Sreemoyee beats Krishnakoli: স্টার জলসা-র ধারাবাহিক 'শ্রীময়ী' এগিয়ে গিয়েছে সন্ধ্যা সাতটার স্লটে। ১৫+ আরবান টিআরপি তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক ৭.৯ রেটিং নিয়ে। ওই স্লটে 'কৃষ্ণকলি'-র এই সপ্তাহের রেটিং ৭.৩। পার্থক্য খুব বেশি না হলেও ওই স্লটের জয়ীর মুকুট কিন্তু 'শ্রীময়ী'-র মাথায়। তবে এই ট্রেন্ড শুধুমাত্র একটি সপ্তাহের নাকি আগামী সপ্তাহগুলিতেও স্লট লিডার হিসেবে 'শ্রীময়ী'-ই থাকবে, তা অবশ্য বোঝা যাবে পরে। তবে ১৫+ আরবান টিআরপি তালিকার সেরার স্থান এখনও 'ত্রিনয়নী'-র দখলে। এই সপ্তাহে ধারাবাহিকের রেটিং আগের সপ্তাহের থেকেও বেড়ে হয়েছে ৯.৯।
এছাড়া অন্য যে ধারাবাহিকের রেটিং উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তা হল 'করুণাময়ী রাণী রাসমণি'। এই সপ্তাহের ১৫+ আরবান টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক ৮.৪ রেটিং নিয়ে। ওই ধারাবাহিকে সম্প্রতি শুরু হয়েছে গদাধর বা শ্রীরামকৃষ্ণদেবের ট্র্যাকটি। ওই চরিত্রে এসেছেন সৌরভ সাহা। রাণী রাসমণির জীবনের একটা বড় অধ্যায় জুড়ে রয়েছেন শ্রীরামকৃষ্ণ। তাঁর সান্নিধ্যে এসেই রানির আধ্যাত্মিক জীবন আরও বেশি বিকশিত হয়। তাই আপাতত আরও বেশ কিছু সপ্তাহ এই ধারাবাহিকের রেটিং ঊর্ধ্বমুখী থাকবে।
আরও পড়ুন: টেলিপর্দায় ফিরছে দামিনী রায়চৌধুরী! ধারাবাহিকে আসছে নতুন মোড়
এই সপ্তাহে সেরা দশ তালিকার চতুর্থ স্থানে রয়েছে 'কৃষ্ণকলি' ও পঞ্চম স্থানে রয়েছে 'জয় বাবা লোকনাথ' (৭.২)। জি বাংলা-র 'নেতাজি' ধারাবাহিকে শুরু হয়েছে পরিণত বয়স্ক নেতাজির গল্প। তাই আশা করা গিয়েছিল যে এই ধারাবাহিকের রেটিংও আগের চেয়ে অনেকটা বাড়বে। কিন্তু রেটিং খুব বেশি বাড়েনি। তবে এখনও নেতাজির জীবনের আসল ঘটনাগুলিই আসেনি গল্পে। হয়তো সেই কারণেই এখনও সেরা দশ তালিকায় আরও উপরের দিকে যায়নি এই ধারাবাহিক। অদূর ভবিষ্যতে সেরা পাঁচে জায়গা করে নেওয়ার সম্ভাবনা খুবই প্রবল। নীচে রইল এই সপ্তাহের সেরা দশ তালিকার বাকি ধারাবাহিক ও তার রেটিং--
ষষ্ঠ-- নেতাজি (৬.৯)
সপ্তম-- বকুলকথা (৬.৬)
অষ্টম-- আলোছায়া (৬.১)
নবম-- নকশিকাঁথা (৫.৯)
দশম-- কে আপন কে পর (৫.৬)
এই সপ্তাহে স্টার জলসা-র জিআরপি অনেকটাই বেড়েছে আগের সপ্তাহের থেকে। ৪০০ পয়েন্ট থেকে এই সপ্তাহে জিআরপি দাঁড়িয়েছে ৪৩২। জি বাংলা-র জিআরপি এই সপ্তাহে ৬৪৯। স্টার জলসা-র ধারাবাহিকগুলির মধ্যে 'সাঁঝের বাতি' ও 'দুর্গা দুর্গেশ্বরী'-র রেটিং আগের চেয়ে বেড়েছে। তবে 'এখানে আকাশ নীল'-এর রেটিং একেবারেই আশানুরূপ নয়। চ্যানেলের সেরা পাঁচ তালিকায় জায়গা করে নিতে সক্ষম হয়নি এই ধারাবাহিক। আরও একটি বিষয় ১৫+ আরবান তালিকা থেকে স্পষ্ট-- 'শ্রীময়ী'-র চেয়ে অনেকটা পিছিয়ে চ্যানেলের অন্যান্য ধারাবাহিকগুলি। নীচে রইল স্টার জলসা-র সেরা পাঁচ তালিকা--
আরও পড়ুন: রেগে গিয়ে বিগ বসের ঘরে কী কাণ্ডটাই না করলেন সিদ্ধার্থ শুক্লা
প্রথম-- শ্রীময়ী (৭.৯)
দ্বিতীয়-- কে আপন কে পর (৫.৬)
তৃতীয়-- সাঁঝের বাতি (৫.২)
চতুর্থ-- মহাপীঠ তারাপীঠ (৪.৮)
পঞ্চম-- দুর্গা দুর্গেশ্বরী (৪.৫)