Advertisment
Presenting Partner
Desktop GIF

zinia sen: 'অনেক কিছুই ঘটছে যা আমাদের ধারণার বাইরে', ভাইরাল অর্ধনগ্ন- বিকৃত ছবি! ক্ষোভ শিবপ্রসাদের স্ত্রী জিনিয়ার

zinia sen Viral Post: দেবভক্তরা সোশ্যাল মিডিয়ায় শিবপ্রসাদ ও তাঁর স্ত্রী জিনিয়া সেনকে আগেই হুঁশিয়ারি দিয়েছেন। এবার তো সব সীমা অতিক্রম করে জিনিয়ার অর্ধনগ্ন ছবি ছড়িয়ে দিয়েছেন। এই ঘটনায় কী প্রতিক্রিয়া জিনিয়া সেনের?

author-image
Kasturi Kundu
New Update
'অনেক কিছুই ঘটছে যা আমাদের ধারণার বাইরে'

অনেক কিছুই ঘটছে যা আমাদের ধারণার বাইরে: জিনিয়া

zinia sen Morphed Pic: বক্স অফিসে 'খাদান' ঝড়। ক্রিসমাসে চারটি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছে। সেই তালিকায় ছিল দেবের 'খাদান', রাজ চক্রবর্তীর 'সন্তান', মানসী সিনহার '৫ নং স্বপ্নময় লেন' ও প্রতীম.ডি.গুপ্তার 'চালচিত্র'। আয়ের নিরিখে তিনটি ছবিকে পিছনে ফেলে খাদানের আয়ের গ্রাফ একেবারে ঊর্ধমুখী। খাদানের সাকসেস পার্টিতেও ছিল তারকার চাঁদের হাট।

Advertisment

একদিকে যখন অনুরাগীদের মধ্যে খাদান ম্যানিয়া তখন অন্যদিকে দেব ভক্তদের একাংশের চোখ রাঙানির শিকার শিবপ্রসাদ ও তাঁর স্ত্রী জিনিয়া। টলিউডের বিশিষ্ট পরিচালক শিবপ্রসাদ-নন্দিতার ছবি বহুরূপীকে হুঁশিয়ারি দিয়েছে অভিনেতার ভক্তরা। কিন্তু, সুপারস্টার দেবের দেবতুল্য ফ্যান (দেবীয়ান) যা ঘটাল তা নিয়ে সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড়। ফ্যান ক্লাবের উৎপাতে নাজেহাল সেলেব দম্পতি।

AI-এর মাধ্যমে  জিনিয়ার অর্ধনগ্ন-বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। বহুরূপীকে হুঁশিয়ার দিতেই নিন্দার ঝড়, এর মাঝেই এই ঘটনায় একেবারে চারিদিকে ছিছিক্কার। বুধের সন্ধ্যায় রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারকা দম্পতি। তাঁদের পাশে দাঁড়িয়েছেন কাছের মানুষজন, বন্ধুবান্ধব। কিন্তু, যাকে সামনে রেখে এই জঘন্য ঘটনা ঘটেয়েছে ফ্যানেরা তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই বিষয়ে জিনিয়ার মত জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অবশ্য কারও প্রতিক্রিয়া নিয়ে ভাবিত নন।

Advertisment

জিনিয়ার কথায়, 'আমরা কারও রেসপন্স পাওয়ার জন্য থানায় যায়নি। এটা তো ক্রিমিনাল অফেন্স। কারও রেসপন্স পাওয়ার থেকেও যেটা বেশি জরুরি সেটা হল যারা এই কুকর্মগুলো করছে তাঁদেরকে সামনে আনা। নারীর সম্মানহানি, তাঁর গোপনীয়াতা নষ্ট করা, হুমকি দেওয়ার মতো ঘৃণ্য কাজগুলো করা হয়েছে। আমরা চাই পুলিশ ঘটনার সঠিক তদন্ত করুক। দোষীরা উপযুক্ত শাস্তি পাক। বিষয়টা সিরিয়াস বলেই তো পুলিশ এফআইআর নিয়েছে।'

এইরকম ঘটনা টলিপাড়ায় আগে কখনও ঘটেনি। এই প্রসঙ্গে জিনিয়ার মত, 'কর্মরত চিকিৎসক খুন হয়ে যাওয়ার মতো ঘটনাও তো প্রথম ঘটল। এখন অনেক কিছুই ঘটছে যা আমাদের ধারণার বাইরে। আর আমাদের সঙ্গে যেটা ঘটেছে সেখানে একে অপরকে টার্গেট করার বিষয় নয়। তার থেকে অনেক গুরুত্বপূর্ণ, সেনসেটিভ ইস্যু।' 

Shiboprosad Mukherjee Bengali Film Industry Bengali Cinema Bengali Film
Advertisment