/indian-express-bangla/media/media_files/2025/10/22/bank-holidays-2025-10-22-16-46-24.jpg)
Bank Holiday: ব্যাংকে ছুটি।
Bhai Dooj Bank Holidays 2025: দীপাবলির পরেই পালিত হয় ভাই-বোনের ভালোবাসার উৎসব ভাই দুজ (Bhai Dooj)। এই বছর উৎসবটি পালিত হবে ২৩ অক্টোবর ২০২৫, বুধবার। দীপাবলির আনন্দের পর এই উৎসবে ভাই ও বোন একে অপরের দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করেন। তবে, এই দিনটি শুধু পারিবারিক উদযাপন নয়, ব্যাংক ছুটির দিক থেকেও গুরুত্বপূর্ণ।
আরবিআই প্রকাশিত ছুটির তালিকা
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India, RBI) আগেই অক্টোবর মাসের জন্য ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে। সেই অনুযায়ী, ২৩ অক্টোবর ভাই দুজ উপলক্ষে কিছু রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে, আবার কিছু রাজ্যে ব্যাংক খোলা থাকবে। এই তালিকা মূলত আরবিআই-এর অঞ্চলভিত্তিক ছুটির নির্দেশিকা অনুযায়ী তৈরি করা হয়েছে।
আরও পড়ুন- একঘণ্টা চলেই বন্ধ শেয়ার বাজার, কী এই বিক্রম সংবত, কারা মানেন?
কোন কোন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে
RBI-এর ঘোষণা অনুযায়ী, বুধবার, ২৩ অক্টোবর ২০২৫ তারিখে কিছু রাজ্য এবং শহরে ব্যাংক বন্ধ থাকবে। সেগুলো হল- গুজরাট (Gujarat), সিকিম (Sikkim), মণিপুর (Manipur), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), পশ্চিমবঙ্গ (West Bengal), হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। এই রাজ্যগুলিতে সরকারি ও বেসরকারি উভয় ব্যাংকেই কাজ বন্ধ থাকবে। অন্যদিকে, দেশের বাকি অংশে ব্যাংক খোলা থাকবে এবং স্বাভাবিকভাবে লেনদেন চলবে।
আরও পড়ুন- বলি প্রতিপদে বন্ধ শেয়ারবাজার, ফের ট্রেডিং শুরু কবে?
যদি আপনার ২৩ অক্টোবর ব্যাংকে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে আগে নিজের রাজ্য বা শহরের পরিস্থিতি দেখে নিন। অনেক সময় আঞ্চলিক ছুটি (Local Holiday) হিসেবে নির্দিষ্ট জায়গায় ব্যাংক বন্ধ থাকে, যদিও জাতীয়ভাবে ছুটি না-ও থাকতে পারে। যেমন, কলকাতা ও শিলিগুড়িতে ভাই দুজ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। দিল্লি, মুম্বই, চেন্নাই ও হায়দরাবাদে ব্যাংক খোলা থাকবে। গুজরাট ও উত্তরপ্রদেশে স্থানীয় উদযাপনের কারণে ব্যাংক বন্ধ থাকবে।
আরও পড়ুন- শুভলগ্নে শেয়ার বাজার, একঘণ্টার মুহূর্ত-ই সংবত ২০৮২-র শুরুর ঘণ্টা বাজাবে!
অফলাইন শাখাগুলি বন্ধ থাকলেও অনলাইন ব্যাংকিং, UPI ট্রান্সফার, ATM পরিষেবা ও মোবাইল ব্যাংকিং অ্যাপ—সবই স্বাভাবিক থাকবে। গ্রাহকরা এসব মাধ্যম ব্যবহার করে বিল পেমেন্ট, ব্যালেন্স চেক বা ট্রান্সফার করতে পারবেন। দীপাবলি ও ভাই দুজের মতো উৎসবের সময় অনেকেই ক্যাশ উইথড্রয়াল, ব্যাঙ্ক ডিপোজিট, বা চেক ক্লিয়ারেন্স-এর মতো কাজ করেন। তাই আগেভাগেই নিজের কাজ সারার পরামর্শ দিচ্ছেন ব্যাংক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- ধনতেরসের জের? গোল্ড ইটিএফ-এ বিপুল বিনিয়োগ!
যেহেতু অক্টোবর মাসে পরপর উৎসব থাকায় বিভিন্ন দিনে ছুটি পড়ছে, তাই লেনদেনের দেরি হওয়ার সম্ভাবনাও থেকে যায়। ভাই ফোঁটা (Bhai Dooj Bank Holiday 2025) উপলক্ষে দেশের কয়েকটি রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। তাই ২৩ অক্টোবর ব্যাংকে যাওয়ার আগে একবার নিজের রাজ্যের আরবিআই তালিকা দেখে নিন। উৎসবের আনন্দের সঙ্গে সঙ্গে আর্থিক কাজও যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেদিকেও নজর রাখুন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us