Advertisment

দুজনেই প্রথম! দ্বৈতভাবে টিআরপি-সেরা 'রাসমণি' ও 'ত্রিনয়নী'

TRP Topper: এই সপ্তাহে বেঙ্গল-টপার যুগ্মভাবে জি বাংলা-র দুই জনপ্রিয় ধারাবাহিক 'করুণাময়ী রাণী রাসমণি' ও 'ত্রিনয়নী'। দ্বিতীয় স্থানে রয়েছে 'শ্রীময়ী', রইল সম্পূর্ণ তালিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
Rani Rashmoni and Trinayani jointly Bengal topper in TRP list

'ত্রিনয়নী' ও 'রাণী রাসমণি'-র ছবি সোশাল মিডিয়া থেকে।

Bengali Serial TRP: প্রথম স্থান দখল নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই দুই জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে চলছে প্রতিদ্বন্দ্বিতা। দুটি ধারাবাহিকই এই সপ্তাহে যুগ্মভাবে রয়েছে ১৫+ আরবান টিআরপি তালিকার সর্বোচ্চ স্থানে ৮.৯ রেটিং নিয়ে। এই সপ্তাহে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসা-র ধারাবাহিক 'শ্রীময়ী'। এই ধারাবাহিকটি বেশ অনেক সপ্তাহ ধরে স্টার জলসা-র সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক। ইন্দ্রাণী হালদার-অভিনীত এই ধারাবাহিকের বিপুল ভিউয়ারশিপ চ্যানেলের সামগ্রিক ভিউয়ারশিপ বাড়াতেও প্রভূত সাহায্য করেছে।

Advertisment

সেরা পাঁচে এই সপ্তাহে রয়েছে 'কৃষ্ণকলি' (৭.৭), 'জয় বাবা লোকনাথ' (৬.৭) ও 'আলোছায়া' (৬.৩) তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে। জি বাংলা-র 'আলোছায়া' ধারাবাহিকে ঘটেছে টাইম লিপ। বড় হয়ে গিয়েছে আলো এবং ছায়া। দেবাদৃতা বসু এসেছেন আলো-র ভূমিকায় ও ছায়া-র ভূমিকায় এসেছেন ঐন্দ্রিলা বসু। ধারাবাহিকটি প্রথম থেকেই ভাল টিআরপি রেখেছে। নতুন ট্র্যাকটিও যে ভাল করছে এই সপ্তাহের টিআরপি তার প্রমাণ। এই সপ্তাহের সেরা দশ তালিকায় জায়গা করে নিয়েছে স্টার জলসা-র মোট ৪টি ধারাবাহিক।

আরও পড়ুন: বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি বাংলা সিনেমার থেকে অনেক বড়: রাজ চক্রবর্তী

'শ্রীময়ী', 'কে আপন কে পর' ও 'সাঁঝের বাতি' ছাড়াও এই সপ্তাহে রয়েছে 'মহাপীঠ তারাপীঠ'। ওই ধারাবাহিকে পরিণতবয়স্ক বামার চরিত্রে সব্যসাচী চৌধুরী যেমন দর্শকের খুবই প্রিয়, তেমনই তারা মায়ের চরিত্রে নবনীতা দাসের অভিনয় দর্শককে প্রথম থেকেই অভিভূত করে রেখেছে। সেরা দশ তালিকায় ধারাবাহিকের এই প্রবেশ আশা করা যায় দীর্ঘস্থায়ী হবে। নীচে দেখে নিতে পারেন এই সপ্তাহের সেরা দশ তালিকার বাকি ধারাবাহিক ও তার রেটিং--

Star Jalsha serial Sreemoyee 'শ্রীময়ী'। ছবি: স্টার জলসা-র ফেসবুক পেজ থেকে

ষষ্ঠ-- 'কে আপন কে পর' (৬.২)

সপ্তম-- 'বকুলকথা' (৬.১)

অষ্টম-- 'নকশিকাঁথা' ও 'নেতাজি' (৫.৯)

নবম-- 'সাঁঝের বাতি' (৫.৬)

দশম-- 'মহাপীঠ তারাপীঠ' (৫.০)

স্টার জলসা-র জিআরপি প্রভূত বেড়েছে বিগত কয়েক সপ্তাহে এবং যা সবচেয়ে উল্লেখযোগ্য তা হল জি বাংলা-র সঙ্গে জিআরপি-র যে বিস্তর ফারাক তৈরি হয়েছিল তা অনেকখানি কমে গিয়েছে। বাংলা বিনোদন চ্যানেলগুলির মধ্যে জিআরপি-র নিরিখে এখনও জি বাংলা-ই সেরা ৬৪৮ পয়েন্ট নিয়ে, দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসা ৪৯৪ পয়েন্ট নিয়ে। দুই চ্যানেলের মধ্যে জিআরপি-র পার্থক্য ১৫০ পয়েন্টের।

আরও পড়ুন: বিপ্লবী বাঘা যতীনের বুড়িবালামের যুদ্ধ! মহাসপ্তাহ ‘নেতাজি’ ধারাবাহিকে

এই সপ্তাহে চ্যানেলের সেরা পাঁচ তালিকায় রয়েছে 'দুর্গা দুর্গেশ্বরী'। ধারাবাহিকে শুরু হয়েছে দামিনী রায়চৌধুরীর ট্র্যাকটি। দুগ্গাকে এবার যেতে হবে তার শ্বশুরবাড়ি এবং সেখানে আরও অপ্রত্যাশিত ঘটনার মধ্যে দিয়ে যেতে হবে তাকে। তাই আগামী সপ্তাহগুলিতে ভাল রেটিং থাকার সম্ভাবনা এই ধারাবাহিকের। নীচে রইল এই সপ্তাহের স্টার জলসা সেরা পাঁচ তালিকা--

প্রথম-- 'শ্রীময়ী' (৮.৪)

দ্বিতীয়-- 'কে আপন কে পর' (৬.২)

তৃতীয়-- 'সাঁঝের বাতি' (৫.৬)

চতুর্থ-- 'মহাপীঠ তারাপীঠ' (৫.০)

পঞ্চম-- 'দুর্গা দুর্গেশ্বরী' (৪.৪)

Bengali Serial Bengali Television TRP
Advertisment