Zubeen Garg Wife Garima: 'শক্তি দাও আমায়', জুবিনের মৃত্যুর পর কী প্রতিশ্রুতি দিলেন স্ত্রী গরিমা?

বিদেশের বুকে স্বামীর অকাল প্রয়াণ, স্ত্রী গরিমা যেন একেবারেই মেনে নিতে পারছেন না। প্রথম দিন থেকে স্বামীর শেষকৃত্য পর্যন্ত নানা সময় তিনি নানা বক্তব্য রেখেছেন। যদিও যাদের-কে গ্রেফতার করা হচ্ছে সেই প্রসঙ্গে খুব একটা এখনই কিছু বলতে শোনা যাচ্ছে না তাঁকে।

বিদেশের বুকে স্বামীর অকাল প্রয়াণ, স্ত্রী গরিমা যেন একেবারেই মেনে নিতে পারছেন না। প্রথম দিন থেকে স্বামীর শেষকৃত্য পর্যন্ত নানা সময় তিনি নানা বক্তব্য রেখেছেন। যদিও যাদের-কে গ্রেফতার করা হচ্ছে সেই প্রসঙ্গে খুব একটা এখনই কিছু বলতে শোনা যাচ্ছে না তাঁকে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
zubeen1

কী বললেন তাঁর স্ত্রী?

Zubeen Garg Wife Garima: স্বামী হারানোর যন্ত্রণা, সেই কষ্ট বোঝার ক্ষমতা অনেকের পক্ষেই সম্ভব না। আর সেই স্বামী যদি সুস্থ হন এবং হঠাৎ করেই এমন খবর আসে সেই মানুষটা আর নেই তাহলে নিজেকে ধরে রাখা যে সম্ভব না- এটা বোধহয় জুবিনের স্ত্রী গরিমাকে দেখলেই বোঝা যাচ্ছে। জুবিনের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন গরিমা।

Advertisment

বিদেশের বুকে স্বামীর অকাল প্রয়াণ, স্ত্রী গরিমা যেন একেবারেই মেনে নিতে পারছেন না। প্রথম দিন থেকে স্বামীর শেষকৃত্য পর্যন্ত নানা সময় তিনি নানা বক্তব্য রেখেছেন। যদিও যাদের-কে গ্রেফতার করা হচ্ছে সেই প্রসঙ্গে খুব একটা এখনই কিছু বলতে শোনা যাচ্ছে না তাঁকে। কিন্তু, জুবিন-কে যে গোটা দেশ বেশ ভালবাসেন, সেটি বারবার বুঝতে পারছেন তিনি। প্রসঙ্গে গায়কের শেষকৃত্যে একমনে মাথা নিচু করে কেবল চোখের জল ফেলেছেন তিনি। 

Smriti Irani: 'গাড়ি চুরি করে পালাত!' স্বামী ও সলমনের গুণকীর্তিতে লজ্জায় মাথা কাটা যায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতির

Advertisment

পাশে রয়েছেন কাছের মানুষরা। সেদিন যখন তাঁর দেওর গ্রেফতার হলেন, তখন জুবিনের স্ত্রী অবাক হয়েই জানান দাদা-ভাইয়ের মধ্যে সম্পর্ক বেশ ভালই ছিল। ভাই, নিজেই জুবিনকে বলেছিলেন বিদেশে যাননি কোনওদিন, তাই যেতে চান। আর দাদাও, ভাইকে সঙ্গেই নিয়ে গিয়েছিলেন। তবে, সঙ্গীকে অকালে হারিয়ে যে তিনি মানসিকভাবে বিধ্বস্ত সেকথা আবারও প্রমাণিত। নিজের সমাজ মাধ্যমেই তিনি তাঁদের বেশ পুরনো একটি ছবি শেয়ার করেছেন।

তখন সদ্য সদ্য বিবাহিত জীবন শুরু করেছেন তাঁরা। সিথিতে সিঁদুর, হাতে বালা, আর জুবিনের পরনে লাল রঙের পোশাক, স্বামীর গলা জড়িয়ে রয়েছেন গরিমা। তাঁকে সমাজ মাধ্যমে লিখতে শোনা গেল

"ফেব্রুয়ারি, ২০০২ — আমাদের বিয়ের পর একটি ম্যাগাজিনের জন্য ছিল প্রথম ফটোশুট।  গোল্ডি, আমাদের সম্পর্কটা ছিল এক অনন্ত বন্ধন…। খুব শিগগিরই আবার দেখা হবে তোমার সঙ্গে, আমি জানি। এখন শুধু  একটাই প্রার্থনা- আমাকে আশীর্বাদ করো, যেন তোমার ন্যায়বিচারের জন্য শেষ পর্যন্ত লড়াই করার শক্তি পাই।" 

Entertainment News Today Zubeen Garg