Haryana Contractual Sanitation Worker Position Applied: হরিয়ানায় বেকারের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ক্রমবর্ধমান বেকারত্বের মধ্যে স্যানিটেশন কর্মী পদে আবেদন করেছেন ৪৬ হাজারেরও বেশি স্নাতক। তথ্য বলছে যে বেকারত্ব এবং সরকারি চাকরির জন্য ৬ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর, ২০২৪-এর মধ্যে সাফাইকর্মী পদে ৩৯,৯৯০ জন স্নাতক এবং ৬,১১২ জন স্নাতকোত্তর চাকরিপ্রার্থী আবেদন করেছেন। হরিয়ানা কৌশল রোজগার নিগম (HKRN)-এর কাছে চুক্তিভিত্তিক সাফাইকর্মী পদে আবেদন করেছেন ওই প্রার্থীরা। এই পদে মাসিক বেতন ১৫ হাজার টাকা। স্নাতক এবং স্নাতকোত্তর প্রার্থী নন, এমন ১১৭,১৪৪ জন ১২ ক্লাস পাশ প্রার্থীরাও আবেদন করেছেন চাকরির জন্য। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীরা শুধুমাত্র নিজের জেলায় আবেদন করার সুযোগ পেয়েছেন।
যা জানিয়েছেন আধিকারিক
এই ব্যাপারে হরিয়ানা কৌশল রোজগার নিগমের এক আধিকারিক বলেছেন, 'সরকারি বিভাগ, বোর্ড এবং কর্পোরেশন দ্বারা নিযুক্ত চুক্তিভিত্তিক ঝাড়ুদার প্রতিমাসে প্রায় ১৫ হাজার টাকা পান। প্রত্যেকেই সজ্ঞানে এই পদে আবেদন করেছেন। কারণ, বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা ছিল কোন কাজ করতে হবে। পরিষ্কার বলা আছে, পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, সরকারি জায়গা, রাস্তা এবং বিল্ডিং থেকে আবর্জনা সরানোর কাজ করতে হবে।'
যা জানিয়েছেন প্রার্থীরা
চাকরিপ্রার্থীরাও স্বীকার করেছেন, তাঁরা জেনেই আবেদন করেছেন। এই ব্যাপারে অন্যতম আবেদনকারী সিরসার বাসিন্দা ২৯ বছর বয়সি রচনা দেবী বলেন, 'কোনও চাকরিই তো নেই। আমি স্নাতকোত্তর হয়েও বাড়িতেই বসে আছি। তাই শেষ পর্যন্ত সাফাই কর্মী পদে আবেদন করলাম। শিক্ষকের চাকরিতে আবেদনের জন্য বিএড পাশ করেছি। রাজস্থান থেকে ইতিহাসে এমএ করেছি। তারপরও চার বছর ধরে বেকার।' চরখি দাদরি জেলার বাসিন্দা অন্যতম আবেদনকারী মনীষা বলেছেন, 'আমি নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপাতত কাজ করছি। আমার বর দানিশ কুমার (৩১) বিএডও করেছে। এখনও কোথাও কিছু করে উঠতে পারেননি। আমরা দু'জনেই চুক্তিভিত্তিক কর্মী হিসেবে চাকরির আবেদন করেছি।'
আরও পড়ুন- তীব্র ক্ষোভপ্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর! পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে?
হরিয়ানায় বেকারত্ব বাড়ছে
হরিয়ানায় বেকারত্ব ক্রমশ বাড়ছে। গত ১৬ অগাস্ট পিরিওডিক লেবার ফোর্স সার্ভে (পিএলএফএস) দ্বারা প্রকাশিত ডেটায় হরিয়ানায় এই বেকারত্ব সংকটের ইঙ্গিত মিলেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, হরিয়ানার শহরাঞ্চলে ১৫ থেকে ২৯ বছর বয়সি বেকারের সংখ্যা ২০২৪ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে, এই ত্রৈমাসিকে ১১.২% বেড়েছে। জানুয়ারি থেকে মার্চ, এই ত্রৈমাসিকে তা ছিল ৯.৫%।