জিরো ভরসাযোগ্য নয়,তবু শাহরুখ মহিমায় বক্সঅফিস পারদ উঠছেই

সমালোচকদের এত গাল মন্দ শুনেও দমে যায়নি দর্শকরা। বক্সঅফিসের প্রথম দিনে প্রায় ২১ কোটি ব্যবসা করেছে এই ছবি। আরে বাবা, শাহরুখ খান আসলে তো বলিউড বাদশা। ভুলে গেলে চলবে।

সমালোচকদের এত গাল মন্দ শুনেও দমে যায়নি দর্শকরা। বক্সঅফিসের প্রথম দিনে প্রায় ২১ কোটি ব্যবসা করেছে এই ছবি। আরে বাবা, শাহরুখ খান আসলে তো বলিউড বাদশা। ভুলে গেলে চলবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জিরো-কেমন খেই হারিয়ে ফেলেছে

জিরোর মতো খুব কম ছবিতে এত উদ্দীপনা চোখে পড়ে। এমনকি যারা এই ছবির ঝড়ের বেগে করে চলা প্রচারের সাক্ষী তারাও জানেন শাহরুখ নিজের অভিনয় জীবনের সবথেকে চ্যালেঞ্জিং চরিত্রটা বেছেছেন। বাউয়া সিং, চার ফুট ছয় ইঞ্চির ছোট কিং খান। যিনি মাটির খুব কাছের এমনকি যার সামনে মধ্যউচ্চতা সম্পন্ন মানুষগুলোও লম্বা মনে হচ্ছে। বলিউডের ভিএফএক্স কিন্তু মন জয় করছে। জিরো নিয়ে সমস্যা শুধু এই কারণে নয় যে শাহরুখ খান কেবলমাত্র ছোট ভার্সনে এসেছেন। সবকিছু এক সে চুলের কায়দা থেকে বাচনভঙ্গি। মাটির মানুষ হতে হবে তো। সারা ছবিটা জুড়ে বাউয়া যে হিরো তার প্রমাণ রয়েছে, এমনকি তার প্রিয়বন্ধু আয়ূব যার একমাত্র কাজ বাউয়ার খুঁটি হয়ে থাকা, যে ত্রিকোণ প্রেমে লজ্জিত। সেরিব্রাল পলসির অভিনয়ে অনুষ্কা যথাসাধ্য চেষ্টা করেছেন। আর আবারও ছবিতে ক্যাট শো পিস।

Advertisment

কিন্তু সমালোচকদের এত গাল মন্দ শুনেও দমে যায়নি দর্শকরা। বক্সঅফিসের প্রথম দিনে প্রায় ২১ কোটি ব্যবসা করেছে এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন একথা। আরে বাবা, শাহরুখ খান আসলে তো বলিউড বাদশা। ভুলে গেলে চলবে।

Advertisment

আরও পড়ুন, রিসেপশনটা প্রিয়াঙ্কা-নিকের তো? নাকি রণবীর সিংয়ের

এদিকে ঝামেলার তো শেষ নেই। এরই মধ্যে অনলাইনে লিক হয়ে গেল এই ছবি। আবারও সেই তামিলরকার্সদের কল্যাণে। আনন্দ এল রাইয়ের এই ছবির কপালেও ভাঁজ তাই। সম্প্রতি এদের কারণে দক্ষিণ ভারতের ডিস্ট্রিবিউটরদের মাথায় হাত। সব মিলিয়ে দেখতে গেলে জিরো-কেমন খেই হারিয়ে ফেলেছে।

Movie Review TamilRockers