Zubeen Garg Demise: দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন, অসমের রাজপুত্র জুবিনকে চোখের জলে বিদায়

Zubeen Garg Demise: অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গায়কের মরদেহকে অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে হাজারো ভক্ত জড়ো হয়ে, প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

Zubeen Garg Demise: অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গায়কের মরদেহকে অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে হাজারো ভক্ত জড়ো হয়ে, প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Zubeen Garg

চোখের জলে বিদায় জুবিনকে...

Zubeen Garg Demise: গুয়াহাটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে কিংবদন্তি গায়ক জুবিন গর্গের দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) দিব্যা পাটে নিশ্চিত করেছেন, যে এই প্রক্রিয়াটি এইমসের চিকিৎসকদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে।

Advertisment

অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গায়কের মরদেহকে অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে হাজারো ভক্ত জড়ো হয়ে, প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

এর আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, যে জুবিন গর্গের ময়নাতদন্ত গুয়াহাটিতেই করা হবে। যদিও সিঙ্গাপুরে মৃত্যুর পর প্রাথমিক ময়নাতদন্ত সম্পন্ন হয়েছিল, তবে আসামে শিল্পীর অনুরাগীরা আরও একটি ময়নাতদন্তের দাবি জানান। সেই দাবি মেনেই দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়। এই বিষয়ে গায়কের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের সঙ্গে, রাজ্যসভার সাংসদ পবিত্রা মার্ঘেরিতা আলোচনা করেছিলেন।

Advertisment

বয়স হয়েছিল মাত্র ২৭, মর্মান্তিক মৃত্যু হয় মিস কেরালার

এদিকে, মঙ্গলবার প্রয়াত গায়কের শেষকৃত্যের প্রস্তুতি চলছে সোনাপুরের কামারকুচি গ্রামে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গেই তাঁকে জাতীয় সড়কের ধারে প্রায় ১০ বিঘা জমিতে সমাহিত করা হবে। শেষকৃত্য উপলক্ষে গ্রামে হাজারো মানুষের ভিড়। 

সোমবার রাতে মুখ্যমন্ত্রী শর্মা নিজেও শ্মশান পরিদর্শনে যান এবং শেষকৃত্যের প্রস্তুতি খতিয়ে দেখেন। পরে এক্স (টুইটার)-এ তিনি লেখেন, “জুবিনকে শেষ বিদায় জানানোর আগে আমি শ্মশান ঘুরে দেখলাম এবং যাবতীয় প্রস্তুতি পর্যালোচনা করলাম।” উল্লেখ্য, জুবিন গর্গ সিঙ্গাপুরে ভ্রমণের সময় ডুবে যাওয়ার ফলে মর্মান্তিকভাবে প্রাণ হারান। তাঁর মরদেহ প্রথমে দিল্লি আনা হয় এবং সেখান থেকে বিশেষ ফ্লাইটে গুয়াহাটিতে নিয়ে আসা হয়।

আসামের এই সংগীত সম্রাটের অকালপ্রয়াণে গোটা রাজ্য শোকাভিভূত, আর শেষ বিদায় জানাতে ভক্তদের ঢল নেমেছে সর্বত্র।

Zubeen Garg Entertainment News Today