/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/lead-54.jpg)
'ত্রিনয়নী' জুটি গৌরব রায়চৌধুরী ও শ্রুতি দাস।
Trinayani again TRP topper: সাপ্তাহিক ১৫+ আরবান টিআরপি তালিকা প্রকাশিত। এই সপ্তাহেও সেরা দশ তালিকার সর্বোচ্চ স্থানে রয়েছে 'ত্রিনয়নী'। গত সপ্তাহের আগের সপ্তাহে 'করুণাময়ী রাণী রাসমণি' আবারও প্রথম স্থানে এলেও, গত সপ্তাহ থেকেই সেরা দশের প্রথম স্থানে আবারও ফিরে এসেছে 'ত্রিনয়নী' (৮.৭) এবং এই সপ্তাহেও স্থানচ্যুত হয়নি। দ্বিতীয় স্থানে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি' ৮.৪ রেটিং নিয়ে। এই সপ্তাহেও সেরা পাঁচে নিজের অবস্থান ধরে রেখেছে 'শ্রীময়ী' (৭.৮)।
বিগত কয়েক সপ্তাহ ধরেই সেরা পাঁচ তালিকাটি একটু বদলেছে। এখন আগের ফেভারিট ধারাবাহিকগুলির মধ্যে সেরা পাঁচ থেকে প্রায় পাকাপাকিভাবে সরে গিয়েছে 'বকুলকথা' ও 'নকশিকাঁথা'। বিগত কয়েক সপ্তাহের ট্রেন্ড তাই বলছে। অন্যদিকে 'শ্রীময়ী'-কে এই মুহূর্তে সেরা পাঁচ থেকে সরানো একটু মুশকিল। এই সপ্তাহে 'শ্রীময়ী' (৭.৮) রয়েছে তৃতীয় স্থানে, চতুর্থ স্থানে রয়েছে 'কৃষ্ণকলি' (৭.৬) ও পঞ্চম স্থানে রয়েছে 'জয় বাবা লোকনাথ' (৬.৬)।
আরও পড়ুন: চাকরি ছেড়েই অভিনয়ে ‘রাসমণি’ ধারাবাহিকের গিন্নিমা
টাইম লিপের পরে লোকনাথ ব্রহ্মচারীর ভূমিকায় এসেছেন ভাস্বর চট্টোপাধ্যায়। এই ধর্মীয় গুরুর জীবনের মূল আধ্যাত্মিক অংশটি শুরু হয়েছে এবার। কিন্তু সেই তুলনায় টিআরপি উল্লেখযোগ্যভাবে বাড়েনি। সম্ভবত দর্শকের বেশি প্রিয় ছিল শিশু লোকনাথের জীবনকাহিনি যা অনেকটাই অজ্ঞাত মানুষের কাছে। এই সপ্তাহেও যে ধারাবাহিকটি অত্যন্ত উল্লেখযোগ্য তা হল 'আলোছায়া'। প্রথম থেকেই মাঝামাঝি-ভালো রেটিং নিয়ে চলছে এই ধারাবাহিক। আগামী সপ্তাহেই আসছে একটি টাইম লিপ। বড় হয়ে যাবে আলো ও ছায়া। তার পরে রেটিংয়ে কী তারতম্য হয়, সেই নিয়ে কৌতূহল থাকবে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/2-17.jpg)
আরও একটি ধারাবাহিক যা ক্রমশ সেরা দশ তালিকায় নিজের স্থানটি পাকা করতে চলেছে তা হল 'সাঁঝের বাতি'। রিজওয়ান রব্বানি শেখ ও দেবচন্দ্রিমা সিংহরায় অভিনীত এই ধারাবাহিকের আবেগঘন সমসাময়িক গল্প দর্শক টানছে ভালোই। নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং--
ষষ্ঠ-- 'আলোছায়া' ও 'নকশিকাঁথা' (৬.২)
সপ্তম-- 'বকুলকথা' (৬.০)
অষ্টম-- 'নেতাজি' (৫.৮)
নবম-- 'সাঁঝের বাতি' (৫.৬)
দশম-- 'কে আপন কে পর' (৫.৫)
আরও পড়ুন: ডিজনি-র হোস্ট থেকে বলিউড নায়িকা! এক নজরে তারার কেরিয়ারগ্রাফ
স্টার জলসার জিআরপি-ও অনেকটা বেড়েছে। এই সপ্তাহে স্টার জলসা-র জিআরপি ৪৭৩ ও জি বাংলা-র জিআরপি ৬৫০। এই সপ্তাহেও ভালো রেটিং রয়েছে 'মহাপীঠ তারাপীঠ' ও 'দুর্গা দুর্গেশ্বরী' ধারাবাহিকের। এছাড়া সদ্য লঞ্চ হওয়া ধারাবাহিক 'চুনি পান্না'-র প্রথম সপ্তাহের রেটিং ৩.৭। রাত সাড়ে দশটার স্লট হিসেবে এই রেটিং বেশ ভালো। নীচে রইল স্টার জলসা-র সেরা পাঁচ--
প্রথম-- 'শ্রীময়ী' (৭.৮)
দ্বিতীয়-- 'সাঁঝের বাতি' (৫.৬)
তৃতীয়-- 'কে আপন কে পর' (৫.৫)
চতুর্থ-- 'মহাপীঠ তারাপীঠ' (৪.৬)
পঞ্চম-- 'দুর্গা দুর্গেশ্বরী' (৪.৫)