ধর্মীয় ভাবাবেগে আঘাত! জি বাংলার বিরুদ্ধে সরব বাংলার জনগণ। কী এমন ঘটেছে যে এহেন রেগে আগুন নেটিজেনরা?
জি ফাইভে নতুন নতুন কন্টেন্ট সবসময়ই হাজির থাকে। এবছর এক বিরাট পরিসরে নতুন নতুন গল্প-ড্রামা নিয়ে পসরা সাজিয়েছেন তাঁরা। তাঁরই মধ্যে অন্যতম ‘শ্বেতকালী’। তবে, জি ফাইভের এই সিরিজ নিয়েই রেগে আগুন বাংলার দর্শকরা। পোস্টারে দেখা গেছে একটি খাঁড়া এবং তাতে রক্ত মাখানো। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ বাংলার দর্শকরা!
আরও পড়ুন [ বিতর্কে বিয়ে! আলিগড় ক্যাম্পাসে জম্পেশ ‘দাওয়াত’ স্বরার, ‘টুকরে-টুকরে গ্যাং’ নিয়ে বিতর্ক তুঙ্গে ]
তাঁদের কথায়, হিন্দু দেবদেবীকে নিয়ে এহেন ভয়ঙ্কর মজা সবসময় করা যায়। কিন্তু মুসলিম ধর্ম নিয়ে করতে গেলে এতক্ষণে খাসী হয়ে যেত সকলে। আবার কেউ কেউ তো অকথ্য ভাষায় গালাগালিও করলেন। নাম শুনেই একরকম ক্ষেপে গেছেন তাঁরা। মা কালী আবার শ্বেত? কেউ বলে উঠলেন, হিন্দু দেবদেবী নিয়ে এসব না করলেই নয়?

যদিও রিলিজ করে নি এই সিরিজ। তাঁর আগেই বিতর্কের মুখে এই সিরিজ। নাম এবং পোস্টার প্রকাশ্যে আসার পরই শোরগোল! আবারও বিনোদনের সঙ্গে ধর্মীয় বিবাদ। এখন সিরিজ রিলিজের অপেক্ষা। তারপরই বোঝা যাবে নামের যথার্থতা। উল্লেখ্য, এবছর পাঠানও পড়েছিল ধর্মীয় বিবাদে। গেরুয়া রঙের বিকিনি পড়ার পর থেকেই দীপিকা এবং শাহরুখকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল।