/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/lead-59.jpg)
'ত্রিনয়নী' ধারাবাহিকে শ্রুতি দাস ও জেসমিন রায়। ছবি: জি বাংলা-র ফেসবুক পেজ থেকে
Bengali Serial TRP topper Trinayani: পর পর তিন সপ্তাহ ১৫+ আরবান টিআরপি তালিকার শীর্ষে থেকে প্রমাণ করল 'ত্রিনয়নী' (৯.৫) যে 'কৃষ্ণকলি'-র মতোই দীর্ঘস্থায়ী টপার হতে চলেছে এই ধারাবাহিক। ইতিমধ্যেই দ্বিতীয় ধারাবাহিকের সঙ্গে প্রায় ১.০ পয়েন্টের পার্থক্য বজায় রেখে চলছে 'ত্রিনয়নী'। তাই আরও বেশ কয়েক সপ্তাহ শীর্ষস্থানে থাকার সম্ভাবনা বেশ প্রবল। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি' (৮.৪) ও তৃতীয় স্থানে রয়েছে 'কৃষ্ণকলি' (৮.২)।
'করুণাময়ী রাণী রাসমণি'-তে সম্প্রতি শুরু হয়েছে রামকৃষ্ণদেবের ট্র্যাক। তাই এখন বেশ কয়েক সপ্তাহ এই ধারাবাহিকের টিআরপি ঊর্ধ্বগামী থাকবে। 'কৃষ্ণকলি'-তেও আসছে বড়সড় টুইস্ট তাই ওই ধারাবাহিকও বর্তমান রেটিং ধরে রাখতে সক্ষম হবে। তবে আগামী সপ্তাহগুলিতে 'শ্রীময়ী'-র রেটিং আরও বাড়বে বলেই ধারণা। এই সপ্তাহে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থানে রয়েছে ৭.৩ রেটিং নিয়ে। আর চতুর্থ স্থানে রয়েছে 'জয় বাবা লোকনাথ' ৭.৫ রেটিং নিয়ে।
'শ্রীময়ী' ধারাবাহিকে ইন্দ্রাণী হালদার। ছবি: হটস্টার প্রোমো থেকে
আরও পড়ুন: ছেলেকে নিয়ে পায়েল-দ্বৈপায়নের প্রথম বিদেশভ্রমণ এই পুজোতে
এই সপ্তাহে কমেছে 'বকুলকথা'-র রেটিং। 'বকুলকথা' ও 'নকশিকাঁথা', পর পর দুটি স্লটের ধারাবাহিক এই সপ্তাহে একই রেটিং নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। 'নেতাজি' যেমন সেরা দশে নিজের অবস্থান পাকা রেখেছে বিগত ন'মাস ধরে, তেমনই সেরা দশে পাকাপাকি স্থান পেতে সক্ষম হতে পারে 'আলোছায়া'। এই ধারাবাহিকটি সম্প্রচারের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু ভালো রেটিং রেখেছে। নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং--
ষষ্ঠ-- 'বকুলকথা' ও 'নকশিকাঁথা' (৬.৮)
সপ্তম-- 'নেতাজি' (৬.৫)
অষ্টম-- 'আলোছায়া' (৫.৮)
নবম-- 'কে আপন কে পর' (৫.৭)
দশম-- 'সৌদামিনীর সংসার' (৫.৩)
আরও পড়ুন: টেলিপর্দায় কবে দেখা যাবে পরিণত নেতাজিকে
'সাঁঝের বাতি' ধারাবাহিকে রিজওয়ান ও দেবচন্দ্রিমা। ছবি সৌজন্য: স্টার জলসা
স্টার জলসা ও জি বাংলা-র জিআরপির পার্থক্য অনেকটাই কমে গিয়েছে ও আরও কমে যাবে সম্ভবত আগামী কয়েক মাসে কারণ এই মাসের শেষ থেকেই আসছে স্টার জলসা-র মেগা প্রজেক্ট 'এখানে আকাশ নীল'। চ্যানেলের এই ফ্ল্যাগশিপ প্রজেক্টটি নতুন মোড়কে, নতুন কাস্ট এবং নতুন গল্প নিয়ে আসছে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে। যদি 'এখানে আকাশ নীল' দর্শক টানতে সক্ষম হয়, তবে স্টার জলসা-র সামগ্রিক ভিউয়ারশিপেও তার প্রভাব পড়বে। এই সপ্তাহে স্টার জলসা-র জিআরপি ৪৬৭ ও জি বাংলা-র জিআরপি ৬৮০। তবে এই সপ্তাহের তালিকায় স্টার জলসা-র সেরা পাঁচ থেকে বেরিয়ে গিয়েছে 'দুর্গা দুর্গেশ্বরী'। ওদিকে 'সাঁঝের বাতি'-র টিআরপি বেশ ঊর্ধ্বগামী। নীচে রইল ১৫+ আরবান রেটিং অনুযায়ী স্টার জলসা সেরা পাঁচের তালিকা--
প্রথম-- 'শ্রীময়ী' (৭.৩)
দ্বিতীয়-- 'কে আপন কে পর' (৫.৭)
তৃতীয়-- 'সাঁঝের বাতি' (৫.১)
চতুর্থ-- 'ফাগুন বউ' (৪.৯)
পঞ্চম-- 'মহাপীঠ তারাপীঠ' (৪.৫)