Advertisment

শীর্ষে রইল 'রাসমণি', সেরা তিনে 'শ্রীময়ী'-'কৃষ্ণকলি'

TRP: এই সপ্তাহের ১৫ + আরবান সেরা দশ তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে করুণাময়ী রাণী রাসমণি। বাঘ বন্দি খেলা এই সপ্তাহেও বজায় রেখেছে ভাল টিআরপি।

author-image
IE Bangla Web Desk
New Update
Zee Bangla serial Rashmoni Krishnakoli and Star Jalsha Sreemoyee in TRP top 3

'করুণাময়ী রাণী রাসমণি'-র একটি দৃশ্য। ছবি সৌজন্য: সৌরভ সাহা

সাপ্তাহিক ১৫ + আরবান তালিকা অনুযায়ী, এই সপ্তাহেও টিআরপি সেরা দশ তালিকার সর্বোচ্চ স্থানটি দখলে রেখেছে 'করুণাময়ী রাণী রাসমণি'। শ্রীরামকৃষ্ণ পর্বটি দর্শকের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে বিশেষ করে অভিনেতা সৌরভ সাহার অভিনয়ে। তাই বাকি সব ধারাবাহিকের থেকে রেটিংয়ে অনেকটা বেশি এগিয়ে রয়েছে রাসমণি (১০.৩)। 'শ্রীময়ী' (৮.৬), 'কৃষ্ণকলি' (৭.৬) ও 'ত্রিনয়নী' (৭.৪)-- এই তিন ফেভারিট ধারাবাহিকই রয়েছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে।

Advertisment

এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে 'নকশিকাঁথা' (৭.৩)। এই ধারাবাহিকের সঙ্গে রেটিংয়ে প্রায় ছায়াসঙ্গী হয়ে ছিল দীর্ঘ সময় ধরে 'বকুলকথা' ধারাবাহিকটি। ফেব্রুয়ারি মাসের গোড়াতেই শেষ হচ্ছে 'বকুলকথা'। কিন্তু শেষ সপ্তাহ পর্যন্ত এই ধারাবাহিক যে সেরা দশে টিকে থাকবে, সেই নিয়ে খুব একটা সন্দেহই নেই।

আরও পড়ুন: ‘ললিতা’ হয়ে এল ঐন্দ্রিলা! ধারাবাহিকে ত্রিকোণ ঝামেলা

গত সপ্তাহে প্রথম রেটিং এসেছিল জি বাংলা-র নতুন ধারাবাহিক 'বাঘ বন্দি খেলা'-র। প্রথম সপ্তাহের রেটিংয়েই সেরা পাঁচে উঠে এসেছিল এই ধারাবাহিক। এই সপ্তাহের তালিকায় সপ্তম স্থানে রয়েছে এই ধারাবাহিক। ওই একই স্থানে যুগ্মভাবে রয়েছে 'আলোছায়া'। নীচে রইল সেরা দশ তালিকার বাকি ধারাবাহিক ও তার রেটিং--

ষষ্ঠ-- 'কে আপন কে পর' (৭.২)

সপ্তম-- 'আলোছায়া' ও 'বাঘ বন্দি খেলা' (৭.০)

অষ্টম-- 'বকুলকথা' (৬.৬)

নবম-- 'মোহর' (৬.২)

দশম-- 'মহাপীঠ তারাপীঠ' (৬.০)

Zee Bangla serial Rashmoni Krishnakoli and Star Jalsha Sreemoyee in TRP top 3 'কে আপন কে পর' ধারাবাহিকে জবা-র ছদ্মবেশ।

স্টার জলসায় গত সপ্তাহে শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'কোড়া পাখি'। পার্নো মিত্র এই ধারাবাহিক দিয়েই ফিরলেন টেলিপর্দায়। ছোটপর্দার বড় তারকা ঋষি কৌশিকও ফিরলেন 'কুসুমদোলা'-র পরে দীর্ঘ বিরতি কাটিয়ে। প্রথম সপ্তাহেই ধারাবাহিকের রেটিং খুব ভালও নয় আবার খুব খারাপও নয়-- ৪.১। গ্রামের মেয়ে আমনের শহরে এসে সাংবাদিক হয়ে ওঠার গল্প নিয়েই ধারাবাহিক।

'মোহর'-এর মতোই এই ধারাবাহিকটিও দর্শকের প্রিয় হয়ে উঠবে এবং রেটিং অনেকটাই বাড়বে বলেই ধারণা। দেখে নিতে পারেন এই সপ্তাহের স্টার জলসা সেরা পাঁচ ও তার রেটিং--

প্রথম-- 'শ্রীময়ী' (৮.৬)

দ্বিতীয়-- 'কে আপন কে পর' (৭.২)

তৃতীয়-- 'মোহর' (৬.২)

চতুর্থ-- 'মহাপীঠ তারাপীঠ' (৬.০)

পঞ্চম-- 'সাঁঝের বাতি' (৫.৫)

কালারস বাংলা ও সান বাংলা দুটি চ্যানেলেরই জিআরপি আপাতত ১০০ পয়েন্টের কম তাই ওই দুটি চ্যানেলের কোনও ধারাবাহিকই রেটিংয়ের নিরিখে জি বাংলা অথবা স্টার জলসা-র ধারাবাহিকের রেটিংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। কিন্তু ওই দুই চ্যানেলের ধারাবাহিকগুলির মধ্যে কে এগিয়ে, কে পিছিয়ে, সেই কৌতূহল থাকতেই পারে দর্শকের। কালারস বাংলা-র ধারাবাহিকগুলির মধ্যে ওই চ্যানেলের টিআরপি টপার হল 'নিশির ডাক' এবং 'মঙ্গলচণ্ডী'। সান বাংলা-র ধারাবাহিকগুলির মধ্যে ওই চ্যানেলের টিআরপি সেরা হল 'বেদের মেয়ে জ্যোৎস্না'।

Bengali Serial Bengali Television TRP
Advertisment