/indian-express-bangla/media/media_files/2025/09/26/cats-2025-09-26-11-12-26.jpg)
জুবিনের মৃত্যকাণ্ডে নয়া মোড়
Zubeen Garg-Aamir Khan: ১৯ সেপ্টেম্বর ঘড়ির কাঁটায় তখন দুপুর আড়াইটে, বিনোদুনিয়ায় আছড়ে পড়ল দুঃসংবাদ। সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর খবরে স্তম্ভিত কাশ্মীর টু কন্যাকুমারী। জুবিনের মৃত্যু ঘিরে উঠে আসছে একাধিক প্রশ্ন, তৈরি হয়েছে ধোঁয়াশা। শিল্পীর আপ্তসহায়কের দিকে অভিযোগের তীর থাকলেও জুবিনের স্ত্রী একটি ভিডিওবার্তায় সিদ্ধার্থকে দোষারোপ না করার আর্জি করেছিলেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জুবিনের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনতে বিশেষ দল তৈরির নির্দশ দিয়েছিলেন। পরিকল্পনামাফিক জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালায় SIT (স্পেশাল ইনভেস্টিগেশন টিম)। প্রতিবেশীরা জানান, জুবিনের মৃত্যুর পর থেকে তাঁকে আর এই ফ্ল্যাটে দেখা যায়নি। অন্যদিকে মিডিয়া রিপোর্ট মোতাবেক জুবিনের মৃত্যুকাণ্ডে গ্রেফতার ড্রামার শেখর জ্যোতি।
সিঙ্গাপুরে ইয়ট ভ্রমণের সময় জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন শেখর। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলেই খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শেখর বা তাঁর পরিবারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জুবিন। সেখানে পারফর্ম করার আগেই সব শেষ। অনুষ্ঠানের উদ্যোক্তা-আয়োজকদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ উঠেছে। শ্যামকানু মাহান্তও বর্তমানে এসআইটি-র নজরে রয়েছেন। বিমানবন্দরের লাউঞ্জ থেকে সিআইডির সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন।
আরও পড়ুন জুবিনকে শ্রদ্ধাজ্ঞাপন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থগিত পরিষেবা
জুবিনের মৃত্যুতে শ্যামকানুও শীঘ্রই গ্রেফতার হতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা। এসআইটি কর্মকর্তারা মহান্তর বাসভবনে তল্লাশি চালান। তবে সেখান থেকে কী তথ্য পাওয়া গেছে তা এখনও প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত, মঙ্গলবার গুয়াহাটির উপকণ্ঠ কামারকুচি গ্রামে রাজকীয় মর্যাদায় সম্পন্ন হয় জুবিনের শেষকৃত্য। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর জুবিনের স্ত্রী কান্নামিশ্রিত কণ্ঠে বলেন, 'আমরা ‘রোই রোই বিনালে’ নামে একটি ছবিতে কাজ করছিলাম। তিনি চেয়েছিলেন ছবিটি ৩১ অক্টোবর মুক্তি পাক। তাই হয়তো এখনই আমাদের আবার কাজে ফিরে ওঁর ইচ্ছেমতোই নির্দিষ্ট তারিখেই ছবিটি মুক্তি দেওয়া উচিত।'
আরও পড়ুন জুবিনের কফিনের সামনে চোখে জল চার পোষ্যর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
জুবিনের শেষকৃত্য সম্পন্ন হতেই আমির খানের প্রযোজনা সংস্থার তরফে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি দেন। ইনস্টা স্টোরিতে শোকপ্রকাশ করে লেখেন, 'আমরা জুবিন গর্গের প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন প্রকৃত কিংবদন্তি, যাঁর কণ্ঠ লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে এবং যাঁর সংগীত প্রজন্মের পর প্রজন্মকে গড়ে তুলেছে। শিল্প ও সংস্কৃতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ওঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।'