.৮
নেতাজি-- ৬.৫
শ্রীময়ী-- ৬.৪
মহাপীঠ তারাপীঠ-- ৫.৬
কে আপন কে পর-- ৫.২