Adani Power share: সপ্তাহের শুরুতেই বাড়ল আদানিদের শেয়ারের দাম, পিছনে রহস্যটা কী?

Adani Power Stock Split: Adani Power Stock Split পর শেয়ারের দাম ২০% বেড়ে আপার সার্কিটে। জানুন স্টক স্প্লিট কী, তাতে শেয়ারের দামের প্রভাব পড়ে কতটা?

Adani Power Stock Split: Adani Power Stock Split পর শেয়ারের দাম ২০% বেড়ে আপার সার্কিটে। জানুন স্টক স্প্লিট কী, তাতে শেয়ারের দামের প্রভাব পড়ে কতটা?

author-image
IE Bangla Web Desk
New Update
Netweb share price

Share price: দাম বেড়েছে শেয়ারের।

Adani Share Price: সোমবার বাজার খোলার পর থেকেই Adani Power-এর শেয়ার ২০% বেড়ে আপার সার্কিটে পৌঁছে যায়। এর কারণ কোম্পানির প্রথমবারের মত আনা ১:৫ স্টক স্প্লিট। অর্থাৎ, আগে যেখানে একটি শেয়ারের ফেস ভ্যালু ছিল ১০ টাকা, এখন তা ভাগ হয়ে দাঁড়িয়েছে পাঁচটি শেয়ারে, যার প্রতিটির ফেস ভ্যালু ২ টাকা। 

Advertisment

শেয়ার হোল্ডারদের কাছে এর অর্থ কী?

যদি কোনও বিনিয়োগকারীর কাছে প্রতিটি ১০ টাকা দামে ১০০টি শেয়ার থাকে, তবে স্প্লিটের পর তিনি পাবেন ৫০০ শেয়ার। প্রতিটি শেয়ারের মূল্য হবে ২ টাকা। এক্ষেত্রে শেয়ারের সংখ্যা বাড়লেও মোট বিনিয়োগের মূল্য একই থাকবে। এখানে মাথায় রাখা দরকার যে, শেয়ারের পরিমাণ বাড়লেও, মোট মূল্য অপরিবর্তিত থাকবে। 

আরও পড়ুন- নবরাত্রিতে এই শুভেচ্ছাবার্তা, উক্তি, স্ট্যাটাস ও ছবি বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন

Advertisment

কেন কোম্পানি স্টক স্প্লিট করে?

স্টক স্প্লিট আসলে একটি কর্পোরেট স্টেপ, যা শেয়ারের লিকুইডিটি বাড়ানোর জন্য করা হয়। দাম ছোট ছোট ভাগে বিভক্ত হলে ছোট বিনিয়োগকারীদের জন্য শেয়ার কেনা সহজ হয়। এর ফলে শেয়ারের ডিমান্ড বাড়ে এবং দীর্ঘমেয়াদে কোম্পানির মার্কেট ভ্যালুতে ইতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুন- উকিল থেকে কিংবদন্তি লেখক, ব্যোমকেশ স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অচেনা কাহিনি

শেয়ারবাজারে প্রভাব

স্টক স্প্লিটের ঘোষণা ও বাস্তবায়নের পর শেয়ারের চাহিদা বেড়েছে। সোমবার আদানি পাওয়ারের শেয়ার ওপেন হয়েছিল ১৪৭.৯ টাকায়। তারপর তা দ্রুত বেড়ে দিনের সর্বোচ্চ দাম পৌঁছয়  ১৭০.১৫ টাকায়। এর আগের ক্লোজিং প্রাইস ছিল ১৪১.৮০ টাকা। অর্থাৎ একদিনেই দাম বাড়ল ২০%। শুধু আদানি পাওয়ারই নয়, আদানিদের গ্রুপের অন্যান্য কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। তার মধ্যে আদানি এন্টারপ্রাইজের দাম বেড়েছে ৮ শতাংশ, আদানি এনার্জি সলিউশনসের দাম বেড়েছে ৬ শতাংশ। আদানি গ্রিন এনার্জির দাম বেড়েছে ৮.৮৪ শতাংশ। 

আরও পড়ুন- দুর্ভাগ্য সহজেই করুন দূর, জানুন আজকের টিপস!

SEBI-র আংশিক ক্লিনচিটের প্রভাব

গত শুক্রবার SEBI আদানি গ্রুপকে রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন সংক্রান্ত অভিযোগ থেকে আংশিক ক্লিনচিট দিয়েছিল। এরপর মাত্র দুই ট্রেডিং সেশনে আদানি পাওয়ার-এর শেয়ারের দাম ৩৫% বেড়ে যায়। এতে বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন যে স্টক স্প্লিট বিনিয়োগকারীর জন্য সুবিধাজনক ব্যাপার। এতে লিকুইডিটি বাড়ে, মানে বেশি শেয়ার সংখ্যার অর্থ বাজারে লেনদেন আরও সহজ হওয়া। 

আরও পড়ুন- জানেন মহিলারা চুড়ি পরেন কেন? কারণ জানলে অবাক হয়ে যাবেন!

অ্যাক্সেসিবিলিটি, দাম কম হওয়ায় ছোট বিনিয়োগকারীরাও সহজে এই শেয়ার কিনতে পারবেন। এর একটা মনস্তাত্ত্বিক প্রভাবও আছে। অর্থাৎ, ছোট দামের শেয়ার তুলনামূলকভাবে দ্রুত চাহিদা বাড়ায়। রয়েছে দীর্ঘমেয়াদি মূল্যবৃদ্ধির প্রভাবও। যদিও স্প্লিটে সরাসরি কোনও মূল্য যোগ হয় না, তবে লিকুইডিটি বাড়লে প্রাইস পারফরম্যান্স ভালো হতে পারে।

Share Price Adani