/indian-express-bangla/media/media_files/2025/10/21/share-trading-2025-10-21-11-52-50.jpg)
Stock market diwali muhurat trading: শেয়ার বাজারে দিওয়ালির মুহূর্ত ট্রেডিং।
Muhurat Trading 2025: দীপাবলির আলোক উজ্জ্বল উৎসব মানেই আলো, আনন্দ আর নতুন সূচনার প্রতীক। আর সেই প্রতীকেরই অংশ মুহূর্ত ট্রেডিং ২০২৫ (Muhurat Trading 2025)। এখানে ভারতের দুই প্রধান স্টক এক্সচেঞ্জ (Stock market)— এনএসই (NSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ) এবং বিএসই (BSE, বম্বে স্টক এক্সচেঞ্জ)— এক ঘণ্টার জন্য খোলে। এটুকু সময়ই বিনিয়োগকারীদের জন্য শুভ লগ্নের দরজা বলে মনে করা হয়।
এই বিশেষ ট্রেডিং সেশন শুধু অর্থনীতির নয়, আস্থারও প্রতীক। এই দিনেই শুরু হয় নতুন আর্থিক বছর, সংবত (Samvat)। মহারাজা বিক্রমাদিত্য এই বর্ষ চালু করেছিলেন। তাই একে বলা হয় বিক্রম সংবত। এবার বিক্রম সংবত ২০৮২। এই বছর মুহূর্ত ট্রেডিং (Muhurat Trading) অনুষ্ঠিত হচ্ছে বিকেলে। যা এক বিরল পরিবর্তন। সাধারণত সন্ধ্যায় হয় এই ট্রেডিং। কিন্তু, এবার সময় রাখা হয়েছে দুপুরে।
আরও পড়ুন- ভাইফোঁটায় ভাইয়ের পাতে কী দেবেন? দেখুন কলকাতার এই বিশেষ খাবার
দিওয়ালির পরে মূহুর্তর সময়সীমা
| সেশন | সময় (IST) |
|---|---|
| ব্লক ডিল সেশন (Block Deal Session) | ১:১৫ PM – ১:৩০ দুপুর ( PM) |
| প্রি-ওপেন সেশন (Pre-Open Session) | ১:৩০ PM – ১:৪৫ দুপুর ( PM) |
| মেইন ট্রেডিং উইন্ডো (Main Trading Window) | ১:৪৫ PM – ২:৪৫ দুপুর ( PM) |
| ক্লোজিং সেশন (Closing Session) | ২:৫৫ PM – ৩:০৫ দুপুর ( PM) |
| ট্রেড মডিফিকেশন কাট-অফ (Trade Modification Cut-off) | ৩:১৫ বিকেল ( PM) পর্যন্ত |
এই সময়সূচি এনএসই (NSE), বিএসই (BSE) এবং এমসিএক্স (MCX)— তিনটি এক্সচেঞ্জেই প্রযোজ্য। ভারতীয় সংস্কৃতিতে ‘মুহূর্ত’ মানে শুভ সময়। বহু প্রজন্ম ধরে বিশ্বাস করা হয়, এই এক ঘণ্টায় বিনিয়োগ করলে বছরের আর্থিক ভাগ্য উন্নত হয়। দীপাবলির রাতে যেমন ঘরে ঘরে প্রদীপ জ্বলে, তেমনি মুম্বইয়ের দালাল স্ট্রিট (Dalal Street)-এ জ্বলে ওঠে আশার আলো। এই দিন নতুন বিনিয়োগের মাধ্যমে অনেক পরিবার তাঁদের আর্থিক বছর শুরু করেন। বাজারের অভিজ্ঞ বিনিয়োগকারীরা সাধারণত এই দিনে কিছু ইঙ্গিতপূর্ণ (symbolic) শেয়ার কেনেন। যা ভবিষ্যৎ শুভর সূচনা বলেই ধরা হয়।
আরও পড়ুন- নিষিদ্ধ বাজিই নয়, গ্রিন ক্র্যাকারেও ছড়ায় ভয়ংকর দূষণ, চমকে দেবে সত্যিটা!
এই মুহূর্তে ট্রেডিং সংবতের (Samvat 2082) বা আর্থিক বছরের সূচনা করবে। ভারতীয় ব্যবসায়ীদের জন্য এটি একটি ঐতিহ্যবাহী এবং আধ্যাত্মিক মুহূর্ত। পরিবারে নতুন হিসাব বই খোলা, দেবীর আশীর্বাদ নেওয়া— সবই এই দিনে হয়। এনএসই (NSE) এবং বিএসই (BSE) উভয়ের কাছেই এটি একটি বিশেষ মুহূর্ত বা স্পেশাল সেশন (Special Session)।
আরও পড়ুন- চিড়িয়াখানায় বাঘের খাঁচায় পড়ে গেলেন মহিলা, তারপর যা ঘটল তা শিউরে ওঠার মত!
বাজারের সূচি
২১ অক্টোবর, মঙ্গলবার (October 21, Tuesday): মুহূর্ত ট্রেডিং, ১টা ৪৫ থেকে ২টো ৪৫ (Muhurat Trading, 1:45–2:45 pm)
২২ অক্টোবর, বুধবার (October 22, Wednesday): বাজার বন্ধ (Trading Holiday)
২৩ অক্টোবর, বৃহস্পতিবার (October 23, Thursday): একাধিক ট্রেড সেটলমেন্ট হবে।
এমসিএক্স এবং এনসিডিইএক্স (MCX ও NCDEX) উভয়ই 22 অক্টোবর বন্ধ থাকবে। তবে এমসিএক্স ২৩ অক্টোবর বিকেল ৫টা থেকে পুনরায় খুলবে।
আরও পড়ুন- আদানিই কি শেষমেশ সাহারা সাম্রাজ্যের মালিক?
বিনিয়োগকারীদের জন্য কিছু পরামর্শ
এই দিন বড় ট্রেডিংয়ের চেয়ে প্রতীকী বিনিয়োগ করাই শ্রেয়। পোর্টফোলিও রিব্যালান্স করার সময় হিসেবে ব্যবহার করতে পারেন। ঝুঁকির পরিবর্তে স্থিতিশীল শেয়ারে ফোকাস রাখুন। মুহূর্ত ট্রেডিং (Muhurat Trading) শেষে দ্রুত লাভ তুলতে না গিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় থাকুন। মনে রাখতে হবে, মুহূর্ত ট্রেডিং শুধুই স্টক মার্কেট ইভেন্ট নয়, এটি একধরনের উৎসব— যেখানে অর্থের সঙ্গে বিশ্বাস (faith meets finance)মিশে গিয়েছে। দীপাবলির মতই এটি নতুন শুরুর প্রতীক। যাঁরা দীর্ঘমেয়াদি বিনিয়োগে বিশ্বাসী, তাঁদের জন্য এটি আত্মবিশ্বাস অর্জনের দিন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us